নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইউটি(IUT)-The Red Heaven

আইউটি(IUT)-The Red Heaven › বিস্তারিত পোস্টঃ

একটি জীবনের জন্য…(পোস্টটি স্টিকি করা হোক)

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮



তাহসিন

ওর বয়সও আট। একিউট লিউকেমিয়ায় আক্রান্ত গত আট মাস যাবত। গত ছয় মাস টাটা মেমোরিয়াল হসপিটাল এ চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর কয়েক দিন আগে আবার ওর অবস্থার অবনতি ঘটে। ডাক্তার দের পরামর্শে এখন সিঙ্গাপুরে নেয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। বোন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে। চিকিৎসার জন্য প্রয়োজন দুই কোটি টাকা। একটাই কথা, কোন কারণেই যেন ওর চিকিৎসা থেমে না থাকে। এখন চিকিৎসা বিজ্ঞান দশ বছর আগের চেয়ে অনেক উন্নত। সাথে আছি আমরা একদল সাহসী শুভাকাঙ্ক্ষী। পরিবারের বাইরের কারো কাছে সাহায্য চাওয়াটা যে কতটা কঠিন তা আমি হাড়ে হাড়ে বুঝি। কতটা ছোট মনে হয় তা আমি জানি। তাই সজল ভাই এর অবস্থা আমি অনুধাবন করতে পারি। তাই তার ভাই হিসেবে আমাদেরকেই এগিয়ে আসতে হবে।



সাহায্যের ব্যাপারে আমরা সবসময় কেমন জানি একটু মিতব্যায়ী হয়ে যাই। বাজারে টান পরে, মাস চলে না, এই খরচ সেই খরচের দোহাই দিয়ে কাউকে সাহয্যের জন্য পরে থাকে ১০০০/২০০০ টাকা অথবা ১০-২০ ডলার। কিন্তু কনসার্টের টিকেট কিংবা নিউ ইয়ার এর আতশবাজীর জন্য খরচ করি ৫০০০ টাকা থেকে ১০০০০/১৫০০০ টাকা। অথবা ১০০ থেকে ৫০০ ডলার। আবার কে এফ সি/পিচ্চাহাট/ নান্দুস/বাটন রজ এ ট্রিট/ পার্টি দিলেই খরচ হয়ে যায় হাজার হাজার টাকা। যারা বাইরে থাকি তাদের বেপারটাও আনুপাতিক। কিন্তু আমাদের তাহসিনের জন্য প্রয়োজন প্রায় দুই কোটি টাকা! প্রায় দুই কোটি!!! প্রায় ২,৫০,০০০ ডলার!!



তাই আমার অনুরোধ, ৫০০/১০০০/২০০০টাকা বা ২০-৩০ ডলার এ কিছুই হবে না। আমরা যারা এই ব্লগে ব্লগার আছি, দেশে ভালো চাকুরী করছি অথবা বিদেশে স্কলারশীপ প্রাপ্ত /চাকুরীরত তারা চাইলেই পারি অনেক বড় বড় অঙ্কের সহযোগিতা করতে। মাসের হিসাব থেকে না ভেবে আপনার সঞ্চয় থেকে হিসাব করুন। আমি কোন সংখ্যা উল্যেক্ষ করব না। শুধু এটুকু বলব, একটি জীবন বাঁচানোর আশায় আপনি কতটুকু করবেন, তা আপনিই ভাল জানেন। একটি জীবনের মূল্য অপরিসীম। আপনার আমার এই চেষ্টা একটি জীবন বাঁচাবে। এই অনুভুতি টা যে কি অপরিসীম আনন্দের তা আপনি অনুভব করতে পারেন সহজেই। তাই যত বড় অঙ্কই দেই না কেন তা বৃথা যাবে না। আর এত এত মানুষের দোয়া আর ভালবাসা আল্লাহ্‌ শুনবেন ইনশাল্লাহ। কারণ আল্লাহ্‌ অপরিসীম দয়ালু।



তাহসিনের বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন এই ফেইসবুক পেইজেঃ https://www.facebook.com/help.tahsin



তাহসিনের জন্য সাহায্য পাঠানোর জন্যঃ



Bank Account:



A.M. Sufian Chowdhury

The City Bank Ltd

A/C No: 2611244179001



Muhammad Amimul Islam

HSBC, Motijheel C/A Dhaka, Bangladesh.

A/C No: 003-058294-001

Swift Code: HSBCBDDH



Money transfers:



Western Union or any money transfer



Contact: Shah Alam, +88 01755540066.



Passport: B1229376



Paypal:



Mir Mohammad Nazmul Arefin (IUT 04), +61425612248

[email protected]







*** সবাইকে দ্রুত সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করছি। অনেক সময়ই আলসেমী করে শেষে এসে আর মনে থাকেনা। দয়া করে আমাদের তাহসিনের জন্য একটু কষ্ট করে যতদ্রুত সম্ভব যথপোযুক্ত উপায়ে সহযোগীতা করুন।***



*** সিঙ্গাপুরে কোন ভাই ওনাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন তা অনেক বড় সাহায্য হবে। কারণ ভাইয়া ভাবি যদি হোটেল নিয়ে থাকেন তাহলে অনেক টাকা খরচ হয়ে যাবে। ***











মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

মাহিরাহি বলেছেন: পোস্টটাকে স্টিকি করা হোক

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: ধন্যবাদ .। কিন্তু কিসুই হলো না , বুজলাম না

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

মুন্তাসীর আর রাহী বলেছেন: মডুদের দৃষ্টি আকর্ষণ করছি...
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: ধন্যবাদ .।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

মুন্তাসীর আর রাহী বলেছেন: আমি আজকেই এরকম একটা পোষ্ট লিখতে চেয়েছিলাম। এই আইডি টা কে চালায় আমি জানিনা। যেই হোন ভাইয়া, অনেক ধন্যবাদ...

৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

মাজহারুল হুসাইন বলেছেন: মডুদের দৃষ্টি আকর্ষণ করছি...
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।
পোষ্ট স্টিকি করা হোক।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: ধন্যবাদ .।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহ সহায় রাখি তাই দোয়া
জীবনের বাচানোর লাগি তারই জন্য
এগিয়ে আসুন হে বিবেক সম্পন্ন

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহ সহায় রাখি তাই দোয়া
জীবনের বাচানোর লাগি তারই জন্য
এগিয়ে আসুন হে বিবেক সম্পন্ন

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহ সহায় রাখি তাই দোয়া
জীবনের বাচানোর লাগি তারই জন্য
এগিয়ে আসুন হে বিবেক সম্পন্ন

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: আল্লাহ সহায় রাখি তাই দোয়া
জীবনের বাচানোর লাগি তারই জন্য
এগিয়ে আসুন হে বিবেক সম্পন্ন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.