নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু\'পয়সায় নিঃসঙ্গতা কিনেছি কোটি বছরের\nআস্তিনে সূর্য্যস্নান রেখে কালিমাখা চোঁখ হাঁ করে গিলে শহুরে পার্ক;\nবেঞ্চি ভরা ভালোবাসার লুটোপুটি আর ছেঁড়া গোলাপের পাপড়িতে আমি নিঃসঙ্গতা কিনেছি দু\'পয়সায়।\n\nনিজের সম্পর্কে তেমন কিছুই বলার নাই।\nনিজেকে বিচার করার ক্ষম

জুবায়ের আহমদ\nআইসিটি টেকনিশিয়ান\nউপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়\nসিলেট সদর, সিলেট।

জুবায়ের আহমদ

শুধু একজন মানুষ।

জুবায়ের আহমদ › বিস্তারিত পোস্টঃ

প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ এবং প্রেমিক জুটির চাহিদা

১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৮

গত ১৬ অক্টোবর প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা সারাদেশের মত সিলেট জেলার নির্ধারিত বিভিন্ন পরীক্ষাকেন্দ্র্রে অনুষ্ঠিত হয়।
একটা সরকারি চাকরি এবং শিক্ষককতা মহান পেশা হিসেবে চিন্তা করে সেদিন পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছিল।
পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষার্থীদের চিন্তিত চেহারাই প্রমাণ দিচ্ছে চাকরি প্রতি তাদের আলাদা একটা মায়া রয়েছে।
সব পরীক্ষাকেন্দ্র অভিভাভকদের উপস্থিতি জানান দিচ্ছে এদের প্রতি তাদের কতটা আদর সমাদর পরীক্ষার ফলাফলের পরে বৃদ্ধি পাবে।
সবমিলিয়ে কঠিন চাকরির বাজারে চরম প্রতিধন্ধীতাপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ কারীদের প্রতি শুভেচ্ছা জানাতে হচ্ছে।

পরীক্ষার পর্ব শেষে যা যা দেখলাম তাতে মনে হলে আমরা আসলে অনেকটা বদ্ধঘরে ঠিকে আছি।
পরীক্ষার পূর্বে যে সকল মেয়েদের মধ্যে চিন্তার ভাব ফূঠে উঠেছিল সেই সকল মেয়েদের মধ্যে এখনও
চিন্তারভাব বিরাজমান। আসলে আগের চিন্তা আর বর্তমান চিন্তার মধ্যে অনেক পার্থক্য পরিলক্ষিত হচ্ছে।
কেউ পরীক্ষায় ফলাফল নিয়ে চিন্তিত, কেউ আগে আরেকটু ভাল প্রস্তুতি না থাকার জন্য চিন্তিত আবার
কেউ চিন্থিত এত ভাল পরীক্ষা হবার পরও মামার অভাবে চাকরি থেকে বঞ্চিত হবার ভয়ে।
সবাই নিজেদের মস্তিষ্ককে নিয়ে চিন্তার বিশাল রাজ্যে পতিত হয়েছেন।
এর বাইরে কিছু চিন্তিত মানুষজনের সাথে আমার দেখা হল।

এদের চিন্তা পরীক্ষা কেন্দিক না, এদের মস্তিষ্কে চিন্তার পাশাপাশি দারুন কিছু কাজ করছে।
নিয়োগ পরীক্ষার আবেদন করেই এদের প্রস্তুতি শুরু হয়েছিল।
প্রস্তুতি পরীক্ষায় উত্তীর্ণের জন্য নয়, নিজের পছন্দের মানুষটির সাথে দেখা করা সুবোর্ণ সুযোগ তৈরি হবার ফলে।
পরীক্ষার পর মহুর্ত্ব পর্যন্ত এই প্রস্তুতি মাথায় ঘোরপাক খাচ্ছিল।
আমার কাছে মনে হয়েছে এদের দারুন একটা ভাল লাগা তৈরি করেছে উল্লেখিত নিয়োগ পরীক্ষা।
পরীক্ষাকেন্দ্রের বাইরে প্রচুর লোকজনের মধ্যে নিজের পছন্দের মানুষকে ইশারায় বুঝিয়ে দেয়া, বাবা সাথে আছে।
আমি ভাল আছি, তোমায় দেখে ভাল লাগল, ইত্যাদি হাজারও কথা চোঁখের ইশারা প্রমাণ দিচ্ছে।
কেউবা আবার প্রেমিকের হাত ধরে উল্লেখিত সময়কে নিজের জীবনের শ্রেষ্ঠ সময় হিসেবে বেছে নিয়েছে।
আমাদের স্বাধীনদেশে এই সকল প্রেমিক জুটির আকুতি জানান দিচ্ছে আমাদের একদিনের জন্য হলেও মুক্ত করে দেয়া হউক
আমরা দেখিয়ে দিতে পারব, প্রেম নিয়ে আমাদের কত ধরণের আয়োজন।
তাই এরকম অনেকদিন মধ্যে একটি দিনকে নির্ধারণ করে ঘোষণা করতে পারে - ‍" উন্মুক্ত প্রেম দিবস "
যাতে এই ভালবাসা বিশ্ব ভালবাসা দিবসের চেয়ে আরও উন্মুক্ত হয়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৫

জুলিয়ান এসাঞ্জ বলেছেন: দারুণ লিখছেন বস !

২| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৩

জুবায়ের আহমদ বলেছেন: আসলে মাথায় কি একটা খেলছিলে।
তাই অগোছালো ভাবে লিখেদিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.