![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়ান , টু , থ্রি ,
পাইলাম একটা বিড়ি ,
বিড়ি তে নাই আগুন ,
পাইলাম একটা বাগুন ,
বাগুনে নাই বীচি ,
পাইলাম একটা কেঁচি ,
কেঁচিতে নাই ধার ,
পাইলাম একটা হার ,
হারে নাই লকেট ,
পাইলাম একটা পকেট ,
পকেটে নাই টাকা ,
কেমনে যামু ঢাকা ,
ঢাকায় নাই গাড়ি ,
কেমনে যামু বাড়ি ,
বাড়িতে নাই ভাত ,
দিলাম একটা পাদ ,
পাদে নাই গন্ধ ,
হাইইস্কুল বন্ধ ,
এস্কুলেতে যামু না ,
বেতের বারি খামু না ,
বেত গেছে ভাইঙ্গা ,
আমি দিছি কাইন্দা ।
[ ছোটবেলার একটা ছড়া যা আজকালকার বাচ্চারা জানে না । বড়ই দুঃখ । ]
১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
জাবের তুহিন বলেছেন: ইহাও মানায়
২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
বিডি আমিনুর বলেছেন: লেখকের নাম উল্লেখ করেন
১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
জাবের তুহিন বলেছেন: লেখকের নাম প্রত্নতাত্ত্বিকরাও বাইর করতে পারবে বলে মনে হয় না ।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
যাযাবরমন বলেছেন: লেখকের নাম-
-সংকলিত
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
রাইসুল নয়ন বলেছেন: সেরাম পোস্ট !!
ব্যাফক মজা পাইলাম !!
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
রাইসুল নয়ন বলেছেন: সেরাম পোস্ট !!
ব্যাফক মজা পাইলাম !!
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
মুহাই বলেছেন: আবার জিগ্স!
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
মাক্স বলেছেন: বাচ্চারাতো অনেক কিছুই জানেনা।



ছড়াটা পৈড়া মনে পৈড়ে গেল, কয়েকদিন আগে এই ছড়াটারে বিকৃত করছিলাম
শেষ লাইনটা ছিল এমন
পাইলাম একটা ঢোল
ঢোলের নাই ঢাক
হোয়াট দ্যা ফা*