নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

জনগণের টাকা এতোই কি মূল্যহীন ??

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৮

একটা গল্প দিয়ে শুরু করি -

আমার স্যার এর কাছে ঘটনাটা শুনছি ।

তাদের গ্রামে একটা জায়গায় খাল খননের কথা । এর জন্য দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । কিন্তু যারা কাজ করবে তারা পুরো টাকা ভাগাভাগি কইরা মাইরা দিছে । গ্রামের উপরের পরজায়ের কয়েকজনরেও খাওাইছে । এরপর একদন ম্যাজিস্ট্রেট আসে ।

স্যার এইটুকু বলার পর আমি মনে করলাম ম্যাজিস্ট্রেট মনে হয় সবার পুঙ্গি বাজায়া দিছে । কিন্তু স্যার যা বলল তাতে বুঝা গেলো লেখা পড়ার কত দাম !!!!

ম্যাজিস্ট্রেট এরপর একটা চিঠি লেইখা পাঠাইল । যেখানে সে আরও দশ কোটি টাকা চাইছে খাল ভরাটের জন্য এবং এর পিছনে কারণ দেখাইছে । এই দশ কোটি টাকার বরাদ্দ হওয়ার পড় পুরা টাকা সে নিজে খাইছে ।

কেউ কোন কামই করলো না অথচ বিশ কোটি টাকা গায়েব ।

দেশ বড়ই আজব ।

আর এখন আসি আসল কথায় -

আমার ইংরেজি বইয়ের হিসাব অনুযায়ী জাতীয় সংসদের বাৎসরিক শুধু MAINTANENCE খরচ পাঁচ কোটি টাকা ।

সেইখানে সরকার দলীয়রা বইসা খোস গল্প করে । আরেকদল মাইন্ড খাইয়া যায় না ।

তাগো এর লিগা আবার বেতন দেয়া লাগে ।

তারা জনগণের টাকায় বানানো ভবনে বইসা ফাউ কাম করে । গালিগালাজ করে । যা ফ্রিতে রাস্তায় রিক্সাওয়ালাগো কাছ থিকা শুনা যায় ।

তাগো ভাতা আছে । হেইডাও জনগণের টাকা ।

তারা যেই বাড়িতে থাকে হাগা মুতা করে সেই বাড়িও জনগণের টাকার ।

কিন্তু কেউই জনগণরে নিয়া চিন্তা করে না ।

সংসদে প্রধানমন্ত্রী নিজের বেতন নিজে আইন কইরা বাড়ায় কেউ কিছু কয় না । কারণ এরপর তাগোটা বাড়বো । মজাই মজা ।

আমগো হাতেও এই রকম ক্ষমতার দরকার ছিল । সরকার যখন ভালো লাগবো না লাথি দিয়া ফালায়া দিমু ।

বিরোধীদল ফাজলামি করবো থাবড়া মারুম /

জনগণের নামে হরতাল ডাইকা জনগণের গাড়ি ভাংলে টেংরি ভাইঙ্গা ফালামু ।

জনগণের হাতে সকল ক্ষমতা চাই ।

বাকি সব কয়টারে ডাস্টবিনে দেখতে চাই ।

আর রাজনীতিতে নতুন মুখ দেখতে চাই । কারণ একদিন পুরাতনরা সব অতীত হয়ে যাবে । তখন হটাৎ কইরা নতুনরা আইসা দেশ চালাইতে পারবো না । তখন আরেক ঝামেলা লাগবো ।

অন্য দেশ এর সুবিধা নিতে পারে । আমগো দেশপ্রেম বেশি তো ।

'' বদলে যান, বদলে দিন '' শ্লোগান দিয়া আউ ফাউ খবর ছাপাইয়া টা বদলাইয়া দেই ।

''রঙ্গ ভরা বঙ্গ আমার ''

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.