![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
গুছায়ে কথা বলতে পারি না
তাই আমার স্ট্যাটাস এ হাজার খানেক লাইক পরে না
অতি বাস্তব কথা বলি
তাই অনেকেই আমাকে পছন্দ করে না
কিন্তু ভাই আমি যা বলি তা শুধু সত্যি ই না
চরম সত্যি
রুমী স্কোয়াড এর সবাই এই যে আমরণ অনশন করতেছে
আর তাদের কথা গুলা অনেকেই ফেবু তে শেয়ার করতেছে
করেন ভাই, অনশন করেন, শেয়ার ও করেন
কিন্তু ভাই এতে কোন লাভ হবে না
সত্যি কথা
বাস্তব কথা
লাভ হবে না
কেন হবে না??
কারন আপনি আমি কোন বড় রাজনীতিবিদ না
আপনার আমার কথা তারা শুনবে না
কোন দায় ই পরে নাই তাদের
তাদের অনেক ক্ষমতা
অনেক টাকা
টাকার জোরে তারা করতে পারে নাই এমন কিছু নেই
আর তার উপর আছে রাজনীতির চাল
রাজনীতির চাল আপনার, আমার, সাধারণ মানুষ এর মাথার উপর দিয়ে যাবে
রাজনীতি তে হয় না এমন কোন জিনিস নেই
ভুলে যাবেন না
গত সরকারের আমলেও এক জন রাষ্ট্রপতি কে ৩ দিন তার অফিস কক্ষে আটকে রেখে পদত্যাগ করানো হইছিল
আমরা সাধারণ জনগন কিন্তু এটা পারব না
আমরা অনশন করতে গিয়ে ১০-১২ জন রাস্তায় মড়ে পরে থাকলেও আমাদের দেখার জন্য কেও আসবে না
বিরোধী দল তো আগেই বলে দিছে
তারা এই সংলাপ নামক আজাইরা পেঁচাল এর মধ্যে নেই
সরকারী দল ও কোন ঝামেলার মধ্যে যাবে না
পুলিশ ১৪৪ ধারা জারি করে লাশ গুলা বেওয়ারিশ হিশেবে দাফন করে দিবে
হয়তো জানাজাও পরাবে না
আর পরের দিন বিরোধী দল এটা নিয়ে ৩-৪ দিন লাফালাফি করবে
এই............
মাঝ খান থেকে আপনার আমার বাবা মার জীবনের অর্ধেক ই চলে গেলো মাটির নিচে
লাভ কি হইলো ভাই??
লাভ কি হবে কোন দিন??
©somewhere in net ltd.