নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেপান্তর মন

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed .

তেপান্তর মন

বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।

তেপান্তর মন › বিস্তারিত পোস্টঃ

বয়সের পরিবর্তনের সাথে সঙ্গীতের রুচিতে পরিবর্তন।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩

বয়সের সাথে গানের রুচির পরিবর্তনগুলা খুব মজার। আমি দেখেছি সময়ের সাথে গানের রুচি বাঙ্গালী ছেলেদের অনেকটা এভাবে পরিবর্তিত হয়।



স্কুল জিবনেঃ বালাম, জুলি, হাবিব, ন্যান্সি, আরেফিন রুমি, পরশি, হৃদয় খান, ফুয়াদ, মিলা, কনা, এলিটা।



কলেজ জীবনেঃ সুমন, অঞ্জন, নচিকেতা, বাপ্পা, তপু, তাহসান, এস আই টুটুল, স্টইক ব্লিস, আইয়ুব বাচ্চু, শিরোনামহীন, লিঙ্কিন পার্ক আর প্রায় সকল হিন্দি গান।



ভার্সিটি ১ম বছরঃ আর্টসেল, শিরোনামহীন, অর্থহীন, সোলস, মাইলস, অর্নব, ওয়ারফেজ, সুমন, আনিলা, টেইলর সুইফট, এভ্রিল, ব্রিটনি, হিলারি ডাফ, বিয়ন্সে, এমিনেম, এনরিকে, গ্রিন ডে, ফর্ট মাইনর আর লেটেস্ট রিলিজ পাওয়া হিন্দি মুভির গান একটাও মিস নাই।



ভার্সিটি ২য় বছরঃ একটু ভাব, বাংলা কোন গায়ক বা ব্যান্ডরে গোনেই না প্রায়। তখন মেটালিকা, আয়রন মেইডেন, মেগাডেথ, ব্ল্যাক সাবাথ, গান্স অ্যান রোসেস, মিউস, প্যারামোর ছাড়া শোনেই না। আর বাংলা শুনলেও, আর্টসেল, মেটাল মেইজ, নেমসিস, পাওয়ারসার্জ এইগুলা। ভাবের ঠ্যালায় এই সময়ে হিন্দি গানেও একটু অরুচি ধরে।



ভার্সিটি ৩য় বছরঃ রুচিতে ব্যাপক পরিবর্তন আসে। তখন সাহানা বাজপেই, আনুসেহ আদিল, অনুপম রয়, লালন, লোকজ গান, শাহ আব্দুল করিম, বারি সিদ্ধিকি, কৃষ্ণকলি, লালন ব্যান্ড, সঞ্জিব চৌধুরী, মৌসুমি ভৌমিক, কবির সুমন, আবারও সেই পুরনো মাইলস, সোলস, ভাইব, শূন্য, অর্নব, তপু, ক্লাসিক বাপ্পা আর প্রচুর পরিমান রবীন্দ্রসঙ্গীত। ইংলিশ আর তেমন শোনাই হয়না, হলেও বাছাই করা অল্প কিছু। হিন্দি আবার কিছুটা শুরু। এ আর রাহমান, শ্রেয়া ঘোষাল আর মেলডিয়াস হিন্দির তখন চরম ফ্যান।



ভার্সিটি ৪র্থ বছরঃ চরিত্র ও রুচিতে গাম্ভীর্য আসে। বাংলা বলতে তখন মেঘদল, ভাইব, সিলেক্টেড কিছু ওয়ারফেজ, মোহিনের ঘোড়াগুলি, আবার সুমন - অঞ্জন, মান্না দে, সচিন দেব বর্মন, আব্দুল আলিম, আব্দুল জব্বার, পুরনো দিনের গান, ক্লাসিক বাংলা, নজরুল- রবীন্দ্র ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারে আসলে বাংলা গানের জগত কত সমৃদ্ধ। হিন্দি শোনার আর সময়ই পায় না। শুনলেও হাতে গোনা কয়েকটা। ইংলিশ চলে; জন লেনন, ডেনভার, ব্রায়ান অ্যাডামস, বব মারলে, এলভিস, রিকি মার্টিন, জ্যাক্সন, মোজার্ট এইগুলা।



## এটা চিরসত্য কোন সমীকরণ নয়। মানুষভেদে অবশ্যই ভিন্ন হতে পারে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ভুয়া পোস্ট হইসে ভাই। :P

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১২

তেপান্তর মন বলেছেন: এর থেকে ভালো পারিনা তো, কি করবো :(

২| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭

লিন্‌কিন পার্ক বলেছেন:

হম । মানুষের রুচি সব সময় এক থাকে না

৩| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

মাহমুদ তূর্য বলেছেন: স্কুল জীবন থেকেই কেন জানি এখন পর্যন্ত লালন,সুমন, অঞ্জন, নচিকেতা, ক্লাসিক বাংলা, নজরুল- রবীন্দ্র ভাল লাগে।

৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

আলাপচারী বলেছেন: ++++++++++++++++

৫| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৭

গোকুল নাগ বলেছেন: ভাই ঠিক বলেছেন.......সহমত

৬| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২১

দি সুফি বলেছেন: সেই ছুডবেলা থিকা আইয়ুব বাচ্চুর এখনও পর্যন্ত ভালো লাগে!
আর আমাগোর ছুডবেলায়/স্কুল জীবনে, এই বালাম-হাবিব-টাবিবতো আছিলো না! তাই এগো গান কোন কালেই ভালো লাগেনা!
তয় এই বয়সে আইসাও র‌্যাপ ভালা পাই সবচাইতে বেশি! B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.