নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন পৃথিবী

আমি একজন নিরাপদ ব্লগার

পাশা

ছোট্ট এই পৃথিবীতে আমার জানার পরিধি অনেক কম । আমি যাহা বুঝি তাহাই বলি। এতে আমার কাছের মানুষগুলো কষ্ট পেলেও আমার কিছুই করার নাই।

পাশা › বিস্তারিত পোস্টঃ

সাগর জলে আনন্দ (ভার্সন-২)

০২ রা মে, ২০০৭ রাত ৮:০৬

সাগর দেখার আনন্দ সর্বজনীন। সাগর তার দুর্নিবার আকর্ষনে সবাইকে কাছে টানে । তাই তো আমিও বার বার ছুটে যেতে চেয়েছি সাগরের কাছে। কিন্তু সেটা তো সব সময় সম্ভব নয়।

সেদিন হঠাৎ স্টুডেন্টদের অভিভাবক হয়ে সাগর দেখতে যাওয়ার আহ্বান এলো। আমিও সঙ্গে সঙ্গে রাজি ।(ক্লোজআপহাসি) ভোর হওয়ার অনেক আগেই সবাই মিলে সাগর পাড়ে হাজির। এতো কুয়াকাটা, তাই সর্যোদয় দেখার আনন্দ থেকে বঞ্চিত হতে চাইনি আমরা। কিন্তু আমাদের হতাশ করে সূর্য যে কোন ফাঁকে উঠে গেল টেরও পেলাম না। তাই সবাই মিলে অনেকটা হতাশ হয়ে হোটেলে ফিরে এলাম।



নাস্তা সেরেই আবার সবাই ছটফট শুরু করল সাগর পাড়ে যেতে। তাই সবাই মিলে আবারও ছুটলাম....(বাঁচাওওও)



আমার মনে হয় সাগরকে সবচেয়ে বেশি উপভোগ করে শিশুরা। ওরা তো এমনি পানিকে খুব ভয় পায় কিন্তু সাগরের ঢেউ যখন তীরে আছড়ে পরার সাথে সাথে যখন সবাইকে ভিজিয়ে দিয়ে যায় তখন সবচে বেশি আনন্দ তো শিশুরাই প্রকাশ করতে পারে, তাই না! (ক্লোজআপহাসি)

এই আনন্দ এর সাথে পৃথিবীর আর কোন আনন্দের তুলনা হয় কিনা জানি না।



সাগরকে উপভোগ করে এক একজন একেক ভাবে-



ছবি তুলে জীবনের এই মুহূর্ত গুলো ধরে রাখার ইচ্ছা তো সকলেরই। তাই ক্যামেরা আনে না এমন লোক কমই। আর যারা ক্যামেরা আনেনি তাদের জন্য তো ক্যামেরা ম্যান সাগর পাড়েই আছে।



সাগর পাড় আর ফুটবল খেলা হবে না তা কি হয়! কেউ কেউ তো দেখলাম এই প্রথম ফুটবল খেলছে - অতি উৎসাহে। আনন্দের সাথে যে কাজ করা হয় তার জন্য কি উৎসাহের অভাব হয়, না হয় একটু ব্যাথাই পেল।(আম্মাআআ)



সাগর পাড়ে এসে অনেকে সাগরে নামতে চায় না। তারা শুধু সাগরের সৌন্দর্য দেখেই তৃপ্ত হতে চায়। কিন্তু সাগর তো সবাইকে কাছে টানবেই, তাই সাগরের কাছে কেউ গেছে আর সাগরে দাপাদাপি করেনি এও কি সম্ভব! তাই তো ছোট বড় সবাই মিলে সাগরের পানিতে ছুটাছুটি করেই সাগরকে উপভোগ করে।



এবার আমার সাগর দেখার আনন্দের সাথে অনেক গুলো আনন্দ যুক্ত হল। তাই মজার মজার স্মৃতি নিয়েই থাক আমার সাগর জলে আনন্দ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০০৭ রাত ১২:৪১

রাগ ইমন বলেছেন: জটিল আনন্দ । জটিল ছবি! ঃ)

২| ১৫ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:২৫

শাওন বলেছেন: ছবি দেখে মনে হচ্ছে লাফালাফি ভার্সন । তবে দারুন লাগলো পাশা ভাই । :)

৩| ১৭ ই মে, ২০০৭ সকাল ৮:৫১

পাশা বলেছেন: জটিল মজা হয়েছিল ছবিগুলো তুলতে যেয়ে।
জটিল সব দৃশ্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.