নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজী মোহাম্মদ জাবেদ

এক গর্বিত বাংলাদেশী

গাজী মোহাম্মদ জাবেদ › বিস্তারিত পোস্টঃ

আমার প্রশ্ন, কারো পরিচয় শিবির, ছাএদল, ছাএলীগ হতে পারে না। পরিচয় শুধু ১টাই আমরা বাংলােদশের মানুষ।

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৪

আমাদের প্রত্যেকের ১টা বড় পরিচয় আছে সেটা হলো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আজকে ঘুম থেকে উঠলেই দেখি কোন ছাত্রদল, ছাত্রশিবির অথবা ছাত্রলীগের মৃত্যু! কিন্তু কেন? শুধু একটাই কারন, রাজনৈতিক প্রতিহিংসা।

এখন ফিরে যেতে হয় ৭১' এ। দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছিলাম পাক হানাদারদের সাথে। নির্বিচারে গুলি চালিয়েছিল আমাদের বাপ-ভাই-মা-বোনের উপর! সেদিন আমাদের উপরিউক্ত কোন পরিচয় ছিল না। সেইদিন বলা হত না আমরা মজিবের লোক, বলা হতনা আমরা জিয়ার সৈনিক, বলা হত না সাঈদী ভক্ত। আমাদের পরিচয় ছিল আমরা বাংয়ালি।

মা একটা কথা বলেছিল করো বাহ্যিক চেহারা দেখে বুঝা যায় না সে খারাপ না ভাল। বুঝার উপায় নেই সে সাধারণ মানুষ না সন্ত্রাসী। প্রত্যেক মানুষের ভিতরে একটা ভাল মানুষ লুকিয়ে থাকে। আমাদের দরকার সেই ভাল মানুষটাকে খুজে বের করে আনা।

আজ দেশ মেধা শূন্য হবার পথে। মেধাবী ছাত্ররা আজ শিকার হচ্ছে মিথ্যা রাজনীতির ছোবলে। রাজনীতির ছোবলে হয়তো হারাচ্ছে প্রাণ নয়তো হচ্ছে বিকৃত মেধার অধিকারী। এতে তার কি দোষ? দেশ, সমাজ, রাজনীতি, সরকার, সরকার বিরুধী এবং সুশীলরা তাকে যেভাবে নিচ্ছে সেতো সেভাবেই যাবে।আমার পরিশেষে শুধু ১টাই চাওয়া থাকবে আসুন আমরা সবাই মিলে আমাদের দেশ কে সামনের দিকে এগিয়ে নিই, নোংরা রাজনীতি না করে রাজার নীতি অনুসরণ করি যেখানে সবার মতপ্রকাশের সমান অধিকার থাকবে না কোনো হিংসা বিদ্ধেষ।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২১

হুতুম বলেছেন: ভাল বলেছেন।

২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৪

গাজী মোহাম্মদ জাবেদ বলেছেন: thank u

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.