নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজিরুল ইসলাম নকীব

নাজিরুল ইসলাম নকীব › বিস্তারিত পোস্টঃ

রাসূল মুহাম্মাদ স.

২১ শে জুন, ২০২১ দুপুর ১:২৬

রাসূল মুহাম্মাদ স.

অনেকদিন আগের কথা। পৃথিবীতে আজ থেকে সাড়ে পনেরশত বছর পূর্বে এক মহা-মানবের অবতরণ ঘটে ছিল। তখন সমাজ ছিল আইয়ামে জাহেলিয়াতের নিকষ আধাঁরে ঢাকা। পাপ অন্যায়ে মানুষেরা ছিল ডুবে। লুটপাট, ব্যবিচার আর শিশু হত্যার অসামাজিক কার্যকলাপ প্রকাশ পেয়েছিল দুনিয়াজুড়ে। ঠিক তখনই মহান আল্লাহর পক্ষ হতে প্রেরিত হলো সুদীর্ঘ মেয়াদি এক সংবাদবাহক। যাকে নবী ও রাসূল উভয় মর্যাদায় মনোনীত করা হয়েছে।

মৌলিকভাবে নবী ও রাসূলের মাঝে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু এতটুকুই, প্রত্যেক রাসূলই নবী। কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। রাসূলের উপর কিতাব নাজিল হয়েছে। কিন্তু নবীর উপর কিতাব নাজিল হয়নি। নবী তাঁর পূর্ববর্তী রাসূলের অনুসারী হন। কিন্তু রাসূল এমনটি নন।

প্রাণপ্রিয় রাসূলের নাম মুহাম্মাদ। মহান আল্লাহর ঐশী বাণী পবিত্র কুরআনের ধারক-বাহক হিসেবেও মনোনীত সেই প্রিয় মানব। তাঁর পরশে আলোর দিশা পেয়েছিল অন্ধকার যুগের ভ্রান্ত মতাদর্শবাদ জনগোষ্ঠী। যখন মানুষেরা অশান্তির রোষানলে কাতরাচ্ছিল, তখন মদিনার সনদ প্রতিষ্ঠায় শান্তির বারিধারা বহমান ছিল প্রতিটি হৃদয়ে।

আদর্শময় সমাজ গঠনে তাঁর প্রচেষ্টা গগনচুম্বী। অশান্ত মানুষগুলো শান্ত হয়ে সমতার বাঁধনে ফিরে এসেছিল। চরিত্রে ফুটে ছিল ফুল। শিশুরা পেয়েছিল মায়ের কোলে মাথা রাখার সুযোগ। আর নারীরা পেয়েছিল তাদের অধিকার। মুক্ত হয়েছিল ক্রীতদাসের জীবন। সেই নবীর আদর্শের ছায়াতলে এসে পৃথিবীটা হয়েছে শান্তিপূর্ণ।

আজ আমরা ভুলে গেছি নববী চরিত্র। জীবন গঠনে আর রাসূলের আদর্শকে ঠাঁই দিইনা। নিজেদের মাঝেই আজ হিংসা-প্রতিহিংসায় ভরপুর। এজন্যই চারদিকে মুসলমানদের হাহাকার শোনা যায়।

ভুলে গেছি রাসূলের আদর্শ
ভুলে গেছি নিজেদের সম্মান,
দিকেদিকে লাঞ্চিত হই তাই বারবার,
নিজের কারণে হই অপমান।

নাজিরুল ইসলাম নকীব এর আরো লেখা পড়ুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.