![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছি!! তোমার নাম মুরগি কেন?? এখনো যে মানুষ হতে পারিনি। এখনো যে মিথ্যা বলি। এখনো আমি লোভি। মানুষ তো এরকম হতে পারে না!!
আমার দেখা সবাচেয়ে বিখ্যাত মানুষ হল মাইকেল জ্যাকশন। আমার জন্মের আগে কেউ তার চেয়েও বিখ্যাত থাকলে আমি তা জানি না। এখন পৃথিবীতে তার মত কোন পপুলার ব্যাক্তি নেই।
এখন এমন কেউ নেই যে তার বোরকা পরে শপিং করতে হয়। এমন কেউ নেই যে তার গাড়ি চিনলে পারলে ভক্তরা কাজ কাম ফেলে ছুটে এসে গাড়ি আটকিয়ে রাখে।
আমি না তার সমান পপুলার হতে চাই না। তার অর্ধেক হতে চাই। আমায় একটু উৎসাহ করবেন প্লিজ? আমি এমনি ছোট খাট একজন অভিনেতা। এখন আমার একটা ধারাবাহিক যাচ্ছে বিজয় টিভিতে। কিন্তু ছোট খাট অভিনেতা হয়ে তার অর্ধেক পপুলার হতে পারব না। কেউ আমায় একটু উপায় দেখিয়ে দিবেন?
ব্লাক ম্যাজিক বাদে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩০
আমি মুরগি বলেছেন: বড় বড় অভিনেতারাও এত পপুলার না। তাদের দেখলে মানুষ কেবল সেল্ফি তুলতে আছে। তবে আমাদের দেশে তাহাসান ভাই অনেক পপুলার। আমি আরও আরও আরও চাই উনাদের চেয়েও বেশি চাই। কোন বুদ্ধি নেই?
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৩
ভ্রমরের ডানা বলেছেন:
আপ্নার নামের মধ্যে কমেডি আছে ট্রাজেডি ও আছে। আপনার নাটক গুলো কিরকম ট্রেজিকো কমেডি নাকি..
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৮
আমি মুরগি বলেছেন: ডিরেক্টররা যেমন নাটকে ডাকেন, আমি তেমন নাটকেই যায়। বড় বড় ডিরেক্টররা আমায় ডাকেনা। এদেশের নিয়ম হল তেল মাথায় তেল দেওয়া। যে মানুষের শিডিউল থাকে না ডিরেক্টররা তাদেরই শিডিউল নিয়ে ব্যাস্ত। আর আমি কাজই পাই না। চেষ্টা করে যাচ্ছি। এ দেশে চেষ্টা পরিশ্রম করলেও সব হয় না। তবে দোয়া করবেন! ভালবাসা রইল
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
নাম দিছেন টুইটারে বিজি মিলন...... আপনি কোন মিলন ভাই...... নাটক দেখিব। কিন্তু কি উপায়ে দেখিলে ভাল হইবে বলুন... আজ কাল সবি তো পাইরেটেড
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪
আমি মুরগি বলেছেন: পাগলা গারদ ইউটিউবে পাবেন। ২ পর্বে আমায় দেখা যাবে। সাবচেয়ে খারাপ যে অভিনয় করেছে সেটাই আমি। হিন্সট: আমার চুল অনেক বড়।
অন্য পর্ব এখনো ইউটিউবে ছাড়ে নাই।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
আচ্ছা.. আপনার প্রফেশনাল লাইফ একদিন হিট হবেই হবে.... লাইজ্ঞা থাকেন.
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫
বিজন রয় বলেছেন: হা হা হা ............
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৮
ইরিবাসের রাত বলেছেন: মজা পেলাম।
হয়ে যাবেন ভাই, অভিনয় করে যান।