![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লাস সেভেন এইটে পড়া মেয়েদের
বয়ফ্রেণ্ডের হাতে হাত রেখে, পিঠে বুক
ঠেঁকিয়ে বাইকে বসা দেখলে গাঁ জ্বলে যায়।
ইচ্ছে করে, থাপড়িয়ে রাস্তায় ফেলে দেই।
কিন্তু, পরমুহুর্তেই মনে পড়ে, রাস্তায় তো
আবর্জনা ফেলা নিষেধ। সচেতন নাগরিক হিসেবে,
নিশ্চয়ই কাজটা ঠিক হবে না।
.
আমরা ও তো এই স্তরটা পার করেছি। লজ্জ্বায় তখন
মেয়েদের সাথে কথা বলতাম কিনা স্মরণে নেই।
বড় ভাই বা আপুদের দেখতাম, মাঝে একমাইল দুরত্ব
রেখে দাঁড়িয়ে কথা বলতে ( প্রেমের কথা ) ।
আর এখনকার অবস্থা তো সবারই জানা। দুয়েক দশক
পরের অবস্থা একটু আন্দাজ করেন তো। এই যদি
হয় আমাদের মুসলমানের অবস্থা। তাহলে অন্য
ধর্মাবলম্বীরা কি করবে ? আর, আজকালকার
মেয়েদের পিতামাতা তো তাদের ওড়না কেনার টাকা
ও দিচ্ছেন না। কিভাবে তারা ওড়না পড়বে, বলুন।
.
এই যদি হয় বর্তমান অবস্থা, তাহলে পরবর্তী
প্রজন্মের কি হবে ? ওড়না তখন তো জাদুঘরে
খুঁজতে হবে। তোদের শরীর, মন সবই
তোদের বরের জন্য হালাল করে রাখ।
স্বামীকে তোদের অপবিত্র দেহটা দিতে
তোর খারাপ লাগবে না ? নিজে অপবিত্র হয়ে
পবিত্র শরীরের স্বামী চাইতে ও তো লজ্জ্বা
থাকা উচিত। তোদের শারীরিক গঠন দেখলে
তো বোঝায় যায় না, তোদের বয়স ১২ নাকি ৩২ ?
.
ছোটবোন, তোরা প্রেম করিস, কর। নিষেধ
করছি না। মন সবারই আছে। তবে একটু
গোপনীয়তা করতে শেখ। তোদের অবস্থা
যদি এই হয়, তাহলে তোদের বাচ্চাকাচ্চা দের অবস্থা
কি হবে? একবার শুধু ভেবে দেখ। আর, কি মনে
করিস, তুই তো অমরত্ব পাবি না। পরকালে একটু
বিশ্বাস কর।
আসুন আমরা সবাই নিজেদের ঘর থেকে অভিযান
শুরু করি। অন্যের ঘরে যাওয়া লাগবে না। নিজের
কাছের মানুষদের থেকেই শুরু করুন। ভাল কাজের
জন্য কারো কাছে ছোট হলে ও আল্লাহর কাছে
সম্মান পাবেন। ছেলেমেয়ে সবাইকে অন্তত,
ইসলাম সম্পর্কে জানার সুযোগ করে দিন। অভিভাবক
হিসেবে আপনাকে ও কিন্তু সেদিন ( কেয়ামত )
জবাবদিহি করতে হবে।
(কর্পোরেট ভালোবাসা)ক্লাস সেভেন এইটে পড়া মেয়েদের
বয়ফ্রেণ্ডের হাতে হাত রেখে, পিঠে বুক
ঠেঁকিয়ে বাইকে বসা দেখলে গাঁ জ্বলে যায়।
ইচ্ছে করে, থাপড়িয়ে রাস্তায় ফেলে দেই।
কিন্তু, পরমুহুর্তেই মনে পড়ে, রাস্তায় তো
আবর্জনা ফেলা নিষেধ। সচেতন নাগরিক হিসেবে,
নিশ্চয়ই কাজটা ঠিক হবে না।
.
আমরা ও তো এই স্তরটা পার করেছি। লজ্জ্বায় তখন
মেয়েদের সাথে কথা বলতাম কিনা স্মরণে নেই।
বড় ভাই বা আপুদের দেখতাম, মাঝে একমাইল দুরত্ব
রেখে দাঁড়িয়ে কথা বলতে ( প্রেমের কথা ) ।
আর এখনকার অবস্থা তো সবারই জানা। দুয়েক দশক
পরের অবস্থা একটু আন্দাজ করেন তো। এই যদি
হয় আমাদের মুসলমানের অবস্থা। তাহলে অন্য
ধর্মাবলম্বীরা কি করবে ? আর, আজকালকার
মেয়েদের পিতামাতা তো তাদের ওড়না কেনার টাকা
ও দিচ্ছেন না। কিভাবে তারা ওড়না পড়বে, বলুন।
.
এই যদি হয় বর্তমান অবস্থা, তাহলে পরবর্তী
প্রজন্মের কি হবে ? ওড়না তখন তো জাদুঘরে
খুঁজতে হবে। তোদের শরীর, মন সবই
তোদের বরের জন্য হালাল করে রাখ।
স্বামীকে তোদের অপবিত্র দেহটা দিতে
তোর খারাপ লাগবে না ? নিজে অপবিত্র হয়ে
পবিত্র শরীরের স্বামী চাইতে ও তো লজ্জ্বা
থাকা উচিত। তোদের শারীরিক গঠন দেখলে
তো বোঝায় যায় না, তোদের বয়স ১২ নাকি ৩২ ?
.
ছোটবোন, তোরা প্রেম করিস, কর। নিষেধ
করছি না। মন সবারই আছে। তবে একটু
গোপনীয়তা করতে শেখ। তোদের অবস্থা
যদি এই হয়, তাহলে তোদের বাচ্চাকাচ্চা দের অবস্থা
কি হবে? একবার শুধু ভেবে দেখ। আর, কি মনে
করিস, তুই তো অমরত্ব পাবি না। পরকালে একটু
বিশ্বাস কর।
আসুন আমরা সবাই নিজেদের ঘর থেকে অভিযান
শুরু করি। অন্যের ঘরে যাওয়া লাগবে না। নিজের
কাছের মানুষদের থেকেই শুরু করুন। ভাল কাজের
জন্য কারো কাছে ছোট হলে ও আল্লাহর কাছে
সম্মান পাবেন। ছেলেমেয়ে সবাইকে অন্তত,
ইসলাম সম্পর্কে জানার সুযোগ করে দিন। অভিভাবক
হিসেবে আপনাকে ও কিন্তু সেদিন ( কেয়ামত )
জবাবদিহি করতে হবে।
২| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৮
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লেগেছে।
৩| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৯
নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন ।
৪| ১৫ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৫১
লোনার বলেছেন: ছোট বোন, তোরা প্রেম করিস, কর। নিষেধ করছি না। মন সবারই আছে। - এটা কি আপনার ইসলামের শিক্ষা??
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৩
রাজীব নুর বলেছেন: একদম বাস্তব