![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
আমি আর আম্মু
আমি: আম্মু আমি কালকে একটু ঢাকায় যাব
আম্মু: কেন ?? কি কাজ ?? কই যাবি ?? কখন যাবি ?? কার সাথে যাবি ??
আমি: ওরে বাবারে কত question করে রে, ঘুরতে যাব, অনেক দিন হইছে বাইরে যাই না, ঢাকা থেকে আসছি ৩ তারিখ, কেমন মাথা গরম হয়ে গেছে, তাই একটু ঘুরতে যাব
আম্মু: কই ঘুরতে যাবি ?? তোর সাথে কে যাবে ?? আবার কি *** এর সাথে দেখা করতে যাবি ??
আমি: খাইছে আম্মু, তুমি দেখি ২ ধাপ আগায়ে চিন্তা করো, না অতদুর যাব না, একটু airport এর দিকে যাবো
আম্মু: airport এ ঘুরার জায়গা কই ??
আমি: আছে, তুমি যাও নাই, আমিই যাই নাই, কালকে যাবো
একটু পর আব্বু ডাকতেছে
আব্বু: ইশতিয়াক, ঢাকা নাকি যাবি ?? কি কাজ ?? কখন যাবি ??
আমি: হা যাবো, কালকে সকালে যাবো
আব্বু: কি কাজ ??
আমি: আছে, একটু কাজ আছে
একটু পর পাশের রুম থেকে আব্বু আম্মুর কথোপকথন
আব্বু: ইশতিয়াক কই যাবে ??
আম্মু: ঘুরতে যাবে বলে
আব্বু: কার সাথে ??
আম্মু: বলল না তো
আব্বু: কই যাবে ??
আম্মু: তাও তো বলল না
আব্বু: দেখো কাকে নিয়ে ঘুরতে যায় . . .
LIFE IS AWESOME
©somewhere in net ltd.