নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেপান্তর মন

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed .

তেপান্তর মন

বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।

তেপান্তর মন › বিস্তারিত পোস্টঃ

অঙ্কুর অরোরা মার্ডার কেস ............

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৫

Ankur Arora Murder Case (2013) দেখে উঠলাম।

IMDB rating 6/10

My Rating 6/10

My Recommendation: 80%







pros:

১। খুব স্ট্রং থিম। ইন্ডিয়ার এখন সবথেকে বড় সামাজিক সমস্যাগুলো একসাথে তুলে ধরা হয়েছে। i.e এবোরসন, ডাক্তার ও উকিল শ্রেণীর শিক্ষিত কিছু জানোয়ারের পেশা ভুলে গিয়ে ব্যাবসায় লিপ্ত হওয়া, তরুনদের বিশেষ করে নারীদের সুইসাইডাল টেন্ডেন্সি, লিভ টুগেদার ইত্যাদি ইত্যাদি।

২। কে কে মেনন এর দেখার মতো অভিনয়।

৩। কাহিনীর প্রবাহ বেশ থ্রিলিং। ছবির শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে।

৪। অপ্রয়োজনীয় ডিয়ালগ বা দৃশ্যপট এবং ছবি জোর করে টেনে লম্বা করার কোন প্রয়াশ ছিলোনা বললেই চলে। সুতরাং খুব ভালো এন্টারটেইন্মেন্ট।

5। Set & Prop Design ভালো ছিল







Cons:

১। মেনন বাদে বাকীদের আনাড়ি অভিনয়।

২। বিরক্তিকর কিছু সস্তা ডিয়ালগ।

৩। ভুল জায়গায় ভুল ইমশোন ও ডিয়ালগ এর ব্যবহার। সঠিক জায়গায় সঠিক ইমশোন প্রদানে অভিনেতারা ব্যর্থ।

৪। প্রচুর goofs আছে। যেমনঃ কাজরী মারা যাওয়ার সময় রমেশ গিয়ে দেখে বাড়ির বড় ভারি দরজা ভেতর থেকে লকড। রমেশের কাধের ২ মৃদু ধাক্কায়ই দরজা ভেঙ্গে গেলো।

৫। ক্যামেরা অ্যাঙ্গেল, ডিরেকশন অফ ফটোগ্রাফি, মুভি স্কোর খুব ভালো নয়।







সবমিলিয়ে একদম খারাপ নয়। টাইম পাস মুভি হিসেবে ভালো।



মুভি বিষয়ক আলোচনা সমালোচনায় আমাদের সাথে যোগ দিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.