![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু একজন মানুষ।
সু-খবর শুনে ভাল লাগা আর হৃদয়ের আবেগ থেকে ভাল লাগার উচ্ছাস কেমন জানি আলাদা একটা অনুভূতি।
খুব ভোরে ঘুম থেকে উঠে সকালের সূর্যের দিকে তাকাতেই কেমন জানি একটা ভাল লাগার তৈরি হল। সকালের শীত শীত ভাবের সাথে মিষ্টি রোদের ঝিলিক দারুন উপভোগ করছিলাম নিজের করিডোরে দাড়িয়ে।
খুব দ্রুত সকালের সময় চলে যাওয়ায় তড়িঘড়ি করে অফিসের উদ্যেশ্যে বের হলাম।
অফিসের নির্ধারিত হাজিরা খাতায় উপস্থিতির কথা জানিয়ে আবারও মিষ্টি রোদের
“মিষ্টি” খেতে অফিসের বারান্দায় দাড়িয়ে আছি। এখানেও দারুন একটা ভাল লাগার তৈরি হচ্ছে।
নিজের আসনে বসে কাজ করা অবস্থায় সেই সু-খবর টি শুনলাম কিন্তু তারপরও কেমন জানি তেমন ভাল লাগার তৈরি হলনা । ঘটনাটি বুঝার জন্য নিজের ভীতরের দিকে আরেকটু প্রত্যাবর্তন করে বুঝলাম এই ভাল লাগার তৈরি সেই সকাল থেকেই তৈরি হয়েছে। সকালের সূর্যের মিষ্টি ঝিলিকের সাথে হৃদয়টাও যেন এই ভাল লাগার আভাস দিচ্ছিল।
এভাবেই তো প্রতিদিন অনেক ভাল লাগার কথা গুলো হৃদয়ের ভীতরে আগে থেকেই নাড়া দিয়ে থাকে। আর সেই ভাল লাগাকে পুজি করে আমরা কত ধরণের ইচ্ছে তৈরি হয়। সেই ভাল লাগা অনেক সময় রুপ নেই “ইস্যু” বিহীন ভাল না লাগাতে।
এক সময় তৈরি হয় আজ জানি কেমন কেমন লাগছে আর এই কেমন কেমন শব্দটি অর্থ আমার খুজে না পেয়েই হয়ে যায় মন ভাল নেই। কেন মন ভাল নেই এর কারণ জানতে চাইলে উত্তর তো রেডি থাকে “আমি জানি না”।
আর এভাবে “ইস্যু” বিহীন মন খারাপ টা এক সময় অভ্যাস হয়ে দাড়ায় ।
কারণে অকারণে মনটা খারাপ হয় আর দায় এসে বর্তায় “ইস্যু” বিহীন মন খারাপের।
©somewhere in net ltd.