নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু\'পয়সায় নিঃসঙ্গতা কিনেছি কোটি বছরের\nআস্তিনে সূর্য্যস্নান রেখে কালিমাখা চোঁখ হাঁ করে গিলে শহুরে পার্ক;\nবেঞ্চি ভরা ভালোবাসার লুটোপুটি আর ছেঁড়া গোলাপের পাপড়িতে আমি নিঃসঙ্গতা কিনেছি দু\'পয়সায়।\n\nনিজের সম্পর্কে তেমন কিছুই বলার নাই।\nনিজেকে বিচার করার ক্ষম

জুবায়ের আহমদ\nআইসিটি টেকনিশিয়ান\nউপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়\nসিলেট সদর, সিলেট।

জুবায়ের আহমদ

শুধু একজন মানুষ।

জুবায়ের আহমদ › বিস্তারিত পোস্টঃ

জীবনটা আসলে একটা মরিচীকা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

জন্মের পর পিতা-মাতার অসম্ভব ভালবাসা নিয়েই বড় হলাম।
সেই ভালবাসার প্রতিও আজ প্রচন্ড রাগ হচ্ছে
মনে হচ্ছে ভালবাসা শব্দটির সাথে সে সময় পরিচয় না হওয়াই ভাল ছিল।

শুরুর দিকে শুধুই বড় কিছুর হবার স্বপ্ন কাজ করত।
সেই থেকে স্বপ্ন দেখা শুরু করেছিলাম।
সেটিও আজ দারুন বিষাদ লাগছে।

স্কুল গন্ডিতে নিজেকে মেধাবীদের পাশে বসানোর চিন্তা করতাম।
এক সময় নিজেকে প্রচন্ড মেধাবী মনে করা শুরু করলাম।
সেটিও আজ নিজের জন্য অভিশাপ হয়ে দাড়িয়েছে।

কলেজ জীবনে বন্ধু-বান্ধবদের সাথে দারুন আড্ডাবাজি করেছিলাম।
সেই আড্ডাকে এক সময় প্রকৃত বন্ধুত্ব মনে হতে শুরু করলাম।
সেই বন্ধুত্ব আজ অনেকটাই ভাঠা পড়ে যাচ্ছে প্রাকৃতিক নিয়মে।

কর্মজীবনে পাড়ি দেয়ার পর নিজেকে টাকার পিছু ছুটা শুরু হল।
টাকার সাথে পরিচয় পর্বটা যত মধুর হল কর্মজীবনকে তত তিক্ত মনে হতে লাগল।
আজ এই জীবনকেও অভিশপ্ত একটা জীবন মনে হচ্ছে।

সব মিলিয়ে জীবনের প্রতিটি ধাপই যেন এক একটা মরিচীকাময় অধ্যায়।
দেখা ঠিকই যায় কিন্তু ধরার চেষ্টা করা শুধু বোকামি ছাড়া আর কিছুই না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.