![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Meanwhile in a parallel world ----
আমার ফলোয়ারের সংখ্যা পঞ্চাশ হাজারের কাছাকাছি । আর ফ্রেন্ড তো পাঁচ হাজারের কোটা পূর্ণ । একদিন আরিফ আর হোসেইন নামের একটু বয়স্ক লোকের লেখা পড়লাম । ভালো লাগলো । এরপর ফ্রেন্ড লিস্টের একজনরে বাদ দিয়া তারে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাইলাম । সে তো মহাখুশি ।
আর অন্যদিকে '' দুর্যোধন দুর্যোধন '' নামক একজন ব্লগাররে পাইলাম ফ্রেন্ডলিস্ট ঘাটতে যাইয়া । লেখা পড়লাম ভালো লাগলো '' উনি '' দেশকে নিয়ে ভাবে । ভালো খুব ভালো ।
আরেকদিন ইউটিউবে পড়াশোনা বিষয়ক জিনিসপাতি ঘাটতে যাইয়া '' চমক হাসান '' নামের একজনের কিছু ভিডিও দেখলাম । ভালো লাগলো । গনিতে ছেলের মাথা আছে । তারে ফ্রেন্ড বানাইলাম ফেসবুকে । আমার লেখা নাকি সে পড়ে না সময় পায় না । প্রথমে একটু অপমানিত বধ করলাম কিন্তু পরে মনরে সান্ত্বনা দিলাম পড়ুয়া ছেলে ফেসবুকে সময় নষ্ট করে না ।
[ বিঃদ্রঃ
আমার ফেসবুকের ফ্রেন্ডলিস্টে যে কয়জন আছে তাদের মধ্যে এই তিনজন বিশেষ স্থান দখল করে আছে । প্রথমজনের রসিকতা আমার ভালো লাগে , দ্বিতীয়জনের চিন্তাভাবনা এর সাথে আমার চিন্তা ভাবনার অনেক মিল খুঁজে পাই আর তৃতীয় জন বাকি দুইজনের উপরে কারণ সে সরাসরি কাজ করছে পরিবরতনের জন্য । ]
৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:০২
জাবের তুহিন বলেছেন: মজা নেন ??
২| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:০৪
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: ওনাদের লিংকটা দিয়া দিন; আমিও ফ্রেন্ডা বানাই; তবে আমি কোন অংশেই পপুলার না !
কইতে গেলে কেউ আমাকে চিনে না !
৩| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:০৭
ইমরান হক সজীব বলেছেন: সরি আমি আরিফ জেবতিক কে চিনি ফলোইং করা আছে, কিন্তু উনাকে তো চিনলাম না ।
৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:১৮
জাবের তুহিন বলেছেন: http://www.arifrhossain.com/blog
এইটা উনার নিজস্ব ব্লগ । দেখে আসেন । ঐখানেই উনার ফেবুর আইডির লিঙ্ক পাবেন ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ সকাল ১১:৫৮
ইমরান হক সজীব বলেছেন: আরিফ আর হোসেইন কে?