![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু একজন মানুষ।
ব্যস্ততার ফাঁকে সেদিন ওর দিকে হাঁ করে তাকিয়ে ছিলাম।
মেডিকেলে রোগীর ভীড়ে কখন যে ওর চোখেঁর দিকে তাকিয়ে ছিলাম।
আজও আমার হৃদয়ে ওর সেই অসম্ভব সুন্দর চুলটির কথা মনে পড়ে।
সেই মুহুর্ত্বটিকে কেন জানি অনেক স্মৃতিময় করে রাখল পরের আলাপনের দিনগুলো।
সেই একবারই জীবনে বলেছিলাম “আই লাভ ইউ টু”।
স্বল্প সময়ের আলাপনের পর মেয়েটি কোথায় জানি হারিয়ে গেল।
বাস্তব জীবনে হয়তবা সেটি অসম্ভব কিছুই না।
তারপরও মনে পড়ত ওর সেই মায়াবী মুখটি।
হঠাৎ হারিয়ে যাওয়া মানুষটিকে আবারও ফিরে এলো।
তবে এই ফিরে আসার মাঝে অনেক পার্থক্য।
সেদিন আর বর্তমান কেন জানি অনেক পার্থক্য হয়ে দাড়িয়েছে।
আমরা হয়তবা আগের অবস্থায় যেতে পারব না।
কিন্তু তারপরও ওর প্রতি আমার যে দুর্বলতা তৈরি হয়ে ছিল
তা কোনদিনও বাঠা পড়বেনা বলেই হয়ত আমার প্রতি ক্ষণে
ওর সেই মায়াবী মুখটি ফুটে উঠত।
প্রেমের সঠিক মমার্থ আজ আমি পুরো উপলব্ধি করতে শিখেছি।
বয়সের তালে সেটি হয়ত পরিপূর্ণতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।
হয়ত তোমাকে বলতে পারবনা আমি তোমা থেকে অনেক অভিজ্ঞ।
আমরা পুরনো জগতে ফিরে যেতে পারি।
কিন্তু সেটি হয়ত সম্ভব নয়।
তারপরও আমি অপেক্ষায় থাকব ।
এভাবেই শুরু এবং শেষ হওয়া অনেক প্রেমই আমাদের হৃদয়ের ভীতরে
ঠিকে থাকে অনন্তকাল।
©somewhere in net ltd.