![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারও রাত ১২ টার দিকে স্লোগান দিয়ে রাজপথ কাঁপালেন লাকী আক্তার। তার কণ্ঠে স্লোগান, ‘তুই রাজাকার, কাদের মোল্লা তুই রাজাকার।’
আজ রোববার বিকেলে বারডেম হাসপাতালে ভর্তি হন শাহবাগের আন্দোলনের সক্রিয় কর্মী লাকী আক্তার। সেখানে কয়েক ঘণ্টা অবস্থানের পর রাতেই আবারও শাহবাগের প্রজন্ম চত্বরে গিয়ে স্লোগান ধরেন। কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন লাকী।
জানা গেছে, আজ বিকেলে শাহবাগ যান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। তাঁকে সেখানে বক্তব্য দেওয়া হবে কি-না, তা নিয়ে আন্দোলনকারীদের মধ্যে কিছুটা মতদ্বৈততা দেখা দেয়।
লাকী আক্তার বলেন, ‘ওই সময় পেছন থেকে কে বা কারা আমার মাথায় আঘাত করেছে। তা আমি চিনতে পারি নাই। কিন্তু বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। জামায়াত চায় আন্দোলন শেষ করতে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এর আগে সন্ধ্যায় লাকী আক্তার প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি সুস্থ আছি, আন্দোলন চলবে।’
কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে সর্বস্তরের মানুষ আজ ষষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনে প্রথম দিন থেকে সক্রিয় লাকী আক্তার।
লাকী ছোটবেলা থেকেই রাজাকারদের ঘৃণা করেন। ছয় দিন ধরে তিনি মুক্তিযুদ্ধের আগুন বুকে জ্বালিয়েছেন শাহবাগের প্রজন্ম চত্বরে। সেখানে বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থীর দৃপ্ত স্লোগানে সচকিত হাজারো মানুষ গর্জে উঠছেন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে। তাঁর কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন হাজারো মুখ।
কাদের মোল্লার ফাঁসির দাবিতে ছয় দিন ধরে অবিরাম স্লোগান দিয়ে গেছেন লাকী। এক হাতে মাইক্রোফোন আর মুষ্টিবদ্ধ অন্য হাত ঊর্ধ্বে ছুড়ে স্লোগানে স্লোগানে উজ্জীবিত করছেন সমবেতদের। তাঁর উচ্চকিত কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে হাজারো কণ্ঠে। এই অগ্নিকণ্ঠীকে উদ্দেশ করে সমবেত অনেককেই বলতে শোনা গেছে, ‘স্যালুট লাকী আক্তার!’
এই কয়েক দিনে শাহবাগের আন্দোলনের চেনা মুখ লাকী। তাঁর কণ্ঠে ‘ক’-তে কাদের মোল্লা শোনার সঙ্গে সঙ্গে সবাই গর্জে উঠছে ‘তুই রাজাকার তুই রাজাকার’ ধ্বনিতে। শুধু স্লোগান নয়, লাকীর কণ্ঠের প্রতিবাদী সুর পরিবর্তিত হয় ক্ষণে ক্ষণে। দিনভর একনাগাড়ে তাঁর স্লোগান দেওয়ার ক্ষমতা দেখে সবাই বিস্মিত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের ছাত্রী লাকীর গ্রামের বাড়ির ফেনী। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। ঢাকার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন থেকে মাধ্যমিক এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। ২০০৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলনের মধ্য দিয়ে জড়িয়ে পড়েন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে।
Prothom Alo
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: ঠিক বলেছেন
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: +++ ‘স্যালুট লাকী আক্তার!’
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: স্যালুট লাকী আক্তার!’
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০
শান্তা273 বলেছেন: অগ্নিকন্যা লাকী আপু কে স্যালুট।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
মৃন্ময় বলেছেন: এখন ঐক্য ধরে রাখা দরকার....... রাজাকাররা কাল লাকীকে গালি দিল আজ সুযোগ বুঝে আপু বলে ডাকা আরম্ভ করেছে....।so careful..........gujobe kan dite nei............
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
স্পাইসিস্পাই001 বলেছেন: অগ্নিকন্যা লাকীর জন্য শুভকামনা ..... আন্দোলন চলছে - চলবে
পোষ্টে প্লাস++++....ধন্যবাদ আপনাকে
রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......
ছাগু/ছাগুর নাতি মুক্ত ব্লগ চাই
সকলের চোখে বিজয়ের নেশা দেখতে পাচ্ছি
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
সমকালের গান বলেছেন: লাকি সহ আন্দোলনকারীরা সবাই চাইছে আমরা যেন মূল আন্দোলন নিয়েই ফোকাস করি। অন্য কোন কিছুই যেন আমাদের আন্দোলনের গতিকে বাধাহত করতে না পারে।
প্রধানমন্ত্রীকে অনুরোধ, আপনার লোকদের আর আন্দোলন স্থলে এসে সংহতি জানানোর দরকার নাই। আপনারা আইনগত দিকগুলো দ্রুত সংশোধন করে, বিচার প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টিতে মনোযোগ দিন।
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩
htusar বলেছেন: লাকির জন্য শ্রদ্ধা ।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
mrikadey বলেছেন: যুদ্ধাপরাধীর অতীত ঃ দেলওয়ার হোসেন সাঈদ ওরফে ‘দেউল্লা’
Click This Link
everybody becareful
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
নি্লীমা বলেছেন: ++++
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
হাবিব০৪২০০২ বলেছেন: লাকির জন্য শ্রদ্ধা
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
মুক্তবন্দী বলেছেন: লাকীর জন্য শুভেচ্ছা । সরকার সংহতি জানানোর অভিনয় করছে কেন? বাস্তব রুপদান কে করবে তাহলে?
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
ইকবাল১৫০২ বলেছেন: লাকি্র জন্য ভালবাসা।
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
অন্য হিমু বলেছেন: জয় বাংলা
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
কলাবাগান১ বলেছেন: এখন ঐক্য ধরে রাখা দরকার....... রাজাকাররা কাল লাকীকে গালি দিল আজ সুযোগ বুঝে আপু বলে ডাকা আরম্ভ করেছে....।