![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।
ভাসে স্বপ্ন চোখে, মা দেখি তোমায়
আমি যেখানেই যাই ফিরে ডাকো আমায়
তোমার স্নেহের তলে, অমন কোমল কোলে
আঁচল তলে দিও আমাকে ঠাই।
আমার মরন যেন হয় তোমারি পায়
মা তোমারি পায়, মা তোমারি পায়।
২| ১৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
rakhal rajib বলেছেন: ভাল লাগল।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৮
নোমান প্রধান বলেছেন: শুভ কামনা
৪| ১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর গান।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
সাদা মনের মানুষ বলেছেন: মা ও মাটির গানের জন্য শুভেচ্ছা