![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
ডা বেস্ট এভার বই মেলা ট্যুর
৪ টা বই কিনছি
কারাগার (শাহরিয়ার শরীফ)
অপ্সরা (আসিফ মেহেদি)
হিগস প্রলয় (আসিফ মেহেদি)
আদিম আতঙ্ক (:p)
ফ্রিয়ন পাই নাই
কিন্তু আমার সাথে যাওয়া কাজল দেয়া Kamruzzaman Nadib ৬ ডজন চুরি কিনল
আজকাল বই মেলায় চুরি ও পাওয়া যায়
ভালো তো, ভালো না??
কি আর কইতাম
আমার বই কিনতে না যেই টাইম লাগছে তার চেয়ে ডবল টাইম লাগছে ওর চুরি কিনতে
কিন্তু এই চুরি যাবে কোন বাড়ি??
এটাই তো মিলিওন ডলার কোশ্চেন
এই কোশ্চেন এর আনসার আর কেও দেক বা না দেক আমি কাজল দেয়া পোলাডার কাজল দেয়ার কাহিনী টা বলে দেই
তখন ক্লাস ৩ কি ৪ এ পড়ি
একদিন ক্লাসের ম্যাডাম আমার দিকে তাকায়ে বলে
"কি ব্যাপার কাজল দিয়ে আসছ কেন?"
আমি তো পুরা আকাশ থেকে পড়লাম
ম্যাডাম কাকে কি বলে
পরে আমি আমার পিছে তাকায়ে দেখি
আমার দোস্ত চোখ থেকে দুই হাত দিয়ে তাড়াহুড়া করে কাজল মুছতেছে
আর ম্যা ম্যা করতেছে )
আজকে ওর চুরি কিনার হিড়িক দেখে মনে পড়ে গেলো ওর সেই বিখ্যাত কাজল দেয়ার কাহিনী....
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
উজবুক ইশতি বলেছেন:
