নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু\'পয়সায় নিঃসঙ্গতা কিনেছি কোটি বছরের\nআস্তিনে সূর্য্যস্নান রেখে কালিমাখা চোঁখ হাঁ করে গিলে শহুরে পার্ক;\nবেঞ্চি ভরা ভালোবাসার লুটোপুটি আর ছেঁড়া গোলাপের পাপড়িতে আমি নিঃসঙ্গতা কিনেছি দু\'পয়সায়।\n\nনিজের সম্পর্কে তেমন কিছুই বলার নাই।\nনিজেকে বিচার করার ক্ষম

জুবায়ের আহমদ\nআইসিটি টেকনিশিয়ান\nউপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়\nসিলেট সদর, সিলেট।

জুবায়ের আহমদ

শুধু একজন মানুষ।

জুবায়ের আহমদ › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিময় চোখঁটির দিকে সেই তাকিয়ে থাকা।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৭

ব্যস্ততার ফাঁকে সেদিন ওর দিকে হাঁ করে তাকিয়ে ছিলাম।
মেডিকেলে রোগীর ভীড়ে কখন যে ওর চোখেঁর দিকে তাকিয়ে ছিলাম।
আজও আমার হৃদয়ে ওর সেই অসম্ভব সুন্দর চুলটির কথা মনে পড়ে।
সেই মুহুর্ত্বটিকে কেন জানি অনেক স্মৃতিময় করে রাখল পরের আলাপনের দিনগুলো।
সেই একবারই জীবনে বলেছিলাম “আই লাভ ইউ টু”।
স্বল্প সময়ের আলাপনের পর মেয়েটি কোথায় জানি হারিয়ে গেল।
বাস্তব জীবনে হয়তবা সেটি অসম্ভব কিছুই না।
তারপরও মনে পড়ত ওর সেই মায়াবী মুখটি।

হঠাৎ হারিয়ে যাওয়া মানুষটিকে আবারও ফিরে এলো।
তবে এই ফিরে আসার মাঝে অনেক পার্থক্য।
সেদিন আর বর্তমান কেন জানি অনেক পার্থক্য হয়ে দাড়িয়েছে।

আমরা হয়তবা আগের অবস্থায় যেতে পারব না।
কিন্তু তারপরও ওর প্রতি আমার যে দুর্বলতা তৈরি হয়ে ছিল
তা কোনদিনও বাঠা পড়বেনা বলেই হয়ত আমার প্রতি ক্ষণে
ওর সেই মায়াবী মুখটি ফুটে উঠত।

প্রেমের সঠিক মমার্থ আজ আমি পুরো উপলব্ধি করতে শিখেছি।
বয়সের তালে সেটি হয়ত পরিপূর্ণতা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।
হয়ত তোমাকে বলতে পারবনা আমি তোমা থেকে অনেক অভিজ্ঞ।
আমরা পুরনো জগতে ফিরে যেতে পারি।
কিন্তু সেটি হয়ত সম্ভব নয়।
তারপরও আমি অপেক্ষায় থাকব ।

এভাবেই শুরু এবং শেষ হওয়া অনেক প্রেমই আমাদের হৃদয়ের ভীতরে
ঠিকে থাকে অনন্তকাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.