![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবনা এবং ভাবুক কথাটা আমার কাছে খুবই প্রিয়।
আমরা সবাই ভাবুক। কিন্তু সেই ভাবনা কি আমাদের সামনে পথচলার দিশারী হয়। পৃথিবীকে নতুন কিছু শেখায়।
আমি ছোটবেলা থেকেই খুব ভাবুক একটা ছেলে।
ভাবনায় আমি সাত-সমুদ্র তের নদী পার হয়ে প্রিয় সেই মানুষটার সাথে দেখা করি।
ভাবনার বেড়াজাল আমাকে তাড়িত করে নতুন কিছু সৃষ্টির লক্ষে। আমি সৃষ্টিতে বিশ্বাসী। বিশ্বের বড় বড় সৃষ্টি আমাকে টানে। সৃষ্টি দেখতে ছেড়েছি অনেক কিছু।
ভাবনার বেড়াজালে আমি আবদ্ধ।
ভাবনা আমার জীবনে দিয়েছে অন্ধকার কাব্য। যে কাব্য আমাকে পিছিয়ে দিয়েছে ডজন খানিক বছর।
কিন্তু আসলে কি আমি পিছিয়েছিই?
আবার ভাবনা আসে আমার চোখে মুখে।
আসলে ভাবুক মানুষের এই হল যত সমস্যা। ভাবনা তাকে ভাবিয়ে যায় সারাটাক্ষণ।
আমি নিজে কতটা পিছিয়েছি ভেবে কি লাভ! আমি এতটুকু দূর ভাবনা ভেবে ভাবনার সীমা ছাড়িয়েছি।
পৃথিবীকে বিশেষ করে এই প্রাণের বাংলাকে শত বছর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছি। ভাবনার বেড়াজালে আমি নিজে পিছিয়ে ক্ষতি কি তাতে!
আজকের সন্ধ্যাটা একটু হিম শীত। আমি হারিয়ে যায় আবার আমার ভাবনার আড়ালে।
আসলে আমার পৃথিবীটা অনেক বড়।
ছোট ছোট স্বপ্ন যেখানে হারিয়ে দিয়েছে আমাকে বড় ধরণীর কাছে।
পর্ব-০১
১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৪
ইমরান তপু-সরদার বলেছেন: কথা ঠিক। ধন্যবাদ।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮
খেলাঘর বলেছেন:
আপনার মনে হচ্ছে, আপনি একজন ভাবুক? ভালো
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪
নিলু বলেছেন: তিলে তিলে তাল হয় , পৃথিবী এখন আর বড় নয় , হাতের মুঠোয় । এগিয়ে যান