![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছি!! তোমার নাম মুরগি কেন?? এখনো যে মানুষ হতে পারিনি। এখনো যে মিথ্যা বলি। এখনো আমি লোভি। মানুষ তো এরকম হতে পারে না!!
১। সোফিয়ারে এ দেশে কেন আনল? ও তো ভাল না?
তো ভাই কারে আনা উচিৎ ছিল? মিয়া খলিফাকে? নাকি সানি লিওনিকে?
প্রযুক্তি মেলায় রোবোট আনছে এটা আমাদের ভাগ্য। এখানে সানি আপাকে মানায় না। রোবোট কেই মানায়।
৩। কি একখান *লের রোবোট আনছে, শেখা কথা বলে।
ভাই, এরকম একটা *লের রোবট বানিয়ে এর পরে কথা বলেন। পারেন তো তেনা পেচাইতে। নিজেও বানাতে পারবেন না, অন্য কেউ বানালে উৎসাহ দিবেন না। আপনি তো সাইকো।
৩। রোবট নাগরিক পেয়ে গেল আর আমি পেলাম না?
ভাই, এত জেলাস হয়েন না। বুঝি তো জলতেছে। মেনে নেন। আর একজনের সুখ মেনে নেন।
৪। ধুরু, এত মাতামাতির কি আছে?
অন্যেরা মাতুক। তাদের ভাল লাগছে বলেই মেতে আছে। আপনি যেমন এক বোতল মদ আর নারী পেলে খুব মেতে ওঠেন সবাইতো আর সেরকম না ভইয়া, কেউ নতুন আবিস্কারে মেতে ওঠে।
৫। সৌদির নাগরিক কিন্তু বোরকা কেন পরে নাই?
কারন সোফিয়ার জান্নাত বা জাহান্নামে যাওয়ার ভয় নেই। ও একটা রোবট ভাইয়া ভুলে গেছেন? হাহা
০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
আমি মুরগি বলেছেন: সেটাই, কিছু মানুষ কখনো অপরের ভাল দেখতে পারে না। কেবল বড় বড় লেকচার দিতে পারে। ফেইক মহত্ত্ব গুলো ধরা পড়ে যখন তারা এরকম ভাল উদ্দগের নিন্দা করে বেড়ায়। কাজ না থাকলে যা হয় আরকি!
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
তারেক_মাহমুদ বলেছেন: দারুণ
০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
আমি মুরগি বলেছেন: ধন্যবাদ!
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
রাজীব নুর বলেছেন: সোফিয়া কে নিয়ে অনেক গুলো পোষ্ট এসেছে গত দু'দিনে সামু ব্লগে। সব গুলোই ফালতু পোষ্ট। প্রয়োজন ছিল না।
০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১১
আমি মুরগি বলেছেন: আমারটাও ফালতু!! কিন্তু কি করব মানুষ যখন পোষ্ট দেয় একটা নিরীহ রোবটের বিরুদ্ধে! যখন লেখে সে কেন বোরকা পরে না। কেমন লাগে বলুন তো?
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সোফিয়া নতুন আবিষ্কার, চমৎকার আবিষ্কার সন্দেহ নেই। তবে আমাদের মিডিয়াগুলো এত ছোট ব্যপারে এত বেশী হাইলাইট করছে যে বিরক্তই লাগছে। বেশী চ্যানেল আর পত্রিকা থাকলে এমনই হয়...
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২১
আমি মুরগি বলেছেন: সব পত্রিকায় তো লিখবেই। আপনি একটার বেশি পত্রিকা পড়েন কেন ভাই?
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নৈরশ্যবাদীদের জলবেই ............
এত নেগেটিভ ভাবে না নিয়ে পজিটিভ ভাবে নিলে
জোয়ারটা মন্দ লাগবেনা। প্রযুক্তিপ্রেমীদের শিহরিত
করে ফিরে গেলো সোফিয়া। এর থেকে আমাদের
তরুণ ও বোদ্ধা আইটিসিয়ানরা নতুন কিছু আবিস্কার
করার অনুপ্রেরণা পাবে।