নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু\'পয়সায় নিঃসঙ্গতা কিনেছি কোটি বছরের\nআস্তিনে সূর্য্যস্নান রেখে কালিমাখা চোঁখ হাঁ করে গিলে শহুরে পার্ক;\nবেঞ্চি ভরা ভালোবাসার লুটোপুটি আর ছেঁড়া গোলাপের পাপড়িতে আমি নিঃসঙ্গতা কিনেছি দু\'পয়সায়।\n\nনিজের সম্পর্কে তেমন কিছুই বলার নাই।\nনিজেকে বিচার করার ক্ষম

জুবায়ের আহমদ\nআইসিটি টেকনিশিয়ান\nউপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়\nসিলেট সদর, সিলেট।

জুবায়ের আহমদ

শুধু একজন মানুষ।

জুবায়ের আহমদ › বিস্তারিত পোস্টঃ

শেষ দৃশ্য বলে কিছু থাকে না।

১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১০

রাত নয়টায় খুব কাছের বন্ধুর কাছ থেকে ফোন এসেছিল নাম্বার দিব বলে।
ফোনে কথাও দিয়েছিলাম নাম্বারটি দিয়ে দিবো যে কোন মাধ্যমে।
সে সময় প্রচন্ড মনোযোগে কম্পিউটারের ছবিটির দৃশ্যের দিকে তাকিয়ে আছি।
চিন্থা করছিলাম শেষ দৃশ্য দেখেই মোবাইল নাম্বার টি দিয়ে দিব।

সেই যে নিদ্রা আমায় জড়িয়ে ধরেছিল, তা দূর হলে দেখলাম ভোরের আলো ছড়িয়ে পড়ছে চারদিকে।
মোবাইলের দিকে তাকালে দেখলাম রাতে আরও দুই বার ফোন ও এসেছিল নাম্বারটির জন্য।
সকালে যখন চোখ মেলছিলাম তখন দেখলাম কম্পিউটারের মনিটরে শেষ দৃশ্য শেষে সমাপ্তি দেখাচ্ছে।

মনটাকে বার বার জিজ্ঞেস করেছিলাম, কেনো যে শেষ দৃশ্যের দিকে মগ্ন হয়েছিলাম।
শেষ পর্যন্ত কিছু করতে পারি নি বলে দোষারোপ আসলে কাকে করব।
নিজের আলসেমি কে, নাকি হঠাৎ আসা সেই নিদ্রাটিকে।
যে আমার প্রিয় বন্ধুর গুরুত্বপূর্ণ সময়ে পাশে দাড়াতে দেয়নি।
হয়তবা তাকে বলতেও পারবনা এই আলসেমি এবং নিদ্রার কথা।
কিন্তু বলতেই হচ্ছে, দু:খ্যিত বন্ধু, ক্ষমা করিস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.