নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইউটি(IUT)-The Red Heaven

আইউটি(IUT)-The Red Heaven › বিস্তারিত পোস্টঃ

পাঠ্যবইয়ে পর্ণোগ্রাফি X((X( এরকম স্পর্শকাতর বিষয় নিয়ে হেলাফেলা কেন??X(X((X((

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

আমার অষ্টম শ্রেণী পড়ুয়া স্টুডেন্ট আমাকে একটা প্রশ্ন করলো। প্রশ্নটা শুনে আমার কান গরম হয়ে উঠলো। বুকটা মোচড় দিয়ে উঠলো। রাগে, ক্ষোভে কান্না আসলো। প্রশ্নটা হচ্ছে, "ভাইয়া, ব্লুফিল্ম কি?" বললাম, তুমি এই শব্দটা কোথায় পেলে? ও তার পাঠ্যবই দেখালো। সমাজ বইয়ের নাম চেন্জ করে এখন নাম দেওয়া হয়েছে, "বাংলাদেশ ও বিশ্বপরিচয়" এই বইয়ের ৮৬ নং পৃষ্ঠায় লেখা আছে,"শিশুদের ব্লুফিল্ম দেখা থেকে বিরত রাখতে

হবে।"




... কোন বেকুবেরা এই বই লেখছে? পাঠ্যবই কি পর্ণম্যাগাজিন? ব্লুফিল্মের কথা আলোচনা করে, উল্টো এসবের সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে কোমলমতি শিশুদের। অস্টম শ্রেণীর বইয়ে এটা ডিসকাস করার দরকার কি? "ব্লুফিল্মের প্রকাশনা বন্ধ করতে হবে।" এই কথাটা থেকে শিশুদের জন্য শেখার কিছু আছে কি?



যারা এই পাঠ্যবই রচনা করছেন, এসব মাথামোটারা কি এগুলো চিন্তা করেন নাই?

নাকি তারা পরিকল্পিতভাবে দেশের ছেলেমেয়েদের চরিত্র ধ্বংস করতে চান?



একবার চিন্তা করুন তো আপনার পিচ্চি ছোট বোন/ভাইটা যদি আপনাকে প্রশ্ন করে, "ব্লুফিল্ম কি?"

আপনি কি জবাব দিবেন?




ফেসবুক থেকে নেয়া

মন্তব্য ৩১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

Ruhul বলেছেন:

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: X(X((X((

২| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

িট.িমম বলেছেন: আয় খোদা, এইডা আমি কি দেখলাম?

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮

আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: যা দেখলেন থিক দেখলেন, এখন পারলে কিছু করেন

৩| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

সিড বলেছেন: কি বলব কিছু্ই বলা যায় না। :(

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮

আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: অতি সত্য কথা!!

৪| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

স্বপনবাজ বলেছেন: সরকার দিশেহারা !

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: ভুল করলে হতে হয়!!!

৫| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালই পুলাপাইন সচেতন হইব আর কি !!!!

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: হাসাইলেন!!

৬| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

আশমএরশাদ বলেছেন: যদিও পাঠ্য বইটিতে বিষয়টা এড়িয়ে গেলেই ভালো হতো--- তারপরও বিষয়টাকে ডিফেন্স করার জন্য যে সমস্ত যুক্তি দেয়া যায়---
-
১।আপনার শিরোণামটা উদ্দেশ্য প্রনোদিত। এবং বিষয়টা ত্যানা প্যাচানোর জন্য।

২য়ত: বইটি অষ্টম শ্রেণীর। তাই এখান থেকে সেক্স এডুকেশন দেয়ার কথা ভাবাই যায়। সেক্স এডুকেশন না থাকার কারণে ছেলে মেয়েরা বিকৃত হয়।

৩য়ত: বাচ্চারাতো তাদের জন্ম কিভাবে হলো সেটাও জিজ্ঞাসা করে। তখন নিশ্চয় উত্তর দেন তার মতো করে। যদিও আমরা তখন বেশীর ভাগ সময় মিথ্যা বলে উত্তর দিই।

৪র্থত: আপনি ব্লু ফিল্ম বলতে ঐটাকেই কেবল বুঝিয়েছেন। ব্লু মানে নীল। সাংবাদিকতায় যেমন হলুদ তেমনি ফিল্মের ক্ষেত্রে নীল ইউজ করা হয়। কোন বিকৃত কাহিনী, কোন বিভৎস দৃশ্য এই গুলাকেও নীল ছবি বলা যায়। বাংলাদেশী ডিপজলের অনেক গুলা ফিল্মই নীল ছবির মর্যদা লাভ করেছে।

৫মত: ব্লুফিল্ম কথাটা আপনি কখন শিখেছেন সেটা জানিনা । নিশ্চয় গোপন আড্ডায়। আমাদের জানার উৎসটা গোপন হবে কেন? সে যদি একটা ভালো উৎস থেকে একটা বিষয় জানে সেটা খারাপ কি?

