![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নিয়ে বলতে গেলে অনেক কথা মনে আসে।
আর এখন জীবন মানেই, জি বাংলা না ফেসবুক!
ফেসবুক এখন আমাদের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
সুখ দুঃখ সবটাই এখন ফেসবুক।
হ্যা এখন মনে কষ্ট হলে আর কাউকে আমরা খুঁজি না মনের কথা প্রকাশ করার জন্য আমরা হয়তো কখনো জানতেও চাইনা,
গালে হাত দিয়ে ভাবতে বসিনা জীবনের কতটা লাভ আর কতটা ক্ষতি, কতটাই আমরা পেলাম আর কাকেই বা পেলাম।
মনের মধ্যে যাই ঘুরপাক খাক না কেন, তা সাত পাঁচ না ভেবেই গুছিয়ে চালান করে দিই আমাদের টাইম লাইনে,
ভাগ করে নেই আমাদের হাজার হাজার চেনা বা অচেনা বন্ধু বন্ধুনীদের সাথে।
তাই আমরা এখন অনেকেই আছি যারা এতসত আর ভাবিই না।
এখন আমাদের ভাবনা তা হচ্ছে, ভাবি কেউ নেই তো কি আছে আমাদের ফেসবুক দাদা তো আছে তাকে বললেই ঠিক কোনো না কোনো একটা উপায় বেরিয়ে আসবে আর আমার সমস্যাটাও সমাধান পেয়ে যাবে।
এ ছাড়াও আমাদের জীবনে ফেসবুক স্ট্যাটাস অনেকটাই প্রাধান্য পেয়ে থাকে।
যেমন ধরা যাক এখন বর্ষা কাল বাড়িতে একা বাইরে মুষল ধারে বৃষ্টি, যাবার জায়গা নেই কোথাও; এই যে একাকিত্ব আমরা কিন্তু আর কাউকে না বললেও ফেসবুক স্টেটাস এর মাধ্যমে সব বন্ধু দের কে শেয়ার করে দেই’, প্রতি নিয়ত।
আবার ধরুন এই বর্ষা কালে আমাদের বাঙালির প্রধান খাবার খিচুড়ি আর এই খিচুড়ির সাথে যদি কিছু সাঙ্গ পাঙ্গ মানে (বেগুন ভাজা, আলু ভাজা,পটল ভাজা, ডিম ভাজা,আর যদি ইলিশ মাছ ভাজা পাওয়া যায় তো সোনায় সোহাগা) পেয়ে যাই ব্যাস আর কি চাই, আর চাওয়া পাওয়াটা আমরা আমাদের ক্যামেরায় বন্দি করে ফেসবুক স্টেটাস দিয়ে দিই।
ইতিহাস সাক্ষী আছে বাঙালি হল খাদ্য রসিক। আমরা এখন কোনো রেস্তোরাতে গিয়ে খাওয়ার মুখে তোলার আগেই আমাদের মোবাইল এর ক্যামেরায় বন্দি করে ফেসবুক স্টেটাস এ না দিলে রেস্তোরায় যাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়।ফলস্বরূপ এখন আর পরেরদিন সকালে কাগজ বা রাতে বাড়ি ফিরে টিভির পর্দা অব্দি অপেক্ষা করতে হয়না আমরা ফেসবুকের ওয়ালে পেয়ে যাই।
আমরা এখন কালের ব্যবধানে হারিয়ে ফেলেছি জীবনের অনেক কিছু।
এই ধরুন আগে কোথাও বেরাতে গেলে দেখতাম যে রুমের জানালাটা কোনদিকে বাতাস কেমন আসে এসব আর এখন দেখি চার্জার লাগানোর জায়গাটাকি বিছানার পাশে বা আগে WIFI পাসওয়ার্ডটা দেন তারপর কথা বলবো...
খুব করে মনে পরে ছোট বেলার বিকেলগুলো বিকেল মানেই আড্ডা খেলা কিংবা কোথাও বেড়াতে যাওয়া কিন্তু এখন সকাল বিকাল রাত কোন দিক থেকে হয় সেটাই আজকাল কেউ জানে না।
কত দিন ভোর সকাল দেখিনা ভুলেই গেছি আর সন্ধ্যার সূর্য ডুবার কথা নাই বলি।
প্রযুক্তি আমাদের অনেকটা বদলে দিয়েছে বদলে দিয়েছে আমাদের চারপাশ।
আসুন এই প্রযুক্তির সঠিক ব্যবহার করি
পোস্ট ভালো লাগলে শেয়ার করবেন।
ধন্যবাদ
২| ১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: জীবন কি তা জানার দরকার নাই।
শুধু চুপ করে জীবনটা উপভোগ করে যান।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:১০
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা। শুভ কামনা।