![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন আগে কোন একটা লেখায় পড়েছিলাম পৃথিবীর সবকিছু Conservative law(সংরক্ষণ নীতি) মেনে চলে। অর্থাৎ শক্তির সংরক্ষণ নীতির মত সব কিছুই সীমিত এবং ধ্রুব। কোন কিছুরই নতুন করে সৃষ্টি বা বিনাস নেই, শুধু স্থানান্তর হয়। আমার কাছে ধারণাটা গ্রহণযোগ্যই মনে হয়। এই যেমন ধরেন প্রেম-ভালোবাসা। আপনি যদি গভীর ভাবে পর্যবেক্ষণ করে থাকেন তাহলে দেখবেন প্রেম-ভালোবাসা সংরক্ষণ নীতি মেনে চলে। পৃথিবীতে প্রেম-ভালোবাসা আসলে ধ্রুব।
যদি শুরু থেকে দেখি তাহলে দেখবেন একটা শিশুর জন্মের পর তার সব মায়া-মমতা, প্রেম-ভালোবাসা শুধু তার মায়ের জন্য থাকে। কিছুদিন পর মায়ের অংশ থেকে কমে কিছু অংশ বাবার দিকে যায়। আস্তে আস্তে এটা ভাগ হয়ে পরিবারের অন্যান্য সদস্য, বন্ধু-বান্ধবদের মধ্যে ভাগ হয়।
কিন্তু একটা মজার বিষয় যদি খেয়াল করি, তাহলে দেখব যে, যখনই কেউ বিয়ে করে তাহলে তার ভালোবাসা অন্যদের থেকে অনেকাংশে কমে বেশিরভাগ অংশ পার্টনারের কাছে চলে যায়। দেখবেন তখন মা-বাবা, ভাই-বোনসহ অন্যান্যদের ভালোবাসা কমেই পার্টনারের প্রতি বেশি ভালোবাসা জন্মায়। আবার যখন সন্তান হয় তখন পার্টনারের অংশ কমে সন্তানের প্রতি ভালোবাসার বেশি অংশ স্থানান্তরিত হয়। এখানে কিন্তু ভালোবাসা সংরক্ষণ নীতি মেন চলে। এটা প্রকৃতির সকল উপাদানের ক্ষেত্রেই প্রযোজ্য।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: ওকে।