![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙালীদের জাহান্নাম
এক জান্নাতীর খাহেশ হল জাহান্নাম দেখার। তাকে সুযোগও দেয়া হলো। সারা জাহান্নাম দেখার অনুমতিপত্র হাতে পেয়ে সে ভাবল, জাহান্নামের ভিতরে ঢুকার আগে সারা জাহান্নাম বাইরে থেকে এক বার দেখব।
সে বাইরে থেকে যা দেখল তার সারসংক্ষেপ এই, জাহান্নাম মূলত একটি বড় আকারের গর্ত। অনেক গভীর। তার চারধারে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। ভীষন তাদের চেহারা, বিশাল তাদের আকৃতি। আরও বিশাল তাদের হাতের গদা। জাহান্নামীরা বছরের পর বছর চেষ্টা করে যখন গর্তের পাড়ে উঠে আসে। তখন ফেরেশতারা শহীদ আফ্রিদির মত বেপরোয়া স্টাইলে গদা হাঁকায়(বল আকাশেও উঠতে পারে, আবার গ্যালারিতেও যেতে পারে। তবে আকাশেই বেশি উঠে)। বেচারা জাহান্নামী চিৎকার করতে করতে জাহান্নামের মাঝখানে আছড়ে পড়ে।
জাহান্নামের চারও দিকে ঘুরে মোটামুটি একই দৃশ্য দেখতে পাচ্ছিল। তবে এক পাশে সে কোন পাহারা দেখতে না পেয়ে থমকে দাঁড়ালো। অনেকক্ষন দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল – কোন জাহান্নামী এদিক দিয়ে উঠে আসে কিনা। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কেউ উঠল না। শেষে সে গাইড ফেরেশতাকে জিজ্ঞেস করল,
-আচ্ছা এদিকে কি কোন লোক নাই?
-আছে সাহেব। এদিকের লোক অনেক বেশি। জাহান্নামের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা এটি।প্রতি বর্গ মিটারে সাতজন করে।
-তবে পাহারা নাই কেন?
-কারন এদিকের লোকেরা উপরে উঠতে পারেনা।
-কেন? এদের কি উপরে উঠার ক্ষমতা নাই?
-না সাহেব, আসলে এদের মত সক্ষম জাতি জাহান্নামে খুব কমই আছে। এরা অবিশ্বাস্য দ্রুত গতিতে জাহান্নামের ঢাল বেয়ে উঠতে পারে।
জান্নাতী কিছুটা অসহিষ্ঞু হয়ে বলল, এতই যখন ঢাল বাইতে পারে, তাহলে তারা উপরে এস পৌঁছতে পারেনা কেন?
-সাহেব, এরা খুব হিংসুটে জাতি। এরা ঢাল বাইতে গিয়ে যখন কাওকে নিজেদের সমান উচ্চতায় বা উপরে উঠতে দেখে তখন উপরে উঠা বাদ দিয়ে পরস্পর মারামারি শুরু করে দেয়। ফলে দুজনেই নিচে গিয়ে পড়ে। আর উপরে উঠা হয়ে উঠেনা।দারোগা মালেক যখন দেখল এক হাজার বছরেও কেউ পাড়ে উঠতে পারেনি তখন এদিকের পাহারাদারদের অন্যত্র ডিউটিতে পাঠিয়ে দেয়।
(ভাই, আমিও বাঙালী নিজ জাতিকে কটাক্ষ করা আমার উদ্দেশ্য নয়। আমাদের রাজনৈতিক চিত্রসহ আরও অনেক বিষয় কি গল্পটির মূলভাবে সাথে মিলেনা?)
