![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
আজকের দিন টা ঐতিহাসিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ
কেন??
কারন হইলো
গত বছরের ঠিক আজকের এই দিনে টাইটান গ্রহের নিরীহ-দর্শন এক এলিয়েন মুখ ফসকে
এক জুপিটার গ্রহের এক এলিয়েন রাজকন্যাকে বলে ফেলেছিল
"ভালবাসি"
ব্যাস
আর যায় কই
জুপিটারের রাজকন্যা তো কেঁদে কেটে আকুল
এই দেখে রাজকন্যার মা তো ব্যাকুল
কি হইছে
কি হইছে
টাইটান গ্রহের নিরীহ-দর্শন এক এলিয়েন জুপিটারের রাজকন্যা দাবি করে বসছে
এইডা কিছু হইলো??
এই দিকে
টাইটানের সেই নিরীহ-দর্শন এলিয়েন তো পারলে উড়ে গিয়ে রাজকন্যার চোখ মুছতে চায়
কিন্তু কই টাইটান আর কই জুপিটার
তাদের মধ্যে মিল তো হইলোই না
উল্টা টাইটান গ্রহের সেই নিরীহ-দর্শন এলিয়েন ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন খেয়ে ধীরে ধীরে ভ্যাপোরাইজ হয়ে যাচ্ছে
কেও দেখার নেই, কেও ধরার নেই, কেও বুঝারও নেই
আজকের দিনটায়, ঠিক আজকের এই দিনটায়
©somewhere in net ltd.