নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু না

আমি মুরগি

ছি!! তোমার নাম মুরগি কেন?? এখনো যে মানুষ হতে পারিনি। এখনো যে মিথ্যা বলি। এখনো আমি লোভি। মানুষ তো এরকম হতে পারে না!!

আমি মুরগি › বিস্তারিত পোস্টঃ

মেয়েগুলো এমন কেন??

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৭

আমি এখন যেখানে আছি সেটা হল বনানী ১১ তে, একটা রেস্টুরেন্ট এ। আমি একাই এখানে,,,,, আমার আশে পাশে যারা আছে তাদের কথা একটু বলি।
বেশিরভাগই মেয়ে,,,, এদের নিজেদের নিয়ে কোন মাথাব্যথা নেই। বেচে থাকার ইচ্ছা আছে কিনা বুঝা যাচ্ছে না। এরা নিজেদের নিকটিনের ধোয়ায় উড়িয়ে দিতে পছন্ধ করে। এদের দেহের বা মনের কোন দাম নেই।
সামনের টবিলে যেই মেয়েটা বসে আছে, আমি ভুল না করলে এ পর্যন্ত ২০ টা সিগারেট আমার সামনেই ধরাল। চেইন স্মকার এর আম্মু।
এদের জীবনের একটাই মানে, যতগুলো সেকেন্ড বেচে থাকব মাস্তি করে যাব। বৈধ কি অবৈধ তা জানার প্রয়োজন নেই। ধর্ম এইটা আবার কি, হয়তো তাদের মুখের বানি।
আমি জানিনা আর বেশি হয়তো বলতেও পারব না। যারা মনে করে এদেশের মেয়েরা অনেক পিছিয়ে আছে তাদের ধারনা অনেক ভুল। এখানকার প্রত্যেকটা মেয়ে এক একটা ছেলের চেয়েও অনকে বেশিকিছু ( অবস্য খারাপ দিক থেকে অথবা সাহসিকতার দিক থেকে।)
এরা এমন কেন? এদের বাবা মা যদি জানে কি হবে?? আমি ছেলে হয়েও ব্যাপারগুলি মানতে পারি না। আপনি পারেন?? (সকালে লিখেছিলাম এখন পোষ্ট করলাম)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৫ রাত ১২:০২

প্রামানিক বলেছেন: এদের আচরণ মানতে কষ্ট হয়। ধন্যবাদ

২| ০১ লা মে, ২০১৫ রাত ১২:০৯

ইমরান আশফাক বলেছেন: ঐ মেয়েগুলির অভিভাবকদের চার্জ করেন। সম্ভবত উনারা মেয়েগুলি কি করে বেড়ায় সেই খবর রাখে না ব রাখার প্রয়োজন বোধ করেন না। কি করে আরও অবৈধ অর্থ আয় করা যায় সেই চিন্তায় মশগুল থাকে। উদাহরনস্বরুপ ঐশির কথা বলা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.