![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
Photoshop CS6 নামাইছি
Photoshop এর কাজ তো কিছুই পারি না
তাই একটু একটু করে শিখতেছি
গতকাল রাতের ঘটনা
আব্বু আম্মু সবাই ঘুমায়ে পরলে বের করছি একজনের ছবি (সবাই ঘুমায়ে পরলে তারপর বের করছি, বুঝেন তাইলে কার ছবি . . .
এইটাতে একটু হাল্কা এডিট করি
শুরু করলাম করা
zoom করে টুকটাক এডিট করলাম
অত্যন্ত মনোযোগ দিয়ে করতেছি তো করতেছই . . .
এই দিকে আম্মু যে কখন আমার পিছনে এসে আমার editing দেখতেছে কে জানে
হঠাৎ করে পিছন থেকে আম্মু বলে উঠল
"ওই যে মাথার ওড়নার নিচে ছায়া পড়ে যেই জায়গা টুকু কালো দেখাচ্ছে ওটাও একটু ঠিক কর"
আমি পুরাই টাস্কি . . .
এইডা কি হইলো ?? . . . .
আম্মু কখন আমার পিছনে এসে দাঁড়াইল ?? . . . . .
আমি টের পাইলাম না কেন ?? . . . . . .
আমি তো এখন ঘাড় ও ঘুরাইতে পারতেছি না . . . . .
তো আমি বললাম
"অতো কিছু পারি না, টুকটাক কাজ পারি"
then শুরু হইলো আম্মুর অফুরন্ত question
"এইটা *** না ??"
"এইটা কবের pic ??"
"কবে গেছিলি ঘুরতে ??"
"তুই না বললি কেবল একদিন ঘুরতে গেছিলি ?? "
"তাহলে এই ছবি কবে তোলা ??"
"মেয়ের আম্মু জানে যে মেয়ে তোর সাথে ঘুরতে গেছিল ??"
ওরে বাবারে
বাচ্চাদের মতো কত question করে রে
যাও আম্মু. ঘুমাইতে যাও, অনেক রাত হইছে . . . .
২| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:০০
মদন বলেছেন:
৩| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৫
নেকড়েমানব বলেছেন:
৪| ১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
সুলাইমান হাসান বলেছেন: আমি তো প্রথমে ভাবছিলাম সানি লিওনের ফটো এডিট করতাছেন।
৫| ১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
কালোপরী বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৩
হেডস্যার বলেছেন:
কট খাইছেন?