নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু\'পয়সায় নিঃসঙ্গতা কিনেছি কোটি বছরের\nআস্তিনে সূর্য্যস্নান রেখে কালিমাখা চোঁখ হাঁ করে গিলে শহুরে পার্ক;\nবেঞ্চি ভরা ভালোবাসার লুটোপুটি আর ছেঁড়া গোলাপের পাপড়িতে আমি নিঃসঙ্গতা কিনেছি দু\'পয়সায়।\n\nনিজের সম্পর্কে তেমন কিছুই বলার নাই।\nনিজেকে বিচার করার ক্ষম

জুবায়ের আহমদ\nআইসিটি টেকনিশিয়ান\nউপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়\nসিলেট সদর, সিলেট।

জুবায়ের আহমদ

শুধু একজন মানুষ।

জুবায়ের আহমদ › বিস্তারিত পোস্টঃ

কল্পনাতুর সেই চেনা মুখ

১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

নিত্যদিনের রাস্থায় অনেকেই খুব চেনা মুখ হয়ে উঠে।
কখোনা বা কল্পনায় নীড় বাধে সেই মানুষটিকে নিয়ে।

পৃথিবীর অনেক রং ই এভাবে কেটে যায়।
কখনো সেই রং এর নামকরণ আবার নামকরণের
সার্থকতা নিয়ে আমরা সামনের দিকে পর্দাপন করি।

রং এর ব্যাখ্যাগুলো যত গুছিয়ে নিজের ভীতর রাখা
যায় তত বেশি স্থায়ীত্ব পায় ঠিকে থাকার লড়াইয়ে।

আমি বা আমরা রংগুলোর সঠিক সৌন্দর্যগুলো ফুঠিয়ে তুলার
কত প্রচেষ্টাই না চালাই নিজের মত করে।

অনেক প্রচেষ্টাই রংগুলোর নির্দিষ্ট আলো ফুঠিয়ে তুলতে
ব্যর্থ হয় । আর এই ব্যর্থতাকে সামনের দিকে নিয়ে
পিছলে যায় নির্দিষ্ট রং খুজে বের করতে ।

অবশেষে রং এর ছড়াছড়ি ফুরিয়ে গেলে সব
ঢং চলে যায় পৃথিবীর রঙ্গীন মঞ্চে।

আমরা প্রতিনিয়তই এই সব রং নিয়ে হৃদয় কে সাজাতে
সর্বাত্মক প্রচেষ্টা চালাই।
সবচেয়ে সুন্দর রং খুজে পেতে হয়ত আমাদের
অনেক সময় অতিবাহীত হয় কিন্তু তারপরও
সঠিক রং খুজে পেলে সেই ক্লান্তির ছাপটুকু ও আমাদের মাঝে ঠিকে থাকেনা।

এভাবেই খুজে পাওয়া রঙ্গীন জীবনের রং টি কে প্রায়ই দেখতে পাই
খুব কাছ থেকে। কিন্তু সাহস করে আজও বলতে পারিনি তোমায় ভীষণ ভাল লাগে ।
ভাল লাগাটা বলতে না পারায় আজ তা ভালবাসাতে পরিণত হয়েছে।
সেই ভালবাসার মানুষ টি আজ প্রায় কল্পনার প্রাণবিন্ধু হয়ে দাড়িয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

ওয়্যারউলফ বলেছেন: মন্দ কি,চলুক না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.