নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও,\nদেখেছি চোখের কান্না।\nসে অশ্রু ফোটায় ম্লান হয়েছে\nহীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া › বিস্তারিত পোস্টঃ

কিছু প্রশ্ন

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:১৭

১। দেশে কি একমাত্র ছাত্রলীগই সাধারণ শিক্ষার্থী? বাকি সবাইকি জামায়াত শিবির?
২। একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? সেটাকি কোন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের হাতে থাকতে পারে?
৩। রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সদস্যদের মাথা কি জঙ্গিদের মতো ঝালাই করা থাকে? কিংবা তাদের উপর কি সরকারের উপর মহল থেকে এই রকম বিতর্কিত এবং হিংস্র আচরণের জন্য কোনরকম চাপ প্রয়োগ করা হয়?
৪। একটা গণতান্ত্রিক দেশে কি বিরোধীদলের কার্যক্রম চালানো নিষেধ? যদি না হয় তাহলে প্রত্যেকবার প্রতিটি আন্দোলনকারীদেরকে পিটিয়ে তাকে বিরোধী দল সমর্থক হিসেবে চালিয়ে ব্যাপারটাকে "হালাল" বানানোর চেষ্টা করা হয় কি জন্য?
৫। ছাত্রলীগের সদস্যদের আসল তালিকা কোথায় পাওয়া যাবে? কিভাবে একজন সাধারণ নাগরিক বুঝতে পারবে তার উপর আক্রমণ চালানো ছাত্রলীগ নাকি সন্ত্রাসী?
৬। অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো তুলনায় ছাত্র সংগঠনগুলো বেশি সহিংসপরায়ণ হয় কেন?
৭। কয়েকজন মানুষ মিলে আরেকজন মানুষকে পিটিয়ে আহত করার পর তাদের গ্রেপ্তার করা হয়না কেন? লোকগুলো যদি তাদের ছাত্রলীগ পরিচয়ের জন্য গ্রেপ্তার না হয় বা ছাত্রলীগের কোন সদস্যকে গ্রেপ্তারের কোন অনুমতি নেই এই ধরনের কোন আইন থাকলে সেটা জনগণের কাছের পরিস্কার করা হয়না কেন?
৮। কোটা সংস্কার আন্দোলন কতটা যৌক্তিক সে প্রশ্নে না যাই। কিন্তু এই আন্দোলনকে যেভাবে প্রতিহত করা হচ্ছে সেটা কতটা যৌক্তিক?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:৪২

রাকু হাসান বলেছেন: প্রত্যেকটি প্রশ্ন যৌক্তিক ...এ সবের উত্তর আমিও চায় । কে দিবে তার উত্তর । সে পথ খোলা রাখেনি । আমাদের সামনে অমবস্যা দেখছি

২| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:৪৫

কাওসার চৌধুরী বলেছেন:


রাজনৈতিক দলগুলো ছাত্রদের নেতা বানাতে চায় না, পিকেটার বানায়। হলগুলোতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চায় না, দখল করতে শেখায়। ভদ্রভাবে কথা বলতে শেখায় না, মিথ্যা গলাবাজি শেখায়। স্বাধীনভাবে চিন্তা করতে শেখায় না, দলকানা বানায়। হাতে কলম তুলে দেয় না, অস্ত্র চালাতে শেখায়। সমাজকর্মী বানায় না, চান্দাবাজি শেখায়। নীতি ও আদর্শ শেখায় না, সন্ত্রাসের পাঠ শেখায়। সমাজের সবাইকে নিয়ে চলতে শেখায় না, অন্য মত ও পথকে কঠোর হস্তে দমন করতে শেখায়। দেশপ্রেম শেখায় না, লুটপাট শেখায়। সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে না, মিথ্যা চেতনা আর মিথ্যা ইতিহাস শেখায়। সত্যবাদিতার শিক্ষা দেয় না, মিথ্যা মিথ্যা আশ্বাস দিতে শেখায়। ফলশ্রুতিতে এতো এতো প্রেকটিক্যাল পরীক্ষা দিতে দিতে পরিণত বয়সে ছাত্রটি হয়ে উঠে দক্ষ পলিটিশিয়ান, পাকনা গুটিবাজ।।

৩| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:৪৭

ফজল বলেছেন: প্রশ্নগুলো সহজ আর উত্তরও তার জানা,
হাওয়ায় ওড়ে সেসব বলতে শুদু মানা।

৪| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৭:০১

এম এ কাশেম বলেছেন: মগের মুল্লুকে এসব প্রশ্ন করার সাহস কোথায় পেলেন?

৫| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৭:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
যে কোটা নেতারা মার খেয়েছে, গ্রেফতার হয়েছে, এরা সবাই রেজিষ্টার্ড ছাত্রলীগ নেতা।
ফেবুর পুরোনো হেফাজত/যুদ্ধাপরাধী সমর্থনকারি লেখা মুছে ফেললেও নিশ্চিত প্রমান ক্লাউডের সব তো আর মোছা যায় না।
দুর্নীতিবাজ কিছু ছাত্রলীগ/আওয়ামী নেতাকে মোটা অংকের ঘুষ দিয়ে ঢুকে পড়েছে
মেধাবী ছাগু।

এখন বলা যায় ছাত্রলীগ ছাত্রলীগকে মেরেছে, যেটা প্রায়ই হয়। আপনার তো খুশি হওয়ার কথা!

৬| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: ছাত্রলীগ বাংলাদেশে না থাকলে কি ক্ষতি হবে?

৭| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:২০

কানিজ রিনা বলেছেন: সব সময় দেখা যায় কোনও না কোনও
এলাকায় যুবলীগ দুগ্রুপের মারামারী আহত
নিহত। কোটা সংস্কার দাবীদার কি ছাত্রলীগ
দুইগ্রুপ? আমাদের এলাকায় যুবলীগ দুইগ্রুপ
একদল অশিক্ষিত লাঠেল অস্ত্রও থাকে গোপনে,
সময় মত ব্যবহার করে। একদল শিক্ষিত তারা
কথা বলেনা। শিক্ষিত গ্রুপ কোনও প্রতিবাদ
করলে মেরে তক্তা বানায়। এসব লাঠেল
বাহীনিরা হেন কোনও অন্যায় নাই করেনা।
চাঁদাবাজী থেকে শুরু করে নেশা দ্রব্য বিক্রয়
আরও কত কি।
তাদের পিছনে উপনেতা পাতি নেতার ক্ষমতা
বহাল। সাথে সুবিধাবাদী বিএনপির ছেলেরা
আওয়ামী যুবলীগে নাম লিখিয়েছে গাবাঁচায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের আন্দলনে
শিক্ষিত ভদ্র ছেলেরা পড়ে পড়ে মার খাচ্ছে
সন্ত্রাসী যুবলীগের হাতে। যারা মার খাচ্ছে
তারা কখনও সন্ত্রাস হতে পারেনা প্রেক্ষাপট
দেখে তাইত মনে হয়। ধন্যবাদ।

৮| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:৩৭

ক্স বলেছেন: আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার ভয়াবহ পরিণতি সম্পর্কে জানার পরেও যারা আন্দোলনে নামার দুঃসাহস দেখায়, তাদের প্রতি আমার কোন সিমপ্যাথি নাই।

৯| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১১:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছাত্রলীগই সাধারণ ছাত্র আর বাকী সবাই জামাত শিবির!!!!! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.