![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু একজন মানুষ।
নিজের অফিস থেকে বেরিয়ে খুব কাছের বন্ধুর জন্য সিলেট সিটির কুদরতুল্লাহ মার্কেটের বিপরীতে বসে অপেক্ষমান ছিলাম।
নিজের অজান্তেই হঠাত চোখ পড়ল পাশে দাড়িয়ে থাকা এক মহিলার দিকে।
আমি অনেক্ষন অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম।
অনেকের সাথেই তার আলাপ চারিতা চলছে ।
আলাপের ধরণগুলো দেখে আগ্রহটি আরেকটু বেড়ে গেল।
স্বল্প সময়ে চিন্থা রাজ্যে ঘুরে গিয়ে দেখলাম
দারুন ব্যবসা চলছে ওর ।
খদ্দেরগুলোর মধ্যেও দারুন ভাব ভঙ্গি।
কখনও আগে থেকে একটি কাগজে নিজের নাম্বার লেখা অংশ
দিয়ে যাওয়া, আবার কখনও দুই মিনিট দাড়িয়ে মেয়েটির নাম্বার নিয়ে যাওয়া। কেউবা আবার সরাসরি দর কশাকশি করা।
এভাবেই কথ খদ্দেরদের সাথে ওদের পরিচয় ।
যদিও এই স্বল্প সময়ের পরিচয় তাদের মনের ভীতর
বিন্ধু মাত্র দাগ কটে বলে আমার মনে হল না।
টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রেও দেখলাম
দারুন নিয়মনিধি।
দামে দরে মিলে গেলেই ছুটে চলেন নির্দিষ্ট
ক্যাশ বাক্সে। রমরমা এই ব্যবসাকে ঢাকতে
বাক্সটিতে রয়েছে পান এবং ছিগারেটের বিপুল সমাহার।
ধারণা করলাম এই বাক্সেই কত খদ্দের নিজের
পকেটের টাকা ফেলে গিয়ে বাক্সটিকে ভরপূর করে যান।
এভাবেই চলে ওদের প্রত্যেক সন্ধ্যের মিশন।
নতুন খদ্দেরের সন্ধানে এক পাশ থেকে অন্য পাশে ছুটে চলা।
মেয়েটি যখন চোখের সামনে এসে দাড়িয়েছে।
আমি ঠিকই ওর দিকে তাকিয়ে ছিলাম।
কিন্তু চিন্থায় মগ্ন হওয়ায় ওকে না দেখে মেয়েটি ব্যবসা কলা কৌশল
নিয়ে হিসাব কশাতে থাকলাম।
কখন যে মেয়েটি আমার চোখের সামন থেকে চলে গেল
আমি বুঝতেই পারিনি।
অনেক্ষন পর পাশে বসে থাকা একটি লোকের কথার আওয়াজ
শুনে আমি বাস্তবতায় ফিরে এলাম।
লোকটি আমাকে জিজ্ঞেস করেছিলো ,
কত বলেছিলেন মেয়েটিকে,
আমি অবাক হয়ে লোকটির দিকে তাকিয়ে থাকলাম
আর চিন্থা করলাম আমাদের ধারণাগুলো আজ বড্ড
নেগেটিভ হয়ে দাড়িয়েছে।
২| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪১
জুবায়ের আহমদ বলেছেন: হ্যা, ঠিকই বলেছেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
ক্লান্ত তীর্থ বলেছেন: আমাদের চিন্তা আর সরল সোজা পথে প্রবাহিত হয় না