নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও,\nদেখেছি চোখের কান্না।\nসে অশ্রু ফোটায় ম্লান হয়েছে\nহীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।

সকল পোস্টঃ

অনুকাব্য ৬

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২

ওগো লজ্জাবতি মেয়ে
দেখনা একটু চেয়ে
তোমার জন্য জ্বালাই প্রদীপ
রক্তে সলতে দিয়ে।

মন্তব্য১ টি রেটিং+১

অনুকাব্য ৫

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

মেঘে মেঘে আজ ঢল শ্রাবন ধারা
ঝরে শ্রাবণধারা , ঝরে শ্রাবনধারা,
পিয়ালির কুঞ্জন যেন বারি গুঞ্জন
করে পাগলপারা, মন পাগলপারা।

মন্তব্য২ টি রেটিং+০

তিনটি অনুকাব্য

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৩

বৈশাখ

এলো এলো বৈশাখ
বাজা ঢাক, বাজা শাখ
নতুনের স্বাগতমে ধর গান ।
ফুলে ফুলে গাথ মালা
চল মেলা ,মনভোলা
নতুন শপথে করি আহ্বান।


মিলন

আমি মাঝে নৌকা বাই
তুমি হাটো পাড়েতে
হব কবে দুইজনে একসাথে।

যদি হয় গগন কালো
বাসলে আর...

মন্তব্য৩ টি রেটিং+০

অনুকাব্য ৪

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৪

ওগো বনের পাখি
শিউলি কাননবালা
তোমার তরে ভূবন ছেড়ে
আমি আপনভোলা।

মন্তব্য০ টি রেটিং+০

আমি রই ঘুমে

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০২

তুমি ভাসো স্বপ্নতে
আর আমি রই ঘুমে।
তুমি হাসো আমি হাসি
রূপকথার এক দেশে ভাসি,
মেঘ দেখি, বৃষ্টি দেখি
রঙ তুলিতে গল্প আঁকি,
সেই গল্পে রোজ ছন্দ ঢেলে
সুরের জাদুর পাখনা মেলে ।
দুজন মজি গানে
তুমি ভাসো...

মন্তব্য০ টি রেটিং+০

চিঠিটা পাঠিয়ে দিলাম (একটি গান)

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:২০

গানের কথাঃ
চিঠিটা পাঠিয়ে দিলাম নীলচে খামে
যদি কভু পড় তুমি উত্তর দিও কানে কানে।
যদি এই চিঠি পড়ে
মনে হয় আমার কথা
জাগে সব মরে যাওয়া
যতসব দুঃখ গাথা
তবে মন খোলা ডাকে উত্তর লেখ মনে...

মন্তব্য৫ টি রেটিং+১

ঝুম ঝুম বর্ষা দুপুর

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৬

মেঘেলা আকাশ আকিবুকি পথে আমার কালির দোয়াতে
ঝুম ঝুম বর্ষা দুপুর অলস হাতের ছোঁয়াতে...
ঘুম ঘুম কাড়ে চোখ
স্বপ্ন লোকের দেশে
আর অজানা এক অন্তপুর থেকে
তুমি উঠো হেসে।

মন্তব্য২ টি রেটিং+০

চিঠিটা

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৯

চিঠিটা পাঠিয়ে দিলাম নীলচে খামে
যদি কভু পড় তুমি উত্তর দিও কানে কানে।
যদি এই চিঠি পড়ে
মনে হয় আমার কথা
জাগে সব মরে যাওয়া
যতসব দুঃখ গাথা
তবে মন খোলা ডাকে উত্তর লেখ মনে মনে।

মন্তব্য৭ টি রেটিং+১

ভুল বুঝছ ফের!!

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১০:২০

আমার কি আর সেইসে দিন আছে!
গোলাপ নিয়ে রোজ বিকেলে ছুটবো তোমার কাছে?
অযথা রোজ আড্ডা দেয়া এখন কি আর সাজে?
আমি যে আজ বড্ড ব্যাস্ত নানান রকম কাজে।

আমার কি আর সেইসে দিন...

মন্তব্য১ টি রেটিং+২

আসবে বলে এসেছ কি?

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৮

আসবে বলে এসেছ কি, বসেছ কি আমার পাশে
ভাসবে বলে ভেসেছ কি, ভেসেছ কি নীল আকাশে
হাসবে বলে হেসেছ কি, হেসেছ কি মুক্তোঝরা
ভাঙবে বলে ভেঙেছ কি, ভেঙেছ কি রুক্ষ খরা।...

মন্তব্য৩ টি রেটিং+১

অঞ্চলে শতদল

২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩২

অঞ্চলে শতদল চঞ্চল দোলে
সিন্ধু কি কোন্দল উত্তাল জলে ।

ওগো প্রান সখা, কাজল রেখা
ছড়ালে একি আলো, চাঁদ যায় ঢাকা ।
খরস্রোতা জলধারা
আখি তার মায়াভরা,
আষাঢ়ে বৃষ্টি , বর্ষা বসন্ত
উঠে...

মন্তব্য৩ টি রেটিং+১

অনুকাব্য ৩

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৮

আমি রাতের পরে রাতকে দেখে
চাঁদের মত হাসি
আমি ভোরের মত মিলিয়ে গিয়ে
আবার ফিরে আসি।

মন্তব্য১ টি রেটিং+১

সোনা বন্ধু পিরিতে

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৪

সোনা বন্ধু পিরিতে
আইসো বাড়ি
বইতে দেব পিড়িতে
আইসো বন্ধু আইসো আমার বাড়িতে।

আইসো বন্ধু ঢল বাদলে
আইসো শীতল ভোরে
আইসো বন্ধু সাদা মেঘে
আইসো আবার শরতে
সোনা বন্ধু পিরিতে
আইসো বাড়ি
বইতে দেব পিড়িতে।
আইসো বন্ধু আইসো আমার বাড়িতে

আইসো বন্ধু...

মন্তব্য২ টি রেটিং+১

অনুকাব্য ২

১০ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৫

মেঘ পরীরা মেঘেই উড়ুক
শ্বেত পালকের নায়
ফুলের কাছে মৌ শোভা পাক
চাঁদটা তোমার পায়!

মন্তব্য৩ টি রেটিং+২

অনুকাব্য

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

আমি শুধু চাঁদরে ডাকি
চাঁদটা ডাকে কাহারে?
আমিই কেবল তারে দেখি
সে দেখেনা আমারে!

মন্তব্য৩ টি রেটিং+১

>> ›

full version

©somewhere in net ltd.