নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

এবার পাকিস্তানের উপরেও ইরানের হামলা, দুই শিশু নিহত

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৮



ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের ত্রাস, বছরের পর বছর ধরে তারা এই অঞ্চলে বিভিন্ন জঙ্গি গোষ্ঠির কাছে অস্ত্র সরবরাহ করে আসছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সংঘাত ইসরালাই-ফিলিস্তিন সংঘাতে ইরানের সরাসরি মদদ রয়েছে। এতদিন বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে আয়াতুল্লাহ খামেনি সরকার প্রক্সি যুদ্ধে জড়িত থাকলেও গতকাল থেকে তারা নিজেদের আসল চেহারা দেখানো শুরু করছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ভয়াবহ উত্তপ্ত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। :-<

গতকাল ইরাক এবং সিরিয়ার পর আজ সকালে পাকিস্তানের সুন্নি গোষ্ঠীর উপরও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, এতে দুই শিশু নিহত হয়েছে। পাকিস্তান এই হামলাকে তাদের সর্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসবে আখ্যায়িত করেছে, এবং এই হমলার সমুচিত জবাব দিতে তারা বদ্ধ পরিকর।

ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে, বালুচিস্তানের জঙ্গি সংগঠন জৈশ আল-আদলের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তারা দাবি করেছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছিল। তাতে ওই জঙ্গি সংগঠনের দুইটি শিবির ধ্বংস হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার কথা স্বীকার করেছে। তারা বলেছে, এটা হলো কোনোরকম উসকানিহীন সহিংসতা। তারা জানিয়েছে, দুইটি শিশু মারা গেছে। তিনজন আহত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে বলেছে, ''এটা হলো পাকিস্তানের সার্বভৌমত্বের উপর আক্রমণ। এই আক্রমণ একেবারেই মানা যায় না। এর পরিণাম ভয়ংকর হতে পারে।''

তথ্যসূত্র: DW

আপডেট: ইরানের উপর পাকিস্তানের পাল্টা হামলা নিহত ৭

আরও পড়ুন
ইরাক ও সিরিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪।

ইরানকে শায়েস্তা করতে না পারলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে না

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৪

বাউন্ডেলে বলেছেন: আবিলম্বে ইরান আক্রমন করা হোক্ =p~

১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০২

জ্যাক স্মিথ বলেছেন: খামেনি সরকারের পতন হলেই মধ্যপ্রাচ্যে শ্বান্তি ফিরে আসবে, ইনি'ই হচ্ছে নাটের গুরু।

২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০০

শাহ আজিজ বলেছেন: ইরান মরবার লাইগা ফাল পাড়তাছে । আয়াতুল্লাহ ধ্বংস হোক ।

১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৫

জ্যাক স্মিথ বলেছেন: ইরানের জনগণই এই বর্বর খামেনি সরকারের পতন ঘটাবে। আয়াতুল্লাহার ধ্বংস হোক ।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৭

কথামৃত বলেছেন: গাছে কাঠাল গোফে তেল

১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৯

জ্যাক স্মিথ বলেছেন: ইরান গোফে তেল দিতে থাকুক, কিন্তু তাদের কখনোই ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: ইরান মধ্যপাচ্যের শান্তি নষ্ট করছে। ইজরায়েল আর ফিলিস্তনের যুদ্ধ থামছে না ইরানের জন্যই।

১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৩

জ্যাক স্মিথ বলেছেন: ঠিক বলেছেন।

ইরান মধ্যস্ততা করলে এই যুদ্ধ থেমে যেতো অনেক আগেই, ইরানের কথা হামাস শুনতে বাধ্য তারা অবশ্যই জিম্মিদের মুক্তি দিতো যদি ইরান হামাস বাহিনীকে বলতো, কিন্তু ইরান তা চাচ্ছে না।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা কোনোভাবেই কমছে না। বাংলাদেশ এক প্রান্তে পড়াতে বোধহয় বেঁচে গিয়েছে৷ নয়ত এই আঁচ বাংলাদেশের উপরও পড়ত।

১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: ভৌগলিক দুরত্বের কারণে আমরা হয়তো এখনো নিরাপদে আছি, কিন্তু মধ্যপ্রচ্যের জনগোষ্ঠীর সাথে আমাদের মানিসক দূরত্ব খুব কাছাকাছি প্রায় সবগুলো জঙ্গীগোষ্ঠী এবং সন্ত্রাসী রাস্ট্রকে এই দেশের জনগন খুব ভালোভাবেই সাপোর্ট করে। বাংলাদেশের আশেপাশে যদি আরেকটি মুসলিম রাষ্ট্র থাকতো তাহলে আমারাও জঙ্গি জঙ্গি খেলায় মেতে উঠতাম, কিন্তু আমাদের সে সুযোগ নেই।

মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


শিয়া বাড়াতে চাচ্ছে নাকি, এদিকটায়?

