নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু না

আমি মুরগি

ছি!! তোমার নাম মুরগি কেন?? এখনো যে মানুষ হতে পারিনি। এখনো যে মিথ্যা বলি। এখনো আমি লোভি। মানুষ তো এরকম হতে পারে না!!

আমি মুরগি › বিস্তারিত পোস্টঃ

কিছু ফালতু ব্যাপার!!

১৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

(১)
মেয়েদের নতুন একটা ড্রেস এসেছে বাজারে। একধরনের ঢোলা সেলয়ার। আলিফ লায়লার জিনেরা যেরকম পাজামা পরে ঠিক ওরকম। আমি বেশকিছু মানুষদের দেখছি অসাধারন লাগে এই ড্রেসটা পরলে। কিছু আন্টিদের ও অনেক ভাল লাগে এই আলিফ লায়লা ড্রেসে। কিন্তু তাই বলে আপনাকেও ভাল লাগবে এর কোন মানে নেই। বেশ কিছু চেনা মানুষদের আমি এই ড্রেস পরতে দেখেছি, কিন্তু তাদের মোটেও মানায় না। বিদঘুটে লাগে দেখতে। তাদের কাছে প্রশ্ন বাসায় কি আয়না নাই?

(২)
ইদানীং দেখা যায় স্কুল, কলেজ এমনকি ভার্সিটির ছেলেমেয়েরাও কাধের ব্যাগে ব্যাচ লাগাচ্ছে। কেউ কেউ অনেক গুলো ব্যাচ লাগিয়ে ঘুরছে। আমার সন্দেহ ওরা ব্যাগে খাতা কলম ঠিক মত নেয় কি না!! তবে ব্যাচ ঠিকই লাগায়। যাই হোক এদেশের মানুষেরা আবার কপি করতে খুব ভালবাসে। একজনের দেখা দেখি আরো অনেকই লাগাচ্ছে। নিজেকে হয়তো হিরো ভাবছে ব্যাচ লাগিয়ে। আমার খুব হাসি পায়। ব্যাপার গুলো যখন নিজের ঘরের মানুষ করে তখন আর কিছু বলার থাকে না, মানে যখন দেখি নিজের ক্লাসের কেউ এরকম করছে!! আগে নিজের ঘর ঠিক তারপর অন্যদের না হয় বলা যায়। অনেক গুলো ব্যাচ লাগান। আমার কি!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

খালিদ১৪ বলেছেন: ফাইন বলেছেন

২| ১৫ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

সাইফুর রহমান পায়েল বলেছেন: ড্রেসটার নাম প্লাজো। আসলেই কেউ কেউ কে ভালো লাগলেও সবাইকে মানায় না।

যারা এই ব্যাচ লাগায় তাদের বাচ্চা বাচ্চা মনে হয়। মনে হয় স্কুলে পরে। খেয়াল করলে দেখবেন, স্কুলের ছেলে মেয়েরাই বেশী লাগায়। বাচ্চাসুলভ কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.