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬
Rayhanul Islam Juwel বলেছেন: গল্পটি কাল্পনিক হলেও বাস্তব সত্য । বাঙ্গালী নয় কেবল বাংলাদেশেই এরকম হিংসার প্রতিযোগীতা চলে ।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫
রুদ্র জাহেদ বলেছেন: হা হা হা। অবশ্যই মিলে যায়
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: রাজনীতিকদের ব্যাপারে একেবারে সত্য কথা, তাইতো আমাদের দেশ আগাতে পারেনা সহজে।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৩
ঢাকাবাসী বলেছেন: এটা একমাত্র বাংলাদেশের জন্যই প্রযোজ্য। পৃথিবীর সবচাইতে নিকৃস্ট জাত।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
মিয়াদাদ বলেছেন: নারে ভাই, আমি একমত নই। আমাদের একটা দূর্বলতার কথা লিখলাম। কিন্তু তাই বলে আমরা সবচেয়ে খারাপ জাতি নই। আমরা কখনও অন্য জাতির ধন সম্পদ কখনও চুরি করিনা। আরও অনেক দোষে আমরা দুষ্ট নই।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭
রাজপায়রা বলেছেন: ছেলে তো হেব্বী ব্রিলিয়ান্ট
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৪
ক্রিবিণ বলেছেন: যদিও আগে শুনেছি, ভালো লাগলো...
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১
কামরুন নাহার বীথি বলেছেন: এক্কেরে বাংলাদেশের সাথে মিল্লা গ্যাছে!!!!!
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, ঈদ মোবারক!!!
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪২
নিরীহ_প্রাণী বলেছেন: বাঙ্গালীর জন্য খুবই উপকারী পোস্ট।
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
দরবেশমুসাফির বলেছেন: এই গল্পটা আবুল মন্সুর আহমেদ এর "ফুড কনফারেন্স" বই থেকে নেয়া না?
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
সিপন মিয়া বলেছেন: হেঁ হেঁ!
১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
সুমন কর বলেছেন: দরবেশমুসাফির বলেছেন: এই গল্পটা আবুল মন্সুর আহমেদ এর "ফুড কনফারেন্স" বই থেকে নেয়া না?
অনুগ্রহ করে উনার উত্তরটি দিবেন। কারণ পোস্টের কোথাও আপনি তা বলেন নি।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৫০
মিয়াদাদ বলেছেন: ভাই আমি ফুডকনফারেন্স পড়িনি। গল্পটি বহু বছর আগে আমার এক বন্ধুর মুখে শুনেছিলাম।কারো গল্প চুরি করা আমার অভ্যাস নয়। আর এটা আমি আসলে গল্প হিসেবে লিখিনি। বরং কৌতুক হিসেবে লিখেছি।
১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
আবু শাকিল বলেছেন: অফ টপিক -
মিয়াদাদ আপনি হোমনা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেছেন।
মিয়াদাদ নামে আমার এক ক্লাসমেট ছিল ।নাম টা দেখে তাই জিজ্ঞেস করলাম।
মিয়াদাদ অনেকের নাম আছে তারপরও মনে হ্ল জিজ্ঞেস করি ।
ধন্যবাদ ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৫২
মিয়াদাদ বলেছেন: আমি কিশোরগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি।তারপর ময়মনসিংহের মুকুল নিকেতনে। আপনার দেশের বাড়ি কোথায় ? আর এখন কোথায় থাকেন ?
১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫
বঙ্গমিত্র সিএইচটি বলেছেন: এটা বাঙ্গালী জাতীর সাথে তুলনা করা যায়। আমরা বাঙ্গালীরাও একি রকম। ধন্যবাদ মিয়াদাদকে এরকম যুক্তিসম্পর্ণ স্ট্যটাস দেওয়ার জন্য।
১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৩
বিদগ্ধ বলেছেন: কথা সত্য। কৌতুকটি পরিচিত হলেও উপস্থাপনা ভালো লেগেছে।
১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: নতুন মোড়কে পুরান মাল !!
কৌতুকটিতে বাঙ্গালীদের
আত্মঘাতি কর্মকান্ডকে
তুলে ধরা হয়েছে।
১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৮
বিপরীত বাক বলেছেন: বাস্তব সত্য কথা।। এটাকে জাতীয় কৌতুক হিসেবে সর্বত্র প্রচার করা হোক।। তাতে হয়ত মুষ্টিমেয় ভালমানুষ নিজের চারিপাশের বিষাক্ত বাঙাল কীট গুলো সম্বন্ধে সচেতন হতে পারে।।।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪১
বনরুই বলেছেন: হা হা হা,,,,, জটিল এবং নিশ্চিতভাবেই মিলে যায়,