নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও,\nদেখেছি চোখের কান্না।\nসে অশ্রু ফোটায় ম্লান হয়েছে\nহীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কের গল্প

০১ লা জুন, ২০১৫ বিকাল ৪:৩১

মুক্ত রাস্তাটা দিয়ে দুটো শূন্য হাত নিয়ে হাটছিল একটা লোক। পথের খানিকটা এগুতেই তার একটা হাত আর খালি রইলনা। সেখানে এসে স্থান নিল একটা কোমল নরম হাত। এবার দুজন হাটছে মুক্ত রাস্তাটা বেয়ে। একে অপরের হাত ধরে। খানিকটা পথ। লোকটা স্থির হয়ে দাঁড়ালো। তার অপর হাতে আরেকটা কোমল হাতের অস্তিত্য অনুভব করছে সে। তার দুহাতই এখন ভরা। খানিকটা সময় ভাবল সে। তারপর হ্যাচকা টানে পুরনো হাতটা থেকে নিজের হাতটা মুক্ত করে নিল। ছুড়ে ফেলা হাতটা অসহায়ভাবে আকুতি জানালো। লোকটা ফিরলওনা। বরং নতুন কোমল হাতটা মুঠোবদ্ধি করে হাটতে শুরু করল। একটা সময় তার হাত পাকড়ে থাকা নতুন কোমল হাতটার বাধন ঢিলে হয়ে গেল। তারপর একসময় ফসকে গেল হাত গলিয়ে। দুটো শূন্য হাত নিয়ে লোকটা দাঁড়িয়ে রইল হতভম্ব হয়ে। ঠিক যেন একটা মূর্তি। দুটো হাতে এসে ভর করল প্রচন্ড একাকীত্বতা। প্রাণপণে চাইল কেউ একজন তার হাতে হাত রাখুক। শূণ্য হাত ঘেসে হু হু বাতাসের শব্দ বড় অদ্ভুত লাগে লোকটার কাছে। অনুতপ্ততার সময় পেরোতেই একটা ছোট্ট মেয়ে কচি হাতে পাকড়ে ধরল তার হাত। বাচ্চা মেয়েটার মেয়েটার অপর হাতটা পাকড়ে আছে সেই ঝেরে ফেলা পুরনো কোমল হাতটা। এবার মুক্ত রাস্তা দিয়ে তারা তিনজন হাটতে শুরু করল। খানিকটা যেতেই লোকটার খালি অপর হাতটায় মুঠো করে ধরলো আরেকটা কোমল হাত। নতুন কোমল হাত। স্থির হয়ে দাঁড়িয়ে গেল লোকটা। একটু সময় ভাবল। অপর হাত পাকড়ে থাকা কচি হাতটা থেকে একটু উষ্ণ চাপ অনুভব করল। ঝেরে ফেলল নতুন কোমল হাতটা। মুক্ত রাস্তা দিয়ে আবার এগিয়ে চলল ওরা তিনজন। ক্রমশ সামনে... আরো সামনে......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.