১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৯

জ্যাক স্মিথ বলেছেন: চেষ্টা করেও লাভ হবে না এদিকটায়, বিশেষ করে পাকিস্তান এবং আফগানিস্তানে শিয়াদের ভাত নেই।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০২

বিজন রয় বলেছেন: ইরান-পাকিস্তান ভাই ভাই। কিছু হবে না।

১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৩

জ্যাক স্মিথ বলেছেন: কুটনৈতিক সম্পর্ক থাকলেও আমি যতদূর জানি আফগানিস্তান এবং পাকিস্তানের সাথে ইরানেরর খুব একটা ভালো সম্পর্ক নেই, শিয়া পন্থী জঙ্গী গোষ্ঠীকে মদত দেয়ার অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে।

৮| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৫৩

কামাল১৮ বলেছেন: জঙ্গিদের উপর হামলা করা ঠিক আছে।পাকিস্তানের এই জঙ্গিরা কয়েক দিন পর পর শিয়া মসজিদে বোমা হামলা করে হাজার হাজার নিরপরাধ শিয়াদের হত্যা করে।তাদের দমন করা সময়ের দাবি।পাকিস্তান আফগান এরা শিয়াদের উপর অকারনে অত্যাচার করে তারা শিয়া বলে।ইরান এখন আর এটা সহ্য করবে না।এই বিশ্বে সুন্নিরাই বেশি

১৮ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:১১

জ্যাক স্মিথ বলেছেন: ইরানেও সুন্নীদের উপর অত্যাচার করা হয়, বেশকিছু সুন্নী নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান, বিবিধ কারণেই সুন্নী গোষ্ঠীগুলো সবসময় ইরানের বিরুদ্ধে কাজ করে। ইরান যতই চেষ্টা করুক সুন্নীদের সাথে পারবে না, কারণ এদের সংখ্যা অনেক বেশি।

সর্বশেষ তথ্য হলো ইরানের সাথে সব ধরণের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো পাকিস্তান। ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল পাকিস্তান

৯| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৫৫

কামাল১৮ বলেছেন: বেশি জঙ্গি।

১৮ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:১৯

জ্যাক স্মিথ বলেছেন: কে বেশি জঙ্গি তা হিসেব করে কোন লাভ নেই কেউ কারো চেয়ে কম যায় না। মুসলিম পৃথিবীর একমাত্র জাতি যারা নিজেরাই নিজেদের মারে।https://www.prothomalo.com/world/asia/u3lohh7mib


১০| ১৮ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৫৫

কামাল১৮ বলেছেন: এতো বছর পর এই বুঝলেন।সংখ্যাদিয়ে পারা না পারা নির্ধারণ হয়।ইরানের কাছে লেটেষ্ট অস্ত্র আছে এবং সেটা নিজেদের প্রযুক্তিতে বানানো।সেই অস্ত্র ব্যবহার হয় ইউক্রেনে।ইহুদিরা সংখ্যায় কতো আর মুসলমানরা সংখ্যায় কতো।ইংরেজরা সারা বিশ্ব দখল করেছিলো।তারা সংখ্যায় কতো ছিলো।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫০

জ্যাক স্মিথ বলেছেন: না সংখ্যা দিয়ে সবসময় সবকিছু বিচার করা যায় না, তবে সংখ্যার একটি গুরুত্ব রয়েছে। ইরানের আছে অত্যাধুনিক মিসাইল আর পাকিস্তানের আছে পারমানবিক অস্ত্র, এই হামলা পাকিস্তানের আত্নসম্মানে আঘাত লেগেছে যে কারণে একদিনের মধ্যেই ইরানের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো।

১১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৫৮

কামাল১৮ বলেছেন: পাকিস্তানকে এখন আর কেউ গুনায় ধরে না।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩

জ্যাক স্মিথ বলেছেন: পাকিস্তানে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং জঙ্গি সমস্যার করণে এই দেশটা আর মাথা তুলে দাঁড়াতেই পারলো না। তবে ওদের যথেষ্ট সামরিক শক্তি রয়েছে।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

জ্যাক স্মিথ বলেছেন: আজ ইরানকে সমুচিত জবাব দিলো পাকিস্তান। B-) আজ থেকে ইরানের পতনের শুরু হলো।
ইরানের উপর পাকিস্তানের পাল্টা হামলা নিহত ৭

১২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৬:৩০

আলামিন১০৪ বলেছেন: ভাভাগো আইজ কি হইছে? পাকি প্রেমী হয়া গেল?

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৮

জ্যাক স্মিথ বলেছেন: আপনি আসলে কি বলতে চাচ্ছেন?

১৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

জ্যাক স্মিথ বলেছেন: গরম খবর হচ্ছে, আজ দুপুরে ইরানকে কঠিন জবাব দিয়েছে পাকিস্তান B-)
ইরানের উপর পাকিস্তানের পাল্টা হামলা নিহত ৭

ইরানের পতনের সবে শুরু হলো মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.