নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু\'পয়সায় নিঃসঙ্গতা কিনেছি কোটি বছরের\nআস্তিনে সূর্য্যস্নান রেখে কালিমাখা চোঁখ হাঁ করে গিলে শহুরে পার্ক;\nবেঞ্চি ভরা ভালোবাসার লুটোপুটি আর ছেঁড়া গোলাপের পাপড়িতে আমি নিঃসঙ্গতা কিনেছি দু\'পয়সায়।\n\nনিজের সম্পর্কে তেমন কিছুই বলার নাই।\nনিজেকে বিচার করার ক্ষম

জুবায়ের আহমদ\nআইসিটি টেকনিশিয়ান\nউপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়\nসিলেট সদর, সিলেট।

জুবায়ের আহমদ

শুধু একজন মানুষ।

জুবায়ের আহমদ › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল বাংলাদেশের প্রথম পদক্ষেপের সৈনিকদের সম্মেলন ও নিজের অনুভূতি।

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন,২০১৪ খ্রিঃ
তারিখ: ১১-১১-১৪ খ্রি:, প্যারেড গ্রাউন্ডে, ঢাকা।

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উপস্থিত
হয়েছিলাম উদ্যোক্তা সম্মেলনের ৪ বছর পূর্তি অনুষ্টানে।

সিলেট জেলা প্রশাসন কতৃক আয়োজিত "সিলেট-প্যারেড গ্রাউন্ড এবং
প্যারেড গ্রাউন্ড-সিলেট'' এক ভ্রমণের আয়োজন
করা হয়েছিলো নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে।

কর্তৃপক্ষের প্লান অনুযায়ী আমরা উদ্যোক্তদের সাথে
জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে উপস্থিত হয়েছিলাম
রাত ৮.৩০ মিনিটে।

অপেক্ষার প্রহর গুনতে শুরু হয়েছিলো ঠিক সেখান থেকেই।
সিলেট জেলা বিভিন্ন উপজেলা থেকে আগত টেকনিশিয়ানদের
সাথে উদ্যোক্তাদের আগমণ দারুন উপভোগ করেছিলাম
যাত্রার শুরুতেই।

চারটি বাসের সমন্বয়ে আমরা সিলেট থেকে যাত্রা শুরু করে
অনুষ্টানস্থল পর্যন্ত উপস্থিত হয়েছিলাম। চেনা-অচেনা অনেকের
প্রাণচঞ্চল্য যাত্রাটিকে আরও মনোমুগদ্ধকর করেছিলো। যাত্রা পথে
কিছুটা বিড়ম্বনার সম্মুখীন হলেও জীবনের অভিজ্ঞতার ঝুলিটা
আরেকটু বড় হল।

অনুষ্টানের সারকথা যদি একবাক্যে বলি তাহলে
বলতে হয় নতুন উদ্যমে ছুটে চলার একটা চিন্থা
চেতনা খুঁজে পেয়েছে উদ্যোক্তারা।

উদ্যোক্তা সম্মেলনে উপস্থিত হতে পেরে একজন টেকনিশিয়ান
হিসেবে বলতে হচ্ছে আমার টেকনিশিয়ান হয়ে উঠার পেছনে
এই উদ্যোক্তা শব্দটিই জড়েই ছিল।

কতৃজ্ঞচিত্তে সরণ করতে হচ্ছে আমাদের সিলেট জেলার আইসিটি শাখার
সহকারী প্রোগ্রামার আশরাফুল খালেক আলমগীর স্যারকে।

সবশেষে উদ্যোক্তা সম্মেলন আয়োজনকারী সকল স্যারদের এবং
অনুষ্টানের সৌন্দর্য বর্ধনকারী সকল কলাকৌশলীদের
সিলেট সদর উপজেলার পক্ষথেকে শুভেচ্ছা জানাচ্ছি।
Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.