![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"হ্যালো, সুভাষ আছে?
জি-না, এটা সুভাষের নাম্বার না।
আচ্ছা, তাহলে আপনার সাথেই একটু কথা বলি?
কে আপনি?
না আমি একজন পুরুষ মানুষ আরকি, আপনার কন্ঠটা শুনে ভালো লাগলো, তাই দু'চারটা কথা বলতে চাচ্ছিলাম...
লাইন কেটে দেয়া হল...
এরপর থেকে রাতে-দিনে মুহুর্মুহ আসতে লাগলো ফোন। ফোন হাতে নেয়া দায় হয়ে পড়ল মেয়েটির, সারাক্ষন ধরে ফোন্ বাজতে থাকলে কতক্ষন আর সহ্য করা যায়? একটা বাজে লোকের জন্য কি এতদিনের পুরোনো নাম্বারটাই বদলে ফেলতে হবে...?"
ঘটনাটি গতকালকের। একটা জিনিশ অন্ততঃ বোঝা গেলো যে আমাদের দেশের কিছু মানুষ, যারা শুধুমাত্র শারীরিক ব্যবধানের কারনে নিজেকে পুরুষ বলে জাহির করতে ভালোবাসে, তাদের পৌরষত্যে ভহাবহ রকমের ঘাটতি দেখা দিয়েছে। নাহলে কেউ আন্দাজে ফোন করে একটা মেয়ের গলা শোনার সাথে সাথেই (সেটা হোকনা তার মায়ের বয়সী কেউ) তার পেছনে স্টকারের মতন লেগে যাবে কেন?
এই হইল অবস্থা
২৬ শে জুন, ২০১৪ রাত ১০:৪৬
চৌধুরী_সাহেব বলেছেন: বোধ থাকলেই না মূল্য দেবার কথা আসে!
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৪ রাত ১০:৪০
আব্দুল্লাহ নাটোর বলেছেন: মূল্যবোধের অভাব