৬।অনেক হাদিসে জেনা শব্দটি অনেক জায়গায় আছে। এখন কেউ যদি আপনাকে বলে যে ভাইয়া জেনা কি? তখনও কি আপনার মথা গরম হয়ে যাবে?
আগের আরেকটি পোস্টে মন্তব্য করা থেকে।

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: ভালো বলেছেন! তবে আমার শিরোনাম কোন উদ্দেশ্য প্রনোদিত না।

৭| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫

লেখোয়াড় বলেছেন:
অনেক দেশে ক্লাস সিক্স থেকে সেক্স এডুকেশন চালু করে।
যদিও আমাদের দেশে ওই বিষয়টা এখনো অনেক গোপনীয়।

তবে গোপনে আমাদের অনেকেই বোধহয় ক্লাস ফাইভের আগেই ওসব বিষয়ে জেন যায় আজকাল,
এখন ওসব অনেক সহজ লভ্য। সেটা কি দোসের নয়?

@ আশমএরশাদ - অনেক সুন্দর বলেছেন।

৮| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

আশীষ চ্যাটার্জী বলেছেন: আমি আশমএরশাদ এর সাথে একমত। তবে, ব্লু ফিল্ম ইংরেজি শব্দ ব্যবহার না করে বাংলা 'নীল ছবি' শব্দ ব্যবহার করা যেত।

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: সহমত

৯| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: অস্টম শ্রেনী পড়ুয়া ব্লু-ফিল্ম বোঝেনা!!! তাই হয়?

১০| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২২

এস আর সজল বলেছেন: ক্লাস ৮ এর পোলা মাইয়া আর ব্লু-ফিল্ম বুঝে না???? আমাদের চেও অনেক দিক থেকে বেশি বুঝে।

১১| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০২

অদীত বলেছেন: হায় হায় সম্পাদকদের মধ্যে একজন আমার প্রত্যক্ষ শিক্ষক। তার হাত দিয়ে এটা বের হলো। অথচ পরীক্ষার খাতার দাড়ি, কমা পর্যন্ত পড়তেন।

১২| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭

রোহান খান বলেছেন: আশমএরশাদ বলেছেন: যদিও পাঠ্য বইটিতে বিষয়টা এড়িয়ে গেলেই ভালো হতো--- তারপরও বিষয়টাকে ডিফেন্স করার জন্য যে সমস্ত যুক্তি দেয়া যায়---
-
১।আপনার শিরোণামটা উদ্দেশ্য প্রনোদিত। এবং বিষয়টা ত্যানা প্যাচানোর জন্য।

২য়ত: বইটি অষ্টম শ্রেণীর। তাই এখান থেকে সেক্স এডুকেশন দেয়ার কথা ভাবাই যায়। সেক্স এডুকেশন না থাকার কারণে ছেলে মেয়েরা বিকৃত হয়।

৩য়ত: বাচ্চারাতো তাদের জন্ম কিভাবে হলো সেটাও জিজ্ঞাসা করে। তখন নিশ্চয় উত্তর দেন তার মতো করে। যদিও আমরা তখন বেশীর ভাগ সময় মিথ্যা বলে উত্তর দিই।

৪র্থত: আপনি ব্লু ফিল্ম বলতে ঐটাকেই কেবল বুঝিয়েছেন। ব্লু মানে নীল। সাংবাদিকতায় যেমন হলুদ তেমনি ফিল্মের ক্ষেত্রে নীল ইউজ করা হয়। কোন বিকৃত কাহিনী, কোন বিভৎস দৃশ্য এই গুলাকেও নীল ছবি বলা যায়। বাংলাদেশী ডিপজলের অনেক গুলা ফিল্মই নীল ছবির মর্যদা লাভ করেছে।

৫মত: ব্লুফিল্ম কথাটা আপনি কখন শিখেছেন সেটা জানিনা । নিশ্চয় গোপন আড্ডায়। আমাদের জানার উৎসটা গোপন হবে কেন? সে যদি একটা ভালো উৎস থেকে একটা বিষয় জানে সেটা খারাপ কি?

৬।অনেক হাদিসে জেনা শব্দটি অনেক জায়গায় আছে। এখন কেউ যদি আপনাকে বলে যে ভাইয়া জেনা কি? তখনও কি আপনার মথা গরম হয়ে যাবে? -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------কথা গুলা ভেবে দেখুন...।

১৩| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

ড. জেকিল বলেছেন: ৬ নং কমেন্ট যৌক্তিক,তবে বই লেখকের উচিত ছিলো সরাসরি ব্লু ফ্লিম না উল্লেখ করে সেখানে "অশ্লীল ভিডিও" উল্লেখ করা । যদিও উদ্দেশ্য একই, তারপরো "ব্লু ফিল্ম" কথাটা বেশি দৃষ্টি কটু দেখায়।

১৪| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬

জাওয়াদ তাহমিদ বলেছেন: ক্লাশ এইটের বইতে থাকলে খুব একটা সমস্যা দেখিনা।
কারন এখন কার পিচ্চিরা অনেক সেয়ানা। এরা কাশ ৫ ৬ থেকেই সব বুঝে যায়।

১৫| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

স্পেলবাইন্ডার বলেছেন: আজকাল মনে হয় ছাত্রলীগের পোলাপান বই লেখার দায়িত্ব পায়...

১৬| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

নিজাম বলেছেন: ছিঃ ছিঃ ছিঃ । ধিক! শত ধিক লেখক আর সম্পাদকগণকে!!!!

১৭| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

শিপু ভাই বলেছেন: আশমএরশাদ ভাইয়ের সাথে ১০০% সহমত!!!

১৮| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

এম.ডি জামান বলেছেন: ব্লু ফ্লিম না লিখে অশ্লীল ছবি লিখতে পারতো কারন এই ভাবে একটা ইংলিশ শব্দকে বাংলায় পাঠ্য বইতে উচিত হয়নি।
আশমএরশাদ ভাইয়ের সাথে অনেকাংশে একমত। তবে উনি যে ভাবে হাদিসের কথা বলেছেন তা হয়তো পুরোপুরি ঠিক নয়। কোন হাদিস কাকে কখন শিখাতে হবে তা যিনি শিখাবেন বা বলবেন তিনি ভালো করেই জানবেন।
বয়সের সাথে শিক্ষার সামঞ্জ্য থাকা বাঞ্চণীয়।
তবে বর্তমানে ক্লাশ এইটের ছেলে ব্লু ফ্লিম বুঝবেনা এটা বিশ্বাস হয়না।

১৯| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

নিরীহ জন বলেছেন: কিছু প্রশ্নের উত্তর- সেক্স এডুকেশন অষ্টম শ্রণীর কোমলমতি শিক্ষার্থীকে ব্লু ফিল্মের পরিচয় দিয়ে শিখতে হবে কেন?

অষ্টম শ্রেণীর বা এ বয়সের বাচ্চারা নিজেদের জন্ম প্রক্রিয়ার মতো জটিল বিষয়ে প্রশ্ন করে না।

শাব্দিকভাবে অনেক শব্দের অনেক ব্যাখ্যাই দাড় করানো যায়। কিন্তু আমরা কোন শব্দ দিয়ে তার প্রচলিত অর্থটাই বুঝে থাকি বা বুঝার চেষ্টা করি।

সবকিছুই ওপেনলি জানার বিষয় হলে গোপন বলে কিছু থাকতনা। যেমন নারী-পুরুষের মিলিত হ্ওয়া- সবাই যার মুখোমুখি। তাই বলে বিষয়টা ওপেনলি শুরু করে দেওয়া ভালো?

আর শেষ কথার উত্তর হলো জেনা বিষয়ক হাদিসগুেলা কোমল শিশুদের পাঠ্য না হ্ওয়াই ভালো। তাছাড়া ব্লু ফিল্মের বিষয়টা তো জেনা থেকে্ও অনেকগুন বেশি জঘন্যতর।

২০| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১

দন্ডিত বলেছেন: @নিরীহজন ভাইজান এইসব ব্যাপার আপনে নিজে কিভাবে জানছেন কত বছর বয়সে জানছেন?

২১| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

নিরীহ জন বলেছেন: @দণ্ডিত ভাইজান, আমি মনে করি না এসব বিষয় আমাকে আমার পিতা-মাতা বা শিক্ষকদেরকে প্রশ্ন করে জানতে হবে। আর বয়স? মানুষের একটা বয়স এমন যায় যখন এসব বিষয় মানুষ চাইলেই জানা হয়ে যায় না চাইল্ই জানা হয়ে যায়। পাঠ্যপুস্তকে ্পাঠ্য হিসাবে অন্তর্ভূক্ত করে জানতে হয় না।

২২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

খায়ালামু বলেছেন: ব্লু ফিল্ম মানে এভাটার :P :P

২৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

জিয়া চৌধুরী বলেছেন: সরকার পাদ দিলেও দোষ হয়।

অষ্টম শ্রেনীতে সেক্স এডুকেশনের ব্যাপারটা আরো খোলাখুলি ভাবেই শুরু করা প্রয়োজন। যাতে তখন থেকেই ছেলেমেয়েরা সুফল কুফল গুলো জানতে পারে।। এত রাখঢাক করেই বরং খারাপ করছে। ছেলেমেয়েরা কিন্তু তলে তলে এর চাইতে বেশিই জানে। তবে আবেগের মধ্যে থাকে বলে মন্দ দিকটা বুঝতে পারেনা। বাবা-মা শিক্ষক কেউই এ ব্যাপারে সঠিক শিক্ষা দেয়না। ঠেকে পড়ে যখন বুঝতে পারে তখন আর ফিরে আসার সময় থাকেনা।

২৪| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

ঠোঁট কাটা বন্ধু বলেছেন: গেল, গেল, দেশ রসাতলে গেল। নাস্তিক লেখকের ফাঁসি চাই। বোর্ডের চেয়ারম্যানের ফাঁসি চাই। সকল বোর্ডকে মাদ্রাসা বোর্ডের অন্তর্ভূক্ত করতে হবে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদ্রাসা সমমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.