নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজী মোহাম্মদ জাবেদ

এক গর্বিত বাংলাদেশী

গাজী মোহাম্মদ জাবেদ › বিস্তারিত পোস্টঃ

আমার মা এবং ১টি বন্ধ জানালা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০৯

ঘরের ছোট ছেলের জন্য নাকি মায়ের ভয়াবহ টান থাকে। আমার মারও আছে এবং বাড়াবাড়ি পর্যায়ের ভালোবাসাই আছে। আমার মাকে প্রায় সময় নানা কাজে আমাদের গ্রামের বাড়িতে যেতে হয় এবং অনেক দিন থাকতে হয়। প্রত্যেক বার ফেরার পর উনার আমার প্রতি ১টাই অভিযোগ থাকে আর তা হচ্ছে আমি নাকি উনি বাড়িতে গেলে উনাকে কম ফোন করি। আমার নাকি উনার প্রতি টান কম। যখন অভিযোগটা করেন সেই অভিযোগটা থাকে রাগ, অভিমান আর ভালোবাসা মিশ্রিত।

সত্যি আমি উনাকে কম ফোন দি, হয়তো অনেকটা উদাসীনও। তবে আমি প্রায় ভাবি আমার মায়ের আমার প্রতি কি পরিমাণ ভালোবাসা হলেই বারবার আমাকে একেই অভিযোগ করেন। হয়তো গুছিয়ে বলেন না, কিন্তু এই অগোছালো অভিমানী অভিযোগে কত ভালোবাসা লুকিয়ে আছে তা গোণার সাধ্য আমার নেই। মা যদি কৌশল করে ১টা খাতায় আমার প্রতি তার অভিমান গুলো লিখে রাখতেন। তাহলে সেখানে হয়তো লেখা থাকতো" রিগান সাহেব, আপনি আমার ছেলে হয়েও আমার প্রতি উদাসীন। আপনার কি উচিত না ফোন করে আমার খবর নেওয়া? আমি কিন্তু প্রত্যেকদিন আপনার ফোনের অপেক্ষা করি। আপনি ছেলে হয়ে আমার খোঁজ না নিলেও আমি মা হয়ে কিন্তু আপনাকে বদদোয়া দি না। বরং আমার ভালোবাসা আপনার প্রতি সব সময় প্রবল ভাবেই থাকবে। আমি যখন থাকবোনা তখন আপনি আমাকে খুব মিস করবেন। বয়স কম তো( সব মায়ের কাছেন তাদের ছেলে সারা জীবন ছোট) তাই হয়তো বুঝতে পারছেন না........................

পুনশ্চঃ আমার মা আমাকে একা পেলে অনেকক্ষণ কথা বলেন( হয়তো উনার কথা শোনার মত উনার কোন মেয়ে নেই বলে, কারন আমরা বোনহিন), বলতেই থাকেন। আমি শুনছি কি শুনছি না সে গ্রাহ্য না করেই। আমি মাঝেমাঝে মনোযোগ না দিয়ে হ্যাঁ, হু করে কথা চালিয়ে দি। মা বিশ্বাস কর, এখন থেকে আর আপনার সাথে ফাঁকিবাজি করবোনা। লম্বা কথা হলেও হাসিহাসি মুখ নিয়ে আগ্রহি ভাব নিয়ে শোনার চেষ্টা করব।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


ভালো, ভালো ভাবনার কথা।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩১

জাফরুল মবীন বলেছেন: হৃদয়স্পর্শী শুভ্র ভাবনা!

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২২

গাজী মোহাম্মদ জাবেদ বলেছেন: @চাঁদগাজী।জি ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.