নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইউটি(IUT)-The Red Heaven

আইউটি(IUT)-The Red Heaven › বিস্তারিত পোস্টঃ

চলতি সপ্তাহে আসছে না সাঈদীর মামলার রায়:|X(

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০

চলতি সপ্তাহে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলার রায় ঘোষণার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার।



সোমবার রাতে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও মুখপাত্র এ কে এম নাসিরউদ্দীন মাহমুদ বাংলানিউজকে একথা জানান।



এর আগে সোমবার বিকেলেও তিনি সাংবাদিকদের কাছে একই কথা বলেন।



সাঈদীর বিরুদ্ধে মামলার রায় এ সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে কি নাÑএমন প্রশ্নের জবাবে রেজিস্ট্রার নাসিরউদ্দিন বলেন, “রায় ঘোষণার দিন এখনও নির্ধারিত হয়নি। এ সপ্তাহে রায় ঘোষণার সম্ভাবনা নেই। এর আগে যে দু’টি মামলার রায় ঘোষণা হয়েছে এ মামলায়ও সে নিয়মে ২৪ থেকে ৪৮ ঘন্টা আগে রায় ঘোষণার তারিখ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।”



প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের দু’টি মামলার রায় ঘোষণা করেছেন। জামায়াতের সাবেক সদস্য আবুল কালাম আজাদ ওরফে বাচ্চুর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হয় ২১ জানুয়ারি। এর দুই সপ্তাহ পর ৫ ফেব্রুয়ারি ঘোষণা হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে রায়। আগে গঠিত হলেও ট্রাইব্যুনাল-১ এখনও কোনো মামলার রায় ঘোষণা করেন নি। তবে এ ট্রাইব্যুনালে সাঈদীর মামলা দু’পক্ষের যুক্তিতর্ক শেষে অপেক্ষাধীন (সিএভি) রেখেছে আদালত। যে কোনো দিন মামলার রায় ঘোষণা করা হতে পারে।



তবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এক অনুষ্ঠানে ১৪ ফেব্রয়ারি সাঈদীর বিরুদ্ধে রায় দেওয়া হবে বলে ঘোষণা দেন।



বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

স্টেনটোরিয়ান বলেছেন: ফাঁসী দিলে শিবির, না দিলে পাবলিক..আ.লীগের পুটু মারা খাওয়া ছাড়া রাস্তা নাই।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

খুব সাধারন একজন বলেছেন: আসুক সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.