![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছি!! তোমার নাম মুরগি কেন?? এখনো যে মানুষ হতে পারিনি। এখনো যে মিথ্যা বলি। এখনো আমি লোভি। মানুষ তো এরকম হতে পারে না!!
মেঘমালার ডায়রি
নামের একজন যুনায়েদ ইভান ( singer) এর ফেসবুকের সব পোষ্ট একে একে কপি মেরে ব্লগে পেষ্ট মারছেন। আর নিজের নামেই চালিয়ে যাচ্ছেন।
আমি তার পোষ্টে কমেন্ট করলাম, ভাই কপি করেছেন তার নামটাও দিয়ে দেন। উনি আমার কমেন্ট ডিলেট করে দিয়েছেন। আমি রিপোর্টও মারলাম কোন কাজ হল না। এডমিন আর অন্যান্য ব্লগার ব্যাপারটা হয়তো দেখবেন আশা করি।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১:০৫
আমি মুরগি বলেছেন: সেটাই কিন্তু। এরা ব্লগকে ফেসবুক বানিয়ে দিয়েছে।
২| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৮
সুমন কর বলেছেন: এসব কপি-পেস্ট সামুতে বেশি দিন টিকতে পারবে না..............ব্যবস্থা নেয়া হোক।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১:০৮
আমি মুরগি বলেছেন: আমি যেটাতে রিপোর্ট মেরেছিলাম ওটা রিমোভ করেছে। কিন্তু উনার অন্য পোষ্ট গুলোও তো কপি করা। ওরা ব্লগকে ফেসবুক বানাতে চাচ্ছে।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ৩:২৯
রক্তিম দিগন্ত বলেছেন:
এসব টিকে না বেশি দিন। কয়দিন পর নিজেই ভাগবে। এসব চোরকে শায়েস্তা করার পথও নেই।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাকে নিষিদ্ধ করা উচিত...