![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছি!! তোমার নাম মুরগি কেন?? এখনো যে মানুষ হতে পারিনি। এখনো যে মিথ্যা বলি। এখনো আমি লোভি। মানুষ তো এরকম হতে পারে না!!
ফেসবুকে যেমন একটা মেয়ে পোষ্ট দিলে কিছু আতেল ছেলেরা ঝাপিয়ে পড়ে কমেন্ট দেওয়ার জন্য। এখন ব্লগেও দেখি একই অবস্থা। অনেক কমেন্ট দেখে একটা পোষ্ট পড়লাম। ওখানে ৬০+ কমেন্ট ছিল। দেখলাম কি এক অখাদ্য আর বোরিং ব্যাপার লেখে রেখেছে অথচ মানুষ ঝাপিয়ে কমেন্ট করছে। সবার লেখাকেই আমি সম্মান জানাচ্ছি। কিন্তু এই ব্লগে বেশ কিছু দারুন দারুন গল্প আমি দেখি অন্য ভাইদের। এত ভাল লেখার পরেও তাদের ভাগ্যে জোটেনা কমেন্ট!
তার মানে ফেসবুকের মত ব্লগেও মেয়েদের পোষ্ট হিট হবে। (আমার লেখা গুলো খুবই বাজে, আমি আমার পোষ্টের ব্যাপার গুলো নিয়ে বলছি না।)
তবে বেশকিছু ভাইদের এত এত ক্রিয়েটিভ পোষ্ট পাই, কিন্তু তারা মুল্যায়ন পায় না। আর মেয়ে গুলাও আছে, তাদের পোষ্টে যাদের কমেন্ট দেখি। তাদের এমন রসিয়ে কসিয়ে উত্তর দেয় যেন পরবর্তীতে ঐ ছেলে গুলো আবারও কমেন্ট করতে বাধ্য। লল।
ফেসবুকের একটা প্রচলিত পোষ্ট আছে সেটা দিয়ে শেষ করি, এক মেয়ে স্ট্যাটাস দিয়েছি পাদু দিলাম। সাথে সাথে হাজারো কমেন্ট।
১।আপুনি, আপনার পাদুর গন্ধ নিশ্চয় অনেক সুন্দর।
২। ইশ আপু যদি আপনার পাশে থাকতে পারতাম! কি জিনিষটায় মিস করলাম।
৩। আপু এইটা বেষ্ট। আপনার পোষ্ট আমার খুব ভাললাগে।
ইত্যাদি ইত্যাদি।
যারা মেয়েদের পোষ্ট দেখলে ঝাপিয়ে পড়ে এসব কাজ করে যাচ্ছেন লাভ নাই ভাই। এতে আপনার পার্সোনালিটিই যাবে। ভাল কে ভাল বলা আর খারাপ কে খারাপ বলার ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। ছেলে মেয়ের সমান অধিকার দিন।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫
আমি মুরগি বলেছেন: এটাই কাম্য হওয়া উচিৎ। সবাই যদি আপনার মত ভাবত!! ধন্যবাদ ভাই।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫
আল ইফরান বলেছেন: সেইসকল লুল পুরুষদের জন্য আমাদের সিনিয়র ভাইয়েরা বহু আগেই অনেক গীতি-কাব্য রচনা করে রেখে গেছেন।
শুনে নিন এই গানটি
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬
আমি মুরগি বলেছেন: মজা পেলাম! লুল পুরুষরা যদি গানটা দেখত।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯
সালাহ উদ্দিন শুভ বলেছেন: ব্লগ নিশ্চয়ই তাদের জন্যে নয়
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭
আমি মুরগি বলেছেন: সেটাই ভাই, না হলে ফেসবুক আর ব্লগের পার্থক্য কি!!
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০
শোভ বলেছেন: আমি রাজিব নুর ভাইয়ের মত .......... । রাজিব নুর , চাদগাজী , তালপাতার সেপাই , বিচার মানি তালগাছ আমার , তাদের লিখা আমি সব সময় পড়ি । তাছাড়া ভালো পোস্ট ডেখলে পড়ি , যেমন আপনি আমার মনের কথা বলেছেন তাই পড়ে নিলাম ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০১
আমি মুরগি বলেছেন: তালগাছ ভাই এত ভাল লেখে! আবার আমারে কমেন্টও দেয় তিনি। ধন্যবাদ।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮
মানিজার বলেছেন: বেশিরভাগ মাইয়ারা লুলামীর আশপাশে থাকাকে লাইক করে । কাছে আসতে আবার ডিসলাইক করে ।
স্রেফ পারসুনালিটির অভাব এইসকল লুলযুবক গুলার ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০২
আমি মুরগি বলেছেন: জী ভাই,,,, একদম ঠিক বলেছেন।
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮
পাজী-পোলা বলেছেন: আপনি আসলেই মুরগি, ডিম দেন কয়টা দিনে?
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯
আমি মুরগি বলেছেন: আপনি আসলেই পাজী। এরকম পাজী হলে স্কুলে রাখব না। নাম কেটে দিব। লল
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০০
অর্ক বলেছেন: শতভাগ সত্য কথা। এখন কিছু কিছু নতুন বিকৃত রুচির ব্লগারদের দেখছি, একাই প্রত্যেক নারী ব্লগারদের প্রত্যেক পোস্টে দশের অধিক মন্তব্য করে। এখন এইসবে এমন নোংরা হয়ে গেছে ব্লগ যে, কোনও নারী ব্লগারদের পোস্ট খুলতেও এখন লজ্জা লাগে। সিরিয়াল বাই সিরিয়াল বিকৃত রুচির ব্লগারের উসখুস মার্কা মন্তব্যে ভরা। দেখে মনে হয়, ব্লগে কোনও দায়িত্বভার পেয়েছে, একাই মন্তব্য করে লেখাগুলোকে আলোচিত পাতায় নিয়ে যাবার!
একজনকে দেখলাম খুব অল্প সময়েই নারী ব্লগারদের জানের জান হয়ে উঠেছে। আর আমাদের ঘর বাবু তো আছেই, সব নারী ব্লগারদের দিকে সবসময় তার দুহাত বাড়ানো।
(আগের মন্তব্যে ভুল আছে বিধায় ওটা ডিলিট করুন)
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬
আমি মুরগি বলেছেন: একদম ঠিক বলেছেন। একজনই ১০০ টা মন্তব্য করে বীরপুরুষ সাজতে যায় অনেকেই।
৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০২
নীলসায়র বলেছেন: মুরগী মানে নিজেই স্ত্রী লিঙ্গের মোরগা জাতির নাম লইয়া, মেয়েদের নাম লইয়া পোস্টাইসেন হিট খাওয়নের আশায় আবার নারী জাতি নিয়া পোস্ট দেন বাই?
নাম বদলাইয়া আপনে মোরগা নেন আর একখান পুরুষোচিত পুস্ট দেন। দেখি আপনের কড় মুরগিতে কত ডিম?
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮
আমি মুরগি বলেছেন: আমি যে ছেলে এটা সবাই জানে। কারন আমি আগে আমার পোষ্টের নিচে ফেবুর লিংক দিতাম। আর ব্লগের আবাউটেও লিংক ছিল। আপনি বোধহয় জানতেন না ভাই। আপনার জন্য সমবেদনা। আর আমার লেখা পড়লেও বুঝা যায় আমি ছেলে। কারন আমার ছাত্রী আমায় স্যার বলে ডাকে এটা নিয়ে তো পোষ্ট আছে কয়েকটা। আপনি হয়তো আমার লেখা পড়েননি তাই জানেন না। সমবেদনা। আপনিও তাদের দলে নাকি ভাইয়া? লল
৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
নীলসায়র বলেছেন: ছেলে হয়া মুরগি হইসেন কেন? মোরগা হইতেন। আপনের ছাত্রীও আছে? ছাত্রী আপনেরে কি কয়া ডাকে? মুরগী না মোরগা স্যার?
আপনার লেখা কয়জনে পড়ে দেখলাম। হরে ভাই কষ্টের লেখা না পড়লে কষ্ট হয়। নারী পুরুষ বাপার্ন্না। তবে ভালোই হিট তরিকা ধরসেন আইজ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬
আমি মুরগি বলেছেন: আপনি কি ফ্লপ তরিকা ধরেন নাকি ভাই? হাহাহাহা তাহলে ফ্লপ খেয়ে জান। কে আমার লেখা পড়ল আর না পড়ল কিচ্ছু যায় আসে না আমার। ১ জন পড়লে ১ জনের জন্যই লিখব। ভালথাকবেন।
১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
দোস্ত তুমি এক কাজ করো, নিজে একবার হিজরা সেজে ব্লগিং করে দেখতে পারো। তাতে তোমায় কেউ করে কিনা?
না ,মানে তোমার পোষ্টে কেউ লাইক ও কমেন্ট করে কিনা।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭
আমি মুরগি বলেছেন: দোস্ত, আমি কিন্তু আমার কথা বলি নায়। ব্রাকেটের লেখাটা মনে হয় চোখে পড়ে নায়। নাকি পোষ্টা তোমার বিরুদ্ধে গেল বলে এমন কমেন্ট করলে?
১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬
নীলসায়র বলেছেন: ১০. ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩ ১
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
দোস্ত তুমি এক কাজ করো, নিজে একবার হিজরা সেজে ব্লগিং করে দেখতে পারো। তাতে তোমায় কেউ করে কিনা?
না ,মানে তোমার পোষ্টে কেউ লাইক ও কমেন্ট করে কিনা।
ফেরিওয়ালা ভায়ের কথা মনে ধরসে। ভালা উপদেশ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮
আমি মুরগি বলেছেন: ধন্যবাদ!! ✌
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২০
আমি মুরগি বলেছেন: আপনার তো কোন পোষ্টই নাই। এর মানে ফেক একাউন্ট! ভাল!!
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬
নীলসায়র বলেছেন: আপনার নিবেদিত প্রান ব্লগীয় ইতিহাস দেখিয়া আইসলাম,
একজন পড়লেই একজনের জন্য লিখিবেন। বাহ দুই বছর ধইড়া এই ছাতা মাথাই লিখতেছেন?
আপনার মাথা আর আমার মাথা। - আপনার প্রথম পোস্ট (কপিপেস্ট ও ০ মন্তব্য)
মেয়েগুলো এমন কেন??- আপনার দ্বিতীয় পোস্ট মেয়েদের ধুমপান সংক্রান্ত (সেই কালেও হিট হইবার তরিকা ধইরা লাভ হয় নাই)
সাথে অসংখ্য ভুল বানানে ভরা এবং দুই কমেন্ট প্রাপ্ত।
২০১৫ সাল থেকে আইজকাসহ ৩০ পোস্ট
অধিকাংশ কপিপেস্ট এবং ভুলভাল বানান , চিন্তাহীন অযৌক্তিক যুক্তিযুক্ত কনটেন্টে ভরা।
এই যদি হয় আপনার মেধা যুক্ত ব্লগিং তাইলে মুরগী মোরগা নারী পুরুষ হিজড়া যেই নিকই নেননা কেন ভাই লাভ নাই। তাই কই ব্লগারকে নারী পুরুষ না ভেবে ব্লগার দেখুন। সংকীর্ণতা কাটিয়ে উঠুন এমন মৌলবাদী লেখা থেকে বিরত থাকুন আপনার পোস্টে তো গন্ধ বাইরাতাসে।
আপনার পোস্ট রিপোর্ট করলাম।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭
আমি মুরগি বলেছেন: অধিকাংশ নয় ভাই, সবই কপি পোষ্ট। এই যে আমি কমেন্টের রিপ্লাই দিচ্ছি এটাও কপি পোষ্ট।
১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭
নীলসায়র বলেছেন: এই মানহীন, নারী অবমাননাকারী বৈষম্যমূলক অশ্লীল পোস্টটি রিপোর্ট করা হইলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪
আমি মুরগি বলেছেন: বুঝতে পারলাম আপনি তাদের দলে।
১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭
নীলসায়র বলেছেন: অশালীন পোস্ট লিখে নারী অবমাননা করা একজন অসভ্য মানুষ হয়ে দলাদলি করতে আসছেন। আবার বড়াই করেন বাহে? সাধে কি আর আপনে মুরগী?
এক চুল পরিমান লেখার ক্ষমতা নাই এক কমেন্টে দশ বানান ভুল করেন আপনে আসেন জ্ঞান দিতে। সাহসের বলিহারী ভাই।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭
আমি মুরগি বলেছেন: এই পোষ্ট অশালীন!! ভালই বলেছেন। আপনি অনেক জ্ঞানী ভাইয়া।
১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কখনও নাম দেখে পোষ্ট পড়ি না।
শিরোনাম দেখে ভালো লাগলে বা অশালীন লাগলে সেই পোষ্ট পড়ি।
অশালীন শিরোণামের কড়া সমালোচনা করি, নারী পুরুস
কে লিখেছে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না।
সাদাকে সাদা বলা এবং কালোকে কালো বলার
সাহস আমি সামুর কাছ থেকে পেয়েছি।
ব্লগিয়ানা (কবিতা)
দানবনন্দিনী আমি, রক্ষঃকুলবধূ. রাবণ শ্বশুর মম,
মেঘনাদ স্বামী. আমি কি ডরাই, সখি, ভিখারী রাঘবে?'
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫
আমি মুরগি বলেছেন: ধন্যবাফ ভাইয়া!!
১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭
নীলসায়র বলেছেন: আরও শিখে যাইবেন। আপনারে আজ শিখাইবার ব্যাবস্থাই করতেসি মেধাবী জ্ঞানী মানুষ।
১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩
নীলসায়র বলেছেন: ১. ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩ ০
রাজীব নুর বলেছেন: এই অভ্যাসটা আমার নেই। একেবারেই নেই। আমি কখনও নাম দেখে পোষ্ট পড়ি না। শিরোনাম দেখে ভালো লাগলো সেই পোষ্ট পড়ি। সেটা কে লিখেছে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫ ০
লেখক বলেছেন: এটাই কাম্য হওয়া উচিৎ। সবাই যদি আপনার মত ভাবত!! ধন্যবাদ ভাই।
যখন আজ নিজের পোস্টে রাজিবভাই ভদ্রতা দেখাইলেন তখন ধন্যবাদ।
২. ০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪০ ১
আমি মুরগি বলেছেন: আপনার ছবি পোষ্ট করার ব্যাপারটা দেখলেই বুঝা যায় যে আপনি একটু সাইকো। ভাল ডাক্তার দেখান। শুভ কামনা।
আর যেদিন উনার পোস্ট দিসিলেন তখন তারে গিয়া দিয়া আসছেন সাইকোলজিক্যাল কমেন্ট।
ব্রাভো
১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দুঃখ করবেন না; পুরুষ মানুষ নারীঘেঁষা হওয়াটাই তো স্বাভাবিক! না হলে তো আবার....
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
আমি মুরগি বলেছেন: হাহাহা!!
২০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুরগী দেইখা ভাবছিলাম আপনি মেয়ে। আমি কিন্তু মোরগের লাহান আপনার উপর ঝাঁপাইয়া পড়ি নাই
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
আমি মুরগি বলেছেন:
২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৭
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:
ঝগড়া রাখুন। ছবি দেখুন।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
আমি মুরগি বলেছেন: ধন্যবাদ ✌
২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৫
অলিউর রহমান খান বলেছেন: জনাব আমি ব্লগে নতুন এসেছি। মেয়েদের ফেইসবুকে ২/৪ লাইনের রুচিহীন পোষ্টে হাজার হাজার কমেন্ট পড়ে তা সঠিক।
এ দিক থেকে আপনি সঠিক বলেছেন।
কিন্তু ব্লগে আমি কিছু আপুদের লিখা দেখলাম এবং রীতিমতো ভাবনার সাগরে পতিত হলাম এই ভেবে যে, “তারা এত সুন্দর করে লিখেন কি ভাবে?”
-ব্লগে খারাপ ও অনুন্নত লিখা লিখে ঠিকে থাকা সম্ভব নয় আমি যতটুকু বুঝেছি। এখানে সিনিয়াররা যারাই লিখেন খুব ভালোই লিখেন। আপনি পুরুষ বলেন আর নারী যারাই ভালো লিখছে তারাই বাহ্! বাহ্! পাচ্ছেন সবার কাছ থেকে।
আমি অনেক সিনিয়র ভাই দের ব্লগে পেয়েছি যারা তাদের অপূর্ব সুন্দর ও যুক্তিক লিখা দিয়ে ব্লগ ধাপিয়ে বেড়াচ্ছেন।
কমেন্টে কমেন্টে ভরে গেছে তাদের পোষ্ট।
কিছু আপুদের লিখার সাথে আমি পরিচিত হয়েছি যারা অসাধারণ লিখেন, আর ভাইদের কথা বলে তো শেষ করা যাবে না। কারণ পুরষ বেশী।
-জনাব আপনার কথার সাথে আমি ও একমত, রুচিশীল পোষ্ট হোক গ্রহনযোগ্য।
-কিন্তু জনাব অন্য কোন উদাহরণ আপনি দিতে পারতেন। যে উদাহরণ আপনি দিয়েছেন আমার মনে হয় এসব ব্লগে কাম্য নয়।
আমরা নতুনরা কিন্তু আপনাদের দেখে শিখছি প্রতিনিয়ত। আপনাদের উদাহরণ, কমেন্ট এবং পোষ্ট হওয়া চাই রুচিশীল ও উন্নতমানের।
-আপনার পোষ্ট ঠিক আছে কিন্তু উদাহরণ ঠিক নেই বলে মনে হচ্ছে।
জনাব আপনাদের কাছ থেকে আমরা যেন উৎকৃষ্ট মানের পোষ্ট পাই সেই আশাই ব্যক্ত করছি।
শুভ কামনা রইলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৩
আমি মুরগি বলেছেন: ধন্যবাদ! আপনার কমেন্ট খুব ভাল লাগল।
২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ব্লগে অন্য ব্লগারদের সাথে যোগাযোগের কোন ব্যবস্থা নেই। তাহলে মেয়ে ব্লগারদের পোস্টে বেশী মন্তব্য হলেই কি বন্ধুত্ব হয়ে যাবে?
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৫
আমি মুরগি বলেছেন: কি জানি কি হয়। তবে ধরুন আপনি আপনার ফেবু আইডি কমেন্টে দিলেন। আর আমায় add করতে বললেন। ব্লগের অনেকের সাথেই বন্ধুত্ব আছে।
২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪
আলামিন বাদশা বলেছেন: ফাইন।
১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫
আমি মুরগি বলেছেন: ✌
২৫| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: যোগ্যরাই টিকে থাকবে।
বিষয়টি খারাপ নয়।(জানেনইতো নারীর সাত খুন মাফ)
১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫
আমি মুরগি বলেছেন: সেটাই
২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৯
ঝানডু বাম বলেছেন: আমগো অর্ক ভাইজানের মন্তব্য পডিয়া হাসি পেলুম। অর্ক ভাইজান কিছুদিন আগেও মাইয়া ব্লগার খুইজা খুইজা পিরিতের মন্তব্য করিয়া মাইয়াগো ইমেইল আইডি জিগাইরা বেরাইতো আর অহন মাইয়াগো কাইছ খেইক্যা ছ্যাকা খাইয়া অহন আমি মুরগীর লগে খাতির মারে। আইজ থেইক্যা ব্লগার অর্ক ও আমি মুরগীর যুগলবন্দী করা হউক। আমি মুরগীর লগে যারা একমত তাগো হগলতেরে আমি মোরগ উপাধি দিয়া আমি মুরগীর লগে লাগাইয়া দেয়া হউক।
১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭
আমি মুরগি বলেছেন: লল
২৭| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯
খাঁজা বাবা বলেছেন: আজ এই পোষ্ট হিট। অনেক কমেন্ট
১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭
আমি মুরগি বলেছেন: আমি আমার পোষ্টের কথা বলি নাই। অনেক ভাই আছে খুবই ভাল লেখে। তাদের ভাল লেখা গুলো হিট হয় না। এ প্রসনঙ্গে বলেছি। বাট ধন্যবাদ।
২৮| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি ভাই সত্য কথা বলেছেন ।। তবে সবাই এমন নয় ।।।
২৯| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি ভাই সত্য কথা বলেছেন ।। তবে সবাই এমন নয় ।।।
৩০| ১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি ভাই সত্য কথা বলেছেন ।। তবে সবাই এমন নয় ।।।
১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯
আমি মুরগি বলেছেন: ধব্যবাদ। জী সবাই এমন নয়!
৩১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১
চানাচুর বলেছেন: এই পোস্টটিকে স্টিকি করা হল না কেন?
১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১
আমি মুরগি বলেছেন: স্টিকি কি?
৩২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১
চানাচুর বলেছেন: মানে হল যেটা একদম সামনে থাকে। নোটিশবোর্ডের মত।
তা ভাই আপনি ছেলে হয়েও এত হিট কেন? আসল রহস্য বলতেন যদি আমরাও হিট হতাম
১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
আমি মুরগি বলেছেন: আপনিও তো হিট! চানাচুর আপা!!
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: এই অভ্যাসটা আমার নেই। একেবারেই নেই। আমি কখনও নাম দেখে পোষ্ট পড়ি না। শিরোনাম দেখে ভালো লাগলো সেই পোষ্ট পড়ি। সেটা কে লিখেছে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না।