![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিভি-সিরিজখোর দের জন্য একটা দারুন খবর দিয়েছে Marvel! সম্প্রতি জনপ্রিয় টিভি চ্যানেল ABC হাতে নিয়েছে মার্ভেলের বানানো প্রথম টিভি-সিরিজ Agents of S.H.I.E.L.D.
নাম থেকে বোঝা যায়, এই সিরিজটি মুলত S.H.I.E.L.D. এর এজেন্টদের কেন্দ্র করে তৈরি হবে যেখানে Clark Gregg আবারো অভিনয় করবেন এজেন্ট Phil Coulson এর ভুমিকায় যার সাথে থাকবেন আরো কিছু দূর্ধর্ষ এজেন্ট, যাদের কাজ হবে সারা পৃথিবী জুড়ে যত অজানা, যত অদ্ভুত ঘটনা ঘটছে সেগুলোর তদন্ত করা এবং এক্সট্রা-অর্ডিনারীদের হাত থেকে অর্ডিনারীদের বাঁচানো!
সিরিজটি সম্পর্কে এবিসি এই মুহুর্তে এর চেয়ে বেশি কিছু না বললেও আজকের Once Upon a Time এর সীজন-২ এর ফিনালে তে এর একটা ঝলকের দেখা মিলতে পারে!
সম্প্রতি এর কাস্টদের নিয়ে একটি ছবিও প্রকাশ করেছে মার্ভেলঃ
Agents of SHIELD এর প্রথম প্রমোঃ
এক্সাইটেড?
©somewhere in net ltd.