নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও,\nদেখেছি চোখের কান্না।\nসে অশ্রু ফোটায় ম্লান হয়েছে\nহীরা, মতি, মণি, পান্না।

মোঃ জাবেদ ভুঁইয়া

আমি রক্ত বন্যা দেখিনি কোথাও, দেখেছি চোখের কান্না। সে অশ্রু ফোটায় ম্লান হয়েছে হীরা, মতি, মণি, পান্না।

সকল পোস্টঃ

নীলময়ী ও রুক্ষ

২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

রুক্ষ

দূর আকাশ পানে মেঘমালা
ঘনকালো করে ছেয়ে আছে
অদ্ভুত ,বড় অদ্ভুত এখানে খরা
তীব্র তাঁপ ,আলো ঘিরে ধরেছে আমায় !
তাই চাইছি একটু বৃষ্টি
এক ফোঁটা জল ।

এই বুঝি ঐ মেঘের ডাক
ক্ষনে ক্ষনে শুনি ,এটা...

মন্তব্য৪ টি রেটিং+০

মা ও মাটির গান

১৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫

ভাসে স্বপ্ন চোখে, মা দেখি তোমায়
আমি যেখানেই যাই ফিরে ডাকো আমায়
তোমার স্নেহের তলে, অমন কোমল কোলে
আঁচল তলে দিও আমাকে ঠাই।
আমার মরন যেন হয় তোমারি পায়
মা তোমারি পায়, মা তোমারি পায়।

মন্তব্য৪ টি রেটিং+০

উল্লাস এর আবির্ভাব

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৫

শীতকাল আসি আসি করছে। যদিও শহুরে মানুষ এখনও তেমনভাবে শীতের ধাপটটা টের পাননি কিন্তু গ্রামে যারা আছেন তাদের ইতোমধ্যেই শীত বাবাজি তার আগমন এর একটা বার্তা বইয়ে দিয়েছে ঠাণ্ডা হাওয়া...

মন্তব্য০ টি রেটিং+০

লুকিয়ে তাহার বাস

২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২৪

খুজে তারে জনম জনম
আমার জগত চারিপাশ
পেলাম খোঁজে হৃদয় মাঝে
লুকিয়ে তাহার বাস।

লুকিয়ে ছিল চুপি চুপি দেয়নি কোন সাড়া
আজ একটু খানি অনুভবে আমি আত্নহারা।
সে না হয় থাকুক ভবে,...

মন্তব্য০ টি রেটিং+০

অণুকাব্য

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

ভরসা দিলে আসব কাছে
ভয় দেখালে দুরে যাই
অভয় পেলে বলতে পারি
আমি শুধু তোমায় চাই।

মন্তব্য০ টি রেটিং+০

জলনৌকো

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৭


এক

সেবার নদীতে শুধু খরা এলোই, আর ফিরে গেলোনা। সে খরায় আধপাকা ধান পুড়ে খই হল খেতেই।
চৈত্রের কাঠফাটা রোদ্দুর গিয়ে যখন ভরা বাদল নামল, গাঁয়ের লোক ভাবল, যাক এবার বুঝি...

মন্তব্য০ টি রেটিং+০

অণুকাব্য

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫০

ভুল খেয়ালে সব হারালে থাকলে একা তুই
দুরু দুরু হৃদয় ব্যাকুল, ইচ্ছে তোরে ছুই।

মন্তব্য০ টি রেটিং+০

আমি তোমারে দেখিনি

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৯

আমি তোমারে দেখিনি
কবে এসেছো মোর দ্বারে।
ভ্রমে অকুলে খোজেছি
তব মায়া মুখ বারে বারে।

মন্তব্য০ টি রেটিং+০

অণুকাব্য

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৯

আষাঢ় কাতিক, শাওন ভাদর
চাইবে যখন মন
আমার বাড়ি আইসো বন্ধু
রইল আমন্ত্রণ।

মন্তব্য১ টি রেটিং+০

অণুকাব্য

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

তোমারে দেখিলে মনে হয় প্রিয়া
যেন ফুটেছে ফুল আকাশে
হাসি হাসিলে তুমি কাঁপে হিয়া
যেন পৃথিবীটাই বদলে গেছে।

মন্তব্য২ টি রেটিং+১

অণুকাব্য

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:২২

আমি শুধু ভেবেছিলাম বলব দুটো কথা
কথাগুলো খেই হারাল তোমার কথায় ছলে
ভেবেছিলাম বুঝবে তুমি আমার মনের ব্যথা
তোমার হাসির আলোক ছটায় ব্যথা গেলাম ভুলে।

মন্তব্য০ টি রেটিং+০

মনে রাখা কবিতারা

২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

মনে রাখা কবিতারা
কাছে এসে, কথা বলে
চুপি চুপি মনে মনে। ।

জেগে থাকা সে রাতে
রেখেছিলে হাত হাতে
খুব কাছে এসে তুমি
বলেছিলে ভালবাসি।
করে কেন, মনচুরি
খেল তুমি, লুকোচুরি
চাই যত প্রাণপণে...
সরো তুমি তত কোণে।

মনে রাখা কবিতারা
কাছে...

মন্তব্য১ টি রেটিং+০

অনুকাব্য ৮

০২ রা মে, ২০১৬ রাত ৯:৫৭

চান্দের দেশে নাইওর যাইও
ওগো চন্দ্রবতি কন্যা লো
সেইনা জোছনা গায়ে মাইখা
ছড়াইয়ো রুপের আলো।

মন্তব্য০ টি রেটিং+০

অনুকাব্য

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৭

এক টুকরো মেঘের নায়ে ভাসিয়ে দিলাম তোমায়
উড়ু উড়ু মনটারে,
ঘরে বেঁধে রাখে কেরে,
বৃষ্টি জলে শুকনো পাতায় ভাসিয়ে দিলাম তোমায়...

মন্তব্য১ টি রেটিং+০

অনুকাব্য ৭

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২১

শ্রাবণ সে রাতে
হেটেছি একসাথে
আকাশের চাঁদ থেকে ঝরে পড়া জোছনায়
মিলন সেই তিথি
ফুলের অতিথি
কোকিলের কাছ থেকে চেয়ে আনা বেহালায়।

মন্তব্য৪ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.