নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু\'পয়সায় নিঃসঙ্গতা কিনেছি কোটি বছরের\nআস্তিনে সূর্য্যস্নান রেখে কালিমাখা চোঁখ হাঁ করে গিলে শহুরে পার্ক;\nবেঞ্চি ভরা ভালোবাসার লুটোপুটি আর ছেঁড়া গোলাপের পাপড়িতে আমি নিঃসঙ্গতা কিনেছি দু\'পয়সায়।\n\nনিজের সম্পর্কে তেমন কিছুই বলার নাই।\nনিজেকে বিচার করার ক্ষম

জুবায়ের আহমদ\nআইসিটি টেকনিশিয়ান\nউপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়\nসিলেট সদর, সিলেট।

জুবায়ের আহমদ

শুধু একজন মানুষ।

জুবায়ের আহমদ › বিস্তারিত পোস্টঃ

একাকিত্বের আমার সেই প্রিয় স্থানটি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৩

অসম্ভব সুন্দর একটি জোৎস্না।
হঠাৎ ইচ্ছে হলো সেই সৌন্দর্য মন্ডিত স্থানটি থেকে ঘুরে আসি।
রাত ১.০০ ঘটিকায় পুকুর ঘাটের সৌন্দর্য যেন অনেক খানি বৃদ্ধি পেয়েছে।
জোৎস্নার আলোর পাশাপাশি গাছের ছায়াগুলোর নড়াছড়া ও হৃদয়ের ভীতর আলাদা একটা
ভাল লাগার তৈরি হচ্ছে। অনেক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম ।:|

তোমার মিষ্টি হাঁসিগুলো যেন বারবার মুর্ছাদিয়ে চাচ্ছিল ।
একদৃষ্টিতে পানির নিচের দিকে তোমার সেই মায়াবি চেহারাটি উপলব্ধি করলাম।
জোৎস্নার আলোর সৌন্দর্য যেন তোমার মায়াবি মুখের চেয়ে অনেকগুণ বেশি মনে হল।
তারপরও চাদের ঠিক মধ্যখানে তোমার চেহারা ফুঠে উঠল।
এভাবেও তাঁকাতে দারুণ ভাল লাগছে বলে মনে হল।

রাত ২.০০ ঘটিকায় জোৎস্নার আলোর মধ্যে আকাশের তারাগুলোর দৃশ্য অসম্ভব সুন্দর।
তারাগুলোর মধ্যে চাঁদের আলোর দিকে তাকিয়ে অন্য একটি জগতে ঘুরতে দারুন ভাল লাগছে। নিজের মত করে ঘুরতে, নিজের মত করে সৌন্দর্য উপভোগ করতে ভালই লাগছে মনে হল।

আমরা প্রায়ই এভাবে সৌন্দর্যকে নিজের মত ভাললাগায় গড়ে তুলি।
এই ভাল লাগাকে একসময় “বাস্তবতা” চিন্থা করতে শুরু করি।
এই বাস্তবতার মুখাপেক্ষী হয়ে নিজেকে সবচেয়ে সুখি এবং সৌভাগ্যবান মনে করি।

সেই সৌভাগ্যকে ভোরের সূর্য হার মানায় এবং বাস্তবতাতে ফিরিয়ে নিয়ে আসে।
আবার ও শুরু হয় দিনের আলোতে বেঁচে থাকার লড়াই।
জীবনের তাগিদে কর্মব্যস্থায় ছুটে চলার ব্যস্থতা।
ব্যস্থতার নানা আয়োজন রাতের সেই অসম্ভব সৌন্দর্যকে অনেক দূর নিয়ে যায়।
শুরু হয় নতুনভাবে স্মৃতিতে ঠিকিয়ে রাখার ক্রিয়া-কর্ম।
এভাবেই নিত্যদিনের ব্যস্থতাকে একসময় বিদায় জানাতে হয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৮

নিলু বলেছেন: লিখে যান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.