![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছি!! তোমার নাম মুরগি কেন?? এখনো যে মানুষ হতে পারিনি। এখনো যে মিথ্যা বলি। এখনো আমি লোভি। মানুষ তো এরকম হতে পারে না!!
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১১
গড়াই নদীর তীরে বলেছেন: ব্যাগ গোছানো আছে? এবার ম্যাপে আমেরিকা দেখে সেখানে চলে যান। তবে ম্যাপ ছোট হলে কিন্তু শুধুই আঙ্গুলের ঠাই হবে। পুরো বডিসহ আমেরিকা যেতে চাইলে বড় ম্যাপ লাগবে।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১৪
কাউয়ার জাত বলেছেন: এটা কি আমেরিকার কোন মুরগিকে উদ্দেশ্য করে বলেছেন?
আপনার নিক দেখে প্রশ্ন জাগল।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওয়েস্ট ইণ্ডিজ যাইতে পারেন। আম্রিকা যাওয়া তো কঠিন ।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২
কাউয়ার জাত বলেছেন: আলোচিত পাতায় চলে এসেছেন দেখি! ভালোই হল। কোন আদম ব্যবসায়ীর চোখে পড়লে আফ্রিকা নিয়ে ট্রলারে করে শখের আমেরিকা পাঠিয়ে দিবে।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭
মানিজার বলেছেন:
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩
কুঁড়ের_বাদশা বলেছেন: কেউ আমারে মাইরালা
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮
কুঁড়ের_বাদশা বলেছেন: ফ্রি ভিসায় যাওয়ার জন্য একবার ট্রাম্পের বান্ধবীদের নাম্বারে ফোন দিয়ে দেখতে পারেন।
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৭
মেটাফেজ বলেছেন: যে আম্রিকায় থাকে হেরে তুমি কৈরা ডাক্লে নিব আপ্নেরে? এত ভুদাই হৈলে দেশে তো ডলা খাইবেনই।
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
মুরগি ঠিকআছে, তবে মুরগিডা ব্রয়লার প্রজন্মের।।।।।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১৩
উদাস মাঝি বলেছেন: