নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাওয়ার পর

ইশতিয়াক

ইশতিয়াক০০৮

জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............

ইশতিয়াক০০৮ › বিস্তারিত পোস্টঃ

একদিন রূপসীদের লাইন পরে যাবে আমার প্রেয়সী হওয়ার জন্য B-)

০৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

গত রোজার ঈদেই
ঈদের কয় দিন আগে নতুন চাকরি তে ঢুকলাম
আগের অফিস থেকেও বেতন বোনাস কিছু দিলো না
নতুন অফিসেও কাগজ পত্র রেডি করতে করতে কিছু পাইলাম না
মানে ঈদের মাসে আমার একটা টাকা ইনকাম নাই
কার্ডে কিছু টাকা ছিল
আব্বু আম্মু ঢাকায় আসলো
আব্বুকে কার্ড দিয়ে একটা পাঞ্জাবি কিনে দিলাম
আম্মুকে কিছু টাকা দিয়ে বললাম কিছু কিনে নিতে
অফিসে ফরমাল ড্রেস লাগে বলেই জোড় করে আমার ২ টা শার্ট কিনা
নাহলে আমার যেই অবস্থা ছিল
তাতে আমি জিবনেও সাহস পাইতাম না কিছু কিনার
সবাই কে বলে বেরাইছি...হুম, বেতন পাইছি, বোনাস পাইছি…:’(
আব্বু আম্মু ছাড়া জীবনে অন্য special কেও ছিল ও না যে আমার এই কষ্ট টা বুঝবে
তাই ঈদের দিন আম্মু আমাকে সকাল বেলা উঠেই ১০০০ টাকা দিয়ে বলল
“দিন বদলাবে, কস্টের দিন সব সময় থাকে না”
দিন বদলে গেছে
এই ঈদের আগেই সব জায়গা থেকে পাওনা টাকা গুলা উদ্ধার করছি
বেতন এর আগে বোনাস পাইছি
ঈদ এর দিন ব্যাংক এর ডাটা সেন্টার এ একবার চক্কর মেরে আসব কথা দিছি বলে ব্যাংক থেকে ভালো রকমের “ঈদী” ও হাতে গুজে দিছে
মানে পোলাপান জি পি এ ফাইভ পাইলে যেমন লাগাম ছাড়া খুশি হয়
সেই রকম খুশি হইলো আমার এই ঈদের খুশি
আমি অনেক কষ্টে ছিলাম বা অনেক টাকা পাইছি এটা ঢাক ঢোল পিটায়ে বলার জন্য এই স্ট্যাটাস না
এই স্ট্যাটাস টা হইলো দিন বদলাবে সেইটা বলার স্ট্যাটাস
দিন বদলাবেই
খারাপ দিন ও যেমন বদলাবে
ভালো দিন ও দূরে চলে যাবে
একটা কষ্টের ঈদ পার করে আসছি
আর মনে মনে পণ করে আসছি
সামনের যেই ঈদ গুলা আসবে তা হবে শুধু মাত্র খুশির ঈদ
আগে আম্মু যেখানে ঈদের দিন ৪ পদের মিষ্টি বানাইত
এখন বানাবে ৫ থেকে ৬ পদের
এখন হয়তো কোন রূপসী আমার প্রেয়সী হতে চায় না
বাট, দিন বদলাবে
একদিন রূপসীদের লাইন পরে যাবে আমার প্রেয়সী হওয়ার জন্য
দিন বদলাবেই...
সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা
ঈদ মোবারক...B-)

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৭

মিজভী বাপ্পা বলেছেন: +++++++++++++++্

২| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৬

শুভ্র গাঙচিল বলেছেন: অনেক ভাললাগা রেখে গেলাম। :) ধন্যবাদ।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১২

আমি ময়ূরাক্ষী বলেছেন: ঈদের শুভেচ্ছা। আপনার জন্য শুভকামনা।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫২

টু-ইমদাদ বলেছেন: দিন বদলাবে, কস্টের দিন সব সময় থাকে না

৫| ০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক শুভকামনা :)

ঈদ মুবারক ভ্রাতা !:#P

৬| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৫

কলমের কালি শেষ বলেছেন: হুম ।

ঈদের শুভেচ্ছা ও শুভ কামনা রইল । :)

৭| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

খেলাঘর বলেছেন:


লাইন তো এখনই পড়ে আছে

৮| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রেয়সীদের তালিকা থেকে বাছাইকৃত সেই বিশেষ একজনকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিবেন এই প্রত্যাশায়।


শুভ কামনা আপনার এবং আপনার প্রেয়সীর জন্য

৯| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

মনিরা সুলতানা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.