![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (Islamic University of Technology) বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি মূলত একটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল এবং বর্তমানে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মালিকানা ইসলামী সম্মেলন সংস্থা তথা ওআইসি'র হাতে এবং এর লক্ষ্য ওআইসিভুক্ত সকল রাষ্ট্রের ছাত্রদের জন্য পড়াশোনার সুব্যবস্থা করে দেয়া এবং প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে মুসলমানদের এগিয়ে নিয়ে আসা।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স বা OIC'র সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় । OIC'র ৫৭ টি দেশের ছাত্ররা এখানে পড়তে আসে । ১৯৭৮ সালে সেনেগালের ডাকারে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নবম বৈঠকে মুসলিম রাষ্ট্রগুলোর প্রকৌশল ও ভোকেশনাল প্রশিক্ষণ ও গবেষণার কেন্দ্র হিসাবে বাংলাদেশের গাজীপুরে এটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয় । বাংলাদেশ সরকারের প্রদান করা ৩০ একর জমিতে ১৯৮১ সালের ২৭ এ মার্চ বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্হাপিত হয় । সেসময় এটির নামকরণ করা হয় ICTVTR । ১৯৯৪ সালে মরক্কোর রাজধানী ক্যাসাব্লাঙ্কায় মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের তেইশতম বৈঠকে এটির নাম ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলোজি হিসাবে পরিবর্তন করা হয় । পরবর্তীতে ২০০১ সালের ২৫-২৭ জুন মালিতে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আঠাশতম বৈঠকে এটির নাম পুনরায় পরিবর্তন করে বর্তমানের ইসলামিক ইনিভার্সিটি অব টেকনোলোজিতে রূপান্তর করা হয় ।
আইইউটির পুরা ম্যাপ
ইন্সট্রাক্টর ট্রেনিং প্রোগ্রামসমূহ
* প্রাযুক্তিক শিক্ষায় মাস্টার্স অফ সাইন্স (এসএসসি টিই)
* প্রাযুক্তিক শিক্ষায় স্নাতকোত্তর ডিপ্লোমা (পিজিডিটিই)
* প্রাযুক্তিক শিক্ষায় ব্যাচেলর অফ সাইন্স (বিএসসি টিই)
প্রকৌশল এবং প্রযুক্তি বিষয়ক প্রোগ্রামসমূহ
* স্নাতকোত্তর কোর্সসমূহ:
o কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে মাস্টার্স অফ সাইন্স
o যন্ত্র প্রকৌশলে মাস্টার্স অফ সাইন্স
o তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে মাস্টার্স অফ সাইন্স
o কম্পিউটার বিজ্ঞান ও প্রয়োগে মাস্টার্স অফ সাইন্স
o যন্ত্র প্রকৌশলে স্নাতকোত্তর ডিপ্লোমা
o তড়িৎ প্রকৌশনে স্নাতকোত্তর ডিপ্লোমা
o কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতকোত্তর ডিপ্লোমা
o কম্পিউটার বিজ্ঞান ও প্রয়োগে স্নাতকোত্তর ডিপ্লোমা
* স্নাতক কোর্সসমূহ:
o কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে ব্যাচেলর অফ সাইন্স
o যন্ত্র প্রকৌশলে ব্যাচেলর অফ সাইন্স
o তড়িৎ প্রকৌশলে ব্যাচেলর অফ সাইন্স
o পুরকৌশল এবং পরিবেশ কৌশলে ব্যাচেলর অফ সাইন্স
* উচ্চতর ডিপ্লোমা কোর্সসমূহঃ
o কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে উচ্চতর ডিপ্লোমা
o তড়িৎ প্রকৌশলে উচ্চতর ডিপ্লোমা
o পুরকৌশল এবং পরিবেশ কৌশলে উচ্চতর ডিপ্লোমা
হলসমূহ
আই ইউ টই তে ছাত্রদের বসবাসের জন্য ২টি ভবন আছে। ভবন ২টি যথাক্রমে উত্তর ও দক্ষিণ হল নামে পরিচিত। হল দুটিতে বসবাসের জন্য সকল আধুনিক সুবিধা রয়েছে।
ক্যাফেটেরিয়া
সাউথ হল ক্যাফেটেরিয়া
আইইউটি তে দুইটি ক্যাফেটেরিয়া ( কেন্দ্রীয় ও উত্তর ) আছে যেখানে ছাত্ররা সকালের নাস্তা ও দুইবেলা খাদ্য গ্রহণ করে । বিশ্ববিদ্যালয় ছাত্রদের প্রতিমাসে ৫০ ডলার মূল্যমানের সকালের নাস্তা, দুপুরের ও রাতের খাবার পরিবেশন করে । এই খরচ ছাত্রদের বহন করতে হয় না, বিশ্ববিদ্যালয় তা বহন করে থাকে । ক্যাফেটেরিয়ার খাদ্য সংক্রান্ত ব্যবস্থাপনার জন্য একটি ক্যাফেটেরিয়া কমিটি রয়েছে।
স্টুডেন্টস সেন্টার
আইইউটি র স্টুডেন্টস সেন্টার ছাত্রদের বিনোদন কেন্দ্র। এখানে ছাত্ররা টিভিত দেখার পাশাপাশি টেবিল টেনিস, ক্যারাম ও জিমনেশিয়াম এ শরীরচর্চা করে থাকে
শিক্ষা ভবন
আইইউটির ২টি (উত্তর ও দক্ষিণ) শিক্ষা ভবন আছে। প্রতিটি ভবন ৫ তলা ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন।
খেলাধুলা
প্রতি বছর আইইউটি তে আয়োজিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এছাড়াও সারা বছর ্তৃপক্ষের তত্ত্বাবধানে আয়োজিত হয় ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, হ্যান্ডবল প্রতিযোগিতা।
মিলনায়তন
আইইউটির মিলনায়তন সম্পুর্ন শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ভবন। এখানে নিয়মিত সেমিনার ও অয়ার্কশপের পাশাপাশি বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে।
আইইউটি মসজিদ
মিনার
আইইউটিতে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং পরীক্ষা প্রস্তুতি
দাপ্তরিক ওয়েবসাইট
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭
আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: খোজ নিয়া জানাবো
২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২
মাতবার বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৫
মাতবার বলেছেন: পারলে নিচের দুইটা সম্পর্কে জানাইয়েন
* প্রাযুক্তিক শিক্ষায় মাস্টার্স অফ সাইন্স (এসএসসি টিই)
* প্রাযুক্তিক শিক্ষায় স্নাতকোত্তর ডিপ্লোমা (পিজিডিটিই)
বিষয় দুইটা পছন্দ হইছে
৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২
ঝটিকা বলেছেন: ছবি গুলো খুব সুন্দর। লেখাটা চালিয়ে যান, অনেকেরই কাজে লাগবে।
৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭
আমি রিয়াদ বলেছেন: জায়গাটা খুব সুন্দর।
৬| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: আবারো একদিন ঘুরতে যাবো
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৪
মাতবার বলেছেন: ভাই Executive MIS করতে চাই।
এই বিষয়ে কি কোন তথ্য দিয়া হেল্প করতে পারবেন?
পারলে উপকার হইত।
আমার মেইল আড্রেস [email protected]