![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছি!! তোমার নাম মুরগি কেন?? এখনো যে মানুষ হতে পারিনি। এখনো যে মিথ্যা বলি। এখনো আমি লোভি। মানুষ তো এরকম হতে পারে না!!
কি মনে করে যেন রেডিও টিউন করলাম। একটা গান শেষ হয়ে ন্যাকা আর.জে চলে এল কথা বলতে। টেক্সট পড়ছে। ৫/৬ টা টেক্সট এমন ছিল, "আপু আমার না আজ মন খারাপ"!
আর.জে এক এক জনকে টিপস দিচ্ছে। টিপস দিতে দিতে উনি দেখি সাইকোলজির কাউন্সিলর দের মত টিপস দেওয়া শুরু করলেন। কিছু ভুলভাল মেডিকেল ট্রাম ইউজ করলেন!
ইদানীং দেখা যায়, আর.জে গুলো হটসিটে বসলে ডাক্তার, উকিল, কাউন্সিলর সবই হয়ে যায়। এমন সব ভুলভাল ট্রাম ব্যাবহার করে যা আসলেই হাস্যকর!
আমি এক আর.জে ব্যাক্তিগত ভাবে চিনি। সে অন এয়ারে বলছে ধুমপান করবেন না। অথচ সে চেইন স্মোকারের বাপ!!
প্রশ্ন হল, আমাদের দেশের ছেলে মেয়েদের রোজই এত মন খারাপ হয় কেন? আর হলেই কেন আর.জে দের জানাতেই হবে?
আর.জে যা জানে না, সেগুলো কেন ফেইক উপদেশ দেয়? এগুলো তে সাধারণ মানুষের বিপর্যয় হতে পারে। এইসব টিপস থেকে সাবধান।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৭
আমি মুরগি বলেছেন: উপদেশ দেওয়ার একটা নিয়ম আছে। সেটা আপনি বোধহয় জানেন না। আমি নামাজ না পড়ে আপনাকে কখনই বলতে পারব না, আপনি নামজ পড়ুন।
২| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও, তাইতো!
এভাবে তো ভাবিনি?
তরুন সমাজ হতাশায় থাকলে তো সমস্যা? হতাশা থেকে বের করার উপায় কী?
আপনার জন্য শুভকামনা।
৩| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: দিনদিন ন্যাকামোতে বিশেষজ্ঞ আর.জে'দের সংখ্যা বাড়ছে। কারণ, আমাদের নতুন প্রজন্ম সিরিয়াস বিষয়াদি বা কথাবার্তা'র চাইলে ন্যাকামো বেশি পছন্দ করে। চ্যালেনগুলা ন্যাকাপনা না করালে ভাতে মরবে।
তবে হ্যা, ভুলভাল বুদ্ধিপরামর্শ না দিয়ে ভালো কিছু দিলে দেশ ও দশের মঙ্গল।
ধূমপান ক্ষতিকর। সুতরাং, ধূমপান করেও ধূমপান না করার পরামর্শ দিতেই পারে। সব টিউনারা তো আর আপনার মতো আর.জে'কে ব্যক্তিগতভাবে চিনে না।
৪| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৭
মোগল সম্রাট বলেছেন: বাংলা ভাষাটাকে রেপ করে চলছে এইসব তথা কথিত আর.জে। এরা সুন্দর করে কথা বলতে পারেনা। না পারে ভালো বাংলা বলতে না পারে ইংরেজী বলতে। আঞ্চলিকতা, বাংলা, হিন্দী, ইংলিশ মিলিয়ে জগা খিচুড়ী ভাষায় অতি দ্রুত বাচালের মত কথা বলে।মনে হয় সব মানসিক ভারসম্যহীন।
৫| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৮
*** হিমুরাইজ *** বলেছেন: আজকাল মানুষের মাঝে স্বার্থপরতা বেশি তাই দিন শেষে হতাশাগ্রস্থ মানুষের সংখ্যায় বেশি।
৬| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এইজন্য এফএম রেডিও শুনিনা। আরজে নামধারী চিড়িয়াগুলোর জন। ভালো থাকুন। ভালো কাটুক প্রতিটা সময়, প্রতিটা মূহুর্ত।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি এক আর.জে ব্যাক্তিগত ভাবে চিনি। সে অন এয়ারেবলছে ধুমপান করবেন না। অথচ সে চেইন স্মোকারের বাপ!!
আর জে কী বলবেঃ আমি সিগারেট খাই, তুমিও বিড়ি টানো?
দেশের তরুন সমাজ হতাশায় আচ্ছন্ন। ওরা মনে হয় আর জে দের, আপন ভেবে কথাগুলো শেয়ার